আপনার ফেসবুক প্রোফাইল কে কে চেক করছে তা জানার উপায় কী?
ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাদের দেশে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যিনি ইন্টারনেট ব্যবহার করে অথচ ফেসবুক চালায় না।
আমাদের প্রায় সবারই ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে যা আমরা কম-বেশি ব্যবহার করে থাকি। প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য যেমন প্রতিদিন নিয়ম করে তার বাড়ির রাস্তা ধরে যাওয়া হয়।
ভার্চুয়াল জগতেও মানুষজন তাদের প্রিয়জনদের ক্রিয়াকলাপ দেখার জন্য ফেসবুক প্রফাইলে ঘুরাঘুরি করে। অনেকের হয়তো নিয়মিত নির্দিষ্ট কারো ফেসবুক প্রফাইল চেক করার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।
উদ্দেশ্য যাই হোক না কেন, আমাদের সবারই কিন্তু কম-বেশি জানার আগ্রহ থাকে যে, নিয়মিত কে আমাদের ফেসবুক প্রোফাইল দেখেছে? কিংবা কেউ আমার ফেসবুক প্রোফাইলে ঘাটাঘাটি করলে বোঝার কোনো উপায় আছে কিনা?
আপনার Crush অথবা আপনার প্রাক্তন আপনার ফেসবুক আইডির প্রোফাইলে কি সব সময় নজর রাখে? এবং আপনি হয়তো কারো ফেসবুক প্রোফাইল সারাদিন ঘুরাঘুরি করেন তারা কি সেগুলো জানতে পারে?
আপনি যদি অনলাইনে, আমার ফেসবুক প্রোফাইলে কে কে ঢুকছে কিংবা আমার ফেসবুক প্রোফাইল কারা দেখছে? এসব লিখে খোঁজ করেন তাহলে অনেক আর্টিকেল ও ভিডিও টিউটোরিয়াল আপনার সামনে এসে হাজির হবে।
যেখানে দেখানো হয় আপনার ফেসবুক প্রফাইল কে কে ভিজিট করছে তাদের নাম কীভাবে দেখতে পাবেন।
তবে প্রশ্ন হচ্ছে ফেসবুকে কি আসলেই এমন কোনো ফিচার বা অপশন রয়েছে যার মাধ্যমে আমার ফেসবুক প্রোফাইল কে কে দেখছে তা কম্পিউটার কিংবা এন্ড্রয়েড মোবাইল দিয়ে দেখা যায়?
এর উত্তর হচ্ছে, না। লিংকডইনে প্রোফাইল কে কে ভিজিট করে তা প্রোফাইলের মালিককে নোটিফিকেশন এর মাধ্যমে জানানো হয়ে থাকে। তবে ফেসবুক এমন কোনো অপশন বা ফিচার রাখেনি।
এখন প্রশ্ন আসবে তাহলে অনলাইনে যে বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে সেগুলো কি মিথ্যা?
আসলে যেহেতু ফেসবুকে এমন কোনো অপশন নাই যার মাধ্যমে আমাদের ফেসবুক প্রোফাইল কে কে চেক করছে তা বুঝা যায় সেহেতু ঐসব আর্টিকেল বা টিউটোরিয়ালে থার্ড পার্টি বিভিন্ন সফটওয়্যার অথবা অনলাইন টুল ব্যবহার করার পরামর্শ দিবে।
প্রকৃত অর্থে এসব ওয়েবসাইট ও সফটওয়্যার দিয়ে ফেসবুক প্রোফাইল ভিজিটকারীদের নাম জানা সম্ভব নয়।
এসব ওয়েবসাইট ও সফটওয়্যার ব্যবহার করতে গেলে আপনার অ্যাকাউন্ট এর এক্সেস তারা নিয়ে নিতে পারে, আপনার ফেসবুক আইডি হ্যাক পর্যন্ত হতে পারে।
অনেক আর্টিকেল এবং টিউটোরিয়ালে আবার ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে অথবা Source Code এর মাধ্যমে ফেসবুক প্রোফাইলে কে কতবার ভিজিট করেছে তা বের করার কথা বলবে।
আপনি হয়তো ভাবছেন এটি তো একদম নিরাপদ, তাহলে এর মাধ্যমে তো তা দেখতেই পারি।
তবে তার আগে আপনাকে জানতে হবে ব্রাউজারের এক্সটেনশন ব্যবহার করে অথবা Source Code এর মাধ্যমে আপনি যেসকল আইডি পাবেন তারা কি সত্যি আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করেছে কিনা।
ফেসবুক যে তথ্য প্রোফাইলের মালিককে পর্যন্ত দিচ্ছে না সেই তথ্য ঐসকল ওয়েবসাইট, সফটওয়্যার, ব্রাউজারের এক্সটেনশন এবং Source Code এর মাধ্যমে কীভাবে জানা সম্ভব?
আসলে এখানে যা হয় তা হলো আপনাকে আপনার ফ্রেন্ড লিষ্টের কিছু আইডিগুলো থেকে কিছু আইডি দেখানো হয়। আর ঐসব টিউটোরিয়ালে ভূয়া তথ্য দিয়ে সকলকে বোকা বানানো হয়।
Source Code এ (e.g., InitialChatFriendsList) এই কীওয়ার্ড লেখা একটি তালিকা দেখানো হয় যেখানেও ফেসবুক আইডির ফ্রেন্ড লিষ্টের কিছু আইডি দেখানো হয়।
এসব তালিকা থেকে এটা মোটেও প্রমাণ করে না যে, এসব আইডি থেকে আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করা হয়েছে।
তবে ফেসবুক কর্তৃপক্ষ যদি কখনো তা দেখার সুযোগ দেয় তাহলে আপনার নিজের ফেসবুক অ্যাপ থেকেই তা দেখতে পাবেন, অন্য কোনো ওয়েবসাইট, টুল বা সফটওয়্যার ব্যবহার না করেই।
ফেসবুকে আমার পোস্ট কে দেখছে তা কীভাবে দেখব?
ফেসবুকে আমাদের পোস্টগুলো কে বা কারা দেখেছে তা জানার কোনো উপায় নেই। কারণ ফেসবুক কর্তৃপক্ষ পোস্টকারীকে তা জানার অনুমতি দেয় না।
পরিশেষে: ফেসবুক আমাদেরকে আমাদের প্রোফাইল থেকে যেসব তথ্য জানার সুযোগ দেয় তার বাইরে অতিরিক্ত কোনো তথ্য জানার জন্য থার্ডপার্টি কোনো অ্যাপ, টুল, ওয়েবসাইট, ব্রাউজারের এক্সটেনশন ব্যবহার করা থেকে বিরত থাকুন।