নতুন বছরের ভালোবাসার সেরা ম্যাসেজ
হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক ভালোবাসার এসএমএস।
একটি সুন্দর ভালোবাসার এসএমএস পারে প্রিয়জনের সকল মান অভিমান ভেঙ্গে ভালোবাসা ধরে রাখতে।
তাই আপনার প্রিয়তম/ প্রিয়তমাকে মন ভালো করে দেয়ার জন্য রোমান্টিক ভালোবাসার SMS, Love SMS, প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দের তালিকা ইন্টারনেটে খোঁজ করে আমাদের ওয়েবসাটের এই পোস্টে এসে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় প্রবেশ করছেন।
আর এজন্য আপনাকে “স্বাগতম” জানাচ্ছি।
আমাদের আজকের এই পোস্ট ভালোবাসা সম্পর্কিত বাংলা এসএমএস রিলেটেড, আপনার গার্ল ফ্রেন্ডকে খুশি করার জন্যে Valobasar SMS বা প্রেমের SMS দেওয়ার জন্য আমাদের সেরাটুকু দিয়ে আপনাদের জন্য সংগ্রহ করে দেয়ার চেষ্টা করেছি।
এখানে ভালোবাসার ছন্দ, ভালোবাসার এসএমএস, Love SMS নিয়ে আজকের লেখাটি সাজানো হয়েছে। আজকের লেখাতে অনেক সুন্দর সুন্দর বাংলা লাভ এসএমএস বা প্রেমের এসএএস এর সংগ্রহ পাবেন।
আমাদের আজকের এই পোস্ট ভালোবাসা সম্পর্কিত বাংলা এসএমএস রিলেটেড, আপনার গার্ল ফ্রেন্ডকে খুশি করার জন্যে Valobasar SMS বা প্রেমের SMS দেওয়ার জন্য আমাদের সেরাটুকু দিয়ে আপনাদের জন্য সংগ্রহ করে দেয়ার চেষ্টা করেছি।
এখানে ভালোবাসার ছন্দ, ভালোবাসার এসএমএস, Love SMS নিয়ে আজকের লেখাটি সাজানো হয়েছে। আজকের লেখাতে অনেক সুন্দর সুন্দর বাংলা লাভ এসএমএস বা প্রেমের এসএএস এর সংগ্রহ পাবেন।
আশা করি, যা আপনার পছন্দ হবে আপনার সঙ্গিনীরও ভালো লাগবে।
ভালোবাসার রোমান্টিক কথা বাংলা টেক্সট।
আমি জীবনে ভালোবাসার
মানুষ যাকে বেশি কল্পনা করি
তুমি তার থেকেও বেশি।
সারা জীবন আমাকে আগলে রেখো
তোমার প্রেমে।
রংধনুর আছে কেবল সাতটি রঙ।
আর তোমার ভালোবাসার রং আর সৌন্দর্য অগণিত।
একবিন্দু ভালোবাসা, একবিন্দু সুখ, যেন খুঁজে পাই দেখে তোমার মায়বী মুখ। তুমি আমার জ্যোৎস্না রাতের ফুল, তোমায় আমি দেখবো বলে, হয়ে আছি ব্যাকুল, “I Love You Jan”।
তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার আশা, তুমি আমার ভালোবাসা, তোমায় ছাড়া বাঁচতে পারব না জান। “আই লাভ ইউ”— জান।
একটি প্রহর যেন লাগে “একটি বছর”, যখনই পাইনা প্রিয় তোমার—ই খবর!
—মিস ইউ “প্রিয়তমা”।
আকাশ হলে চাঁদটা দিতাম, মেঘ হলে বৃষ্টি ঝরাতাম, পাখি হলে গান শুনাতাম, ফুল হলে সৌরভ ছড়াতাম, আর আমি অমানুষ হলে ভালো না বেসে কষ্ট দিতাম। অনেক—অনেকটা ভালোবাসি তোমাকে জান।
স্বপ্ন আমার নীল আকাশে উড়ে,
আজ গান বেধেঁছি তোমার দেয়ায় সূরে,
জানি আমি, তুমি এখন অনেক খানি দূরে,
তবুও তুমি আছো আমার হৃদয়টা জুড়ে।
প্রশ্ন যতোই হোক, উত্তর তুমি
রাস্তা যেটাই হোক, লক্ষ্য তুমি
কষ্ট যতোই হোক সুখ তুমি
তোমার সাথে যতোই রাগ করিনা কেনো,
তবুও আমার “প্রিয় ভালোবাসা” তুমি।
প্রদীপ জ্বালিয়ে রাখো, আঁধার কেটে যাবে,
চোঁখ বুজে রাখো, স্বপ্ন দেখতে পাবে।
মন খুলে রাখো, সুখ উড়ে আসবে,
হৃদয় দিয়ে দেখো,
তোমার মাঝে আমায় দেখতে পাবে।
ইমপ্রেস করার মতো লাভ এসএমএস
ইমোশনাল লাভ মেসেজ
লাভ রোমান্টিক মেসেজ
গভীর ভালোবাসার মেসেজ
বউকে রোমান্টিক মেসেজ
স্ত্রীকে ভালোবাসার মেসেজ
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে?
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে,
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালোবাসি শুধু—ই তোমাকে!
একটা হৃদয়, একটা আশা, একটা আমার মন
সেই মনেতে থাকবে আমার কাছের প্রিয়জন।
প্রিয়জন বাঁধবে বাসা আমার মনেতে
কাটবে জীবন চলবো সাথে একি সাথে-তে।
চাঁদের কাছে আকাশ প্রিয়, পাখির কাছে ফুল।
তোমায় আমি ভালোবেসে করিনি কোনো ভুল।
দুঃখের কাছে দুঃখ, প্রিয় সুখের কাছে সুখ,
স্বপ্নে আমার ভেসে ওঠে শুধু তোমার মুখ।
অবুঝ মনের অবুঝ কথা,
প্রকাশ করার নেই যে ভাষা।
মনের ভাষায় রয়ে গেছে অবুঝ,
মনের কতো আশা, সব আশাই রয়ে গেছে
বলার নেই কোনো ভাষা।
মনের ভাষা বুঝে নিতে হয়,
হয়তো সেটা ভালোবাসা।
দুটি মানুষের দুটি দিল,
তার মধ্যে কতো মিল!
দুটি মনের দুটি আশায়,
এক হয়েছে ভালোবাসায়।
তোমাকে কতোটা ভালোবাসি জানিনা
কিন্তু তোমার সাথে কথা না বললে থাকতে পারিনা!
ভুলিনি তো আমি তোমার মুখের হাসি।
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি।
মনটা দিলাম তােমার হাতে,
যতন করে রেখো।
হৃদয় মাঝে ছোট্ট করে
আমার ছবি এঁকো।
ফুল যদি লাল হয় মেঘ হয় কালো,
পাখি যাদি গায় গান সূর্য দেয় আলো,
তুমি যদি আমার হও ভাসবো অনেক ভালো,
চুপ করে থেকো না কেমন আছো বলো?
আমি যদি রাবার হতাম তোমার
জীবনের সব কষ্ট গুলো মুছে দিতাম।
আর যদি পেন্সিল হতাম তোমার
জীবনের সুখগুলো সুন্দর ভাবে লিখে দিতাম।
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
ভাসি তোমায় অনেক ভালো।
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা।
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন।
যতো ভালবাসা পেয়েছি,
তোমার কাছ থেকে।
দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে।
কি জানি,
তোমার মধ্যে কি আছে।
কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে।
দিন যায় দিন আসে,
সময়ের স্রোতে ভাসে।
কেউ কাঁদে কেউ হাঁসে,
তাতে কি যায় আসে?
খুঁজে দেখো আশে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে।
যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম!
যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম-তোমার কানে চুপি চুপি বলতাম, “আমি তোমাকে ভালবাসি”।
যখন আমি তোমার দিকে তাকাই,
তখন আমি সৃষ্টি কর্তাকে
অস্বীকার করতে পারি না।
কারন একমাত্র সৃষ্টি কর্তই পারে তোমার মতো বিস্ময়কর এবং সুন্দর কাউকে সৃষ্টি করতে।
তুমি হলে আমার দিনের সূর্য,
আমার আকাশের শীতল বাতাস,
আমার মহাসাগরের তরঙ্গ তুমি,
এবং আমার হৃদয়ের স্পন্দন।
সত্যিকারের ভালোবাসা হচ্ছে উপহার,
আমরা সবাই তার অধিকারী।
এটি হৃদয় এবং আত্মার সুখের চাবিকাঠি।
তুমি আমার ভালোবাসা, তুমি আমার জীবন।
শুধু তোমার প্রেমে পড়া,
আবার এবং আবার এবং আবার,
এভাবেই মনে হয় জীবন কাটিয়ে দেওয়ার সেরা উপায়।
তোমাকে ঘৃণা করতে অনেক সময় লাগে,
তোমাকে ভুলে যেতে খুব বেশি সময় লাগে,
তবে তোমাকে ভালবাসতে খুব কম সময় লাগে।
হারিয়ে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়,
হয়তো হারিয়ে গিয়েও সুখ ফিরিয়ে দেওয়া যায়,
ভালোবেসে গেলেই ভালোবাসা পেতে নেই,
ভালোবাসা মানেই সুখের পরশ নয়,
প্রকৃত ভালোবাসা হয়তো বেদনাতেই হয়।
তোমাকে ভালবাসা আমার দুর্বলতা নয়।
এটি আমার বৃহত্তম শক্তি এবং আমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস।
যদি পাশে থাকো তাহলে সবকিছুই জয় করে নিবো!
মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম,
প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা,
আশার মাঝে ভালবাসা,
আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি!
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনমে নয় লক্ষ জনম ভালোবাসবো তোমাকে।
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে,
যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীড়।
আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।
আমি কল্পনার সাগরে ভেসে চলে যাবো,
যাবো তোমার হৃদয় সৈকতে, তুমি দিবে না ধরা?
শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়,
শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়,
নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখি রাখার নামই ভালোবাসা।
শীতের চাঁদর জড়িয়ে তুমি,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
শীতল শিশিরের স্পর্শে,
কখনও কি শিহরিত হয় মন?
আমি তো আছি তোমার পাশে সারাক্ষণ।
আজকে তুমি করেছ রাগ,
দুঃখ পাবো তাতে।
কালকে যখন মরবো আমি,
রাগ দেখাবে কাকে?
বিধান আছে এই রকমই,
একদিন তো মরে যাবো
সেদিন বুঝবে তুমি তোমাকেই ভালোবাসতাম শুধু।
ভুলে যদি যাও তুমি,
করবো না তো বারণ,
আমায় কেন রাখবে মনে?
আছি কি কোন কারন?
তবু যদি মনে পড়ে,
আমায় কোনদিন,
মন থেকে ডেকো আমায়,
আসবো ফিরে আবার।
তুমি যদি পাখি হও
আমি না হয় ডানা হবো।
অচিন কোনো দেশে পাড়ি দেবো
শুনবো নাকো কারো মানা,
আসবো নিয়ে মনি-মুক্তা,
আমার ডানা করে।
তা দিয়ে সাঁজাবো তোমায়
নিজের মনের মতো করে।
স্বপ্ন দিয়ে সাজাব আমার সুখের আল্পনা।
হৃদয় দিয়ে খুঁজে নিবো আমি তোমার মনের ঠিকানা।
ছায়ার মত থাকব পাশে আমি শুধু তারি,
আমাকে যে নিজের চেয়েও অনেক ভালোবাসে।
আমার জীবনের প্রতিটি সুন্দর সকালের কারণ হবে তুমি।
যেদিন আমি সকালে জেগে উঠে দেখব তুমি ঠিক আমার পাশে।
চাঁদ কে তো ভালবাসি রাত পর্যন্ত।
সূর্য কে দিন পর্যন্ত ভালবাসি।
ফুলকে আমি ভালোবাসি সুবাস পর্যন্ত।
কিন্তু তোমাকে?
তোমাকে আমি ভালোবাসি—ভালোবাসবো
জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত।
আমি হয়তো সত্যটি তোমাকে বলতে পারবো না। সত্যটি হলো,
তুমি তো শুধু আমার প্রিয় একজন নও।
তুমিতো আমার একমাত্র, প্রথম এবং শেষ ভালোবাসা!
মনটা যদি হতো আকাশ,
তুমি হতে চাঁদ।
ভালোবেসে যেতাম তোমায়,
হাতে রেখে হাত।
সুখ যদি হতো হৃদয়,
তুমি হতে হাঁসি।
হৃদয়ের দুয়ার খুলে তোমায়,
বলতাম ভালোবাসি।
দিব তোমায় টুকটুকে লাল গোলাপ,
স্বপ্নে গিয়ে করবো আমরা আলাপ,
বলবো খুলে দু—জনে,
মনে যত কথা,
বলবো আমি তোমায় ভালোবাসি,
থাকবো দু—জন মোরা পাশাপাশি।
দিনের শুরু করার সবচেয়ে সুন্দর উপায় হল তোমাকে আমার পাশে হাসতে দেখা।
আমাদের সন্তানরা হয়ত তোমার মতো সুন্দরীকে মা হিসাবে পেয়ে ভাগ্যবান মনে করবে নিজেদের।
আমার জীবনে তোমাকে পেয়ে মনে হয় আমি আরও বেশি ভালো ব্যক্তি হিসাবে গড়ে উঠেতে শিখেছি।
আমি কখনো যদি জীবনের ঘড়ির পিছনের দিকে ফিরে যেতে পারতাম,
তাহলে হয়তো আমি তোমাকে খুব তাড়াতাড়ি খুঁজে পেতাম,
তোমাকে আরও ভালোবাসার সুযোগ পেতাম।
শুধুমাত্র তোমার সেই নিশ্চুপ হাসিটা দেখার জন্যই কয়েক হাজার বছর এক নিমিষে বেঁচে থাকা যায়।
হোক না সে হাসির কারণ অন্য কেউ,তবু তোমাকেই ভালোবাসি।
খুঁজে দেখো না মনের মাঝে,
আছি তো আমি স্বপ্নের সাঁজে,
তোমার সেই চোখের তাঁরায়,
আজোহাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সেই রঙ্গিন স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় খুঁজে?
একটা আকাশ শুধু বাতাসের জন্য,
আরেকটা সাগর থাকবে নদীর জন্য,
একটা ফুল থাকবে শুধু ভ্রমরের জন্য,
আর আমিতো এসেছি শুধু তোমারই জন্য।
আমি তোমার মনে নয় বরং তোমর হৃদয়ে থাকবো। মন ভুলে যেতে পারে, হৃদয় সবসময় মনে রাখবে। আমি তোমাকে ভালবাসি, “আমার প্রিয়।”
ঐ যে দেখো নদীর ধারে
উড়ছে কত পাখি।
তোমায় কত “ভালোবাসি”
জানে আমার আঁখি।
আকাশে আছে লক্ষ তাঁরা
নদীতে আছে জল,
তোমার কথা পড়লে মনে
চোখ করে টলমল।
রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎস্না ছড়াবেই।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,
পৃথিবীতে আলো আসবে।
আর নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই।
চোখে আছে কাজল,
কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
মনটা দিলাম তোমার হাতে, যত্ন করে রেখো।
হৃদয় মাঝে ছুট্ট করে আমার ছবি এঁকো।
স্বপ্নগুলো দিলাম তাতে, আর ও দিলাম আশা।
মনের মত সাজিয়ে নিও আমার ভালোবাসা।
আশা করি বন্ধুরা, আমাদের ভালোবাসার ম্যাসেজ সংগ্রহ আপনাদের বেশ পছন্দ হয়েছে। যদি এই বাংলা ভালোবাসার ম্যাসেজ, ভালোবাসার ক্যাপশন পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই সংগ্রহ থেকে আপনার পছন্দের কিছু সেরা Best Romantic Bangla Love SMS আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে অবশই শেয়ার করুন। আর হ্যাঁ কেমন লাগলো আমাদের ভালোবাসার ম্যাসেজগুলো? অবশ্যই নিচে কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা অনুপ্রেরণা খুঁজে পাই। ধন্যবাদ।
রোমান্টিক ভালোবাসার স্ট্যাটাস
ভালোবাসা হলো একটা অনুভূতি,
অন্য সবার কাছ থেকে আলাদা হয়ে কাউকে গড়ে তোলা এক নতুন পৃথিবী।
ভালোবাসা মানে বুঝি এমনি তোমার অনুপস্থিতি আমাকে কুঁড়ে কুঁড়ে খাওয়া।
ভালোবাসা বুঝি এমনি যা সত্যি কোন ও অনুভূতি দিয়ে বর্ণনা করা যায় না।
ভালোবাসা বুঝি এমনি।
তোমার অনুপস্থিতির নিষ্ঠুর সময়টা আমাকে বুঝিয়ে দেয় কতটা ভালোবাসি তোমায়।
ভালোবাসা মানে, টেলিফোনে চুপি চুপি
সারাটি রাত ধরে গেঁথে যাও কথামালা
ভালোবাসা মানে, কবি-কবি ভাবনাতে
কোন কবিতায় মগ্ন যা বড় জ্বালা।
এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী অনুভূতি এই ভালোবাসা। তাকে আমরা পাই কি না পাই, সে ভালোবাসাটা হারিয়ে যাবার কোনও কারণ নেই। তাকে ভালোবেসে কিন্তু আমি আমার মধ্যে একধরনের শক্তি অনুভব করি এবং এই শক্তির ফলে আমি নিজেকে ভালো রাখি।
Valobasar SMS Bangla সমগ্র।
ভালোবাসা ব্যাপারটা নিঃস্বার্থ একটা ব্যাপার, নিষ্কাম একটা অনুভূতি। এখানে কোনও চাওয়া-পাওয়ার ব্যাপার নেই।
সব সম্পর্কই ভালোবাসা নয়। ভালোবাসা একটু উপরের দিকের জিনিস, একটু উচ্চস্তরের জিনিস। ভালোবাসা কখনোই সময়যাপন, চাওয়া-পাওয়া, হিসাবনিকাশ, উপস্থিতি-অনুপস্থিতি এইসবের উপর নির্ভর করে না। হৃদয়ের এক শুদ্ধ অনুভূতি এই ভালোবাসা, যা আপনাআপনিই বিশুদ্ধ অনুভবে বেঁচে থাকে আমৃত্যু।
কাউকে না পেলেও কিন্তু তার প্রতি ভালোবাসাটা কখনও ফুরিয়ে যায় না, হারিয়ে যায় না। সেটা টিকে থাকে। তার কথা মনে এলে মনটা হেসে উঠে, ঠোঁট হেসে উঠে, চোখ হেসে উঠে এবং সেই হাসিটা দীর্ঘসময় ধরে সমস্ত অনুভূতিতে নিবিড় প্রশান্তি ছড়ায়।
ভালোবাসা মানে এক জোড়া হাত, পরম নির্ভরতার
বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়ায় সীমাহীন বলিরেখা
অথবা ম্রিয়মাণ সৌন্দর্যের অবারিত ক্ষয়ে যাওয়া
কখনোই নিস্পৃহ করে না হাতের সুদৃঢ় বন্ধন।
ভালোবাসা মানে হাতে হাত রেখে বলা,
আমিতো আছি আমিতো আছি যখন তোমার যেখানে যেভাবে প্রয়োজন।
নতুন ভালোবাসার ম্যাসেজ | Bangla Love SMS
ভালোবাসা মানে চোখে চোখ রেখে বলা
এই চোখ শুধু তোমাকেই দেখার জন্য, তোমাকেই দেখবে বলে।
ভালোবাসা মানে একটি হৃদয়, একটি অদেখার ভুবন
যে ভুবনে নেই অন্য কারও প্রবেশাধিকার
সেই ভুবনের উর্বর মাটিতে পরম যত্নে অঙ্কুরিত ভালোবাসার বীজ
বিশ্বাসে, আদরে গড়ে ওঠা সম্পর্ক।
ভালোবাসা মানে বিশ্বাস, নির্ভরতা, ইস্পাতকঠিন দৃঢ় সম্পর্ক, জীবনের কঠিন
সময়ে হাতে হাত রেখে অবিরাম পথ চলা, অবিরাম কথা বলা।
ভালোবাসা মানে, দু-জনার পাগলামী
অন্যরকম অসম্ভব ভালোলাগা অনুভূতি।
ভালোবাসা মানে, কিছু স্মৃতি আর মনের লেন-দেন
একে অন্যের সহায়ক সহানুভূতি।
ভালোবাসা মানে, জোছনা রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে
ঘর ছেড়ে এসে পাশা-পাশি দু'জনে হাত ধরে হাঁটা
অনুভবে চাঁদ দেখা-দেখি।
ভালোবাসা মানে, একসাথে থাকা
বাঁচা মরার প্রতিশ্রুতি।
ভালোবাসা মানে, ডর ভয় ঝড় উপেক্ষা করে হাতে-হাত রাখা
সামাজিক স্বীকৃতি।
ভালোবাসা মানে, জীবনের লেনা-দেনা হিসাব কষে
প্রিয়ার আচলে বাঁধা সংসারের চাবি।
ভালোবাসা মানে, পৃথিবীর নিয়মে ছুটে চলা
যৌবন ছেড়ে বৃদ্ধ, তারপর আগে পরে একে অন্যকে ছেড়ে
অবিনশ্বর চলে যাওয়া।
ভালোবাসা মানে তোমার দুয়ারে ঘেরা
মান অভিমান থাকি নিশ্চুপ একা একা মনে,
কেটে দিয়ে রাগ মুছে যায় ক্ষোভ তোমার হাসিতে,
ভালোবাসা মানে তোমার জন্য নানা টেনশনে।
ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরের হৃদয়ের কাছে টানা।
ভালোবাসা মানে জীবনে ঝুঁকি নেয়া,
কোথাও হারিয়ে যেতে তাই নেই মানা।
আমি কখনো বলব না
তোমাকে ভালোবাসি
কাছে এসো
মন খুলে হাসি।
শুধু আমার হাতে একবার স্পর্শ করে দেখো
কাঁপছে তোমার হৃদয়খানি
আর তখনই বুঝবে তুমি
কতটা ভালোবাসো আমায় তুমি।
ভালোবাসা মানে একে অপরের প্রতি
খুব করে ঝুঁকে থাকা;
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা
ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া;
ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে
অবিরল কথা বলা;
ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা।
যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে
মখমল দিন পাব
যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো
আর সমুদ্র সাঁতরাবো
যদি ভালবাসা পাই আমার আকাশ হবে
দ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব
মধ্য অন্তমিল।
তুমি যদি আমাকে না ভালোবাসো আর
প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা
আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক,
এই শাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুঁই আর চাঁপা।
মায়াবী চাঁদের সনে,
চামেলী জাগিয়ছে বনে।
তোমার কথা থেমে থেমে
পড়েছ আমার মনে।
দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।
তুমি কি জানো তুমি আমার কাছে কি?
তুমি আমার হৃদয়ে থাকা এক সুপ্ত বাসনা।
এক অপূর্ন ইচ্ছে একটি বারের জন্য
আমার অস্তিত্বকে খুব কাছে থেকে উপলব্ধি করার।
পৃথিবীটা তোমারি থাক,
পারলে নীল রং দিও,
আকাশটা তোমারি থাক,
পারলে কিছু তাঁরা দিও,
মেঘ টাও তোমারি থাক,
পারলে একটু ভিজতে দিও,
হৃদয়টা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও।
ফুলের মতন মিষ্টি তুমি,
মিষ্টি তোমার মন।
ভালোবেসে করো তুমি আমায়
তোমার আপনজন।
মন থাকলে বুঝে নিও
আমার মনের ভাষা,
কার জন্যে বুকের মাঝে
জাগে অনেক খানি আশা।
আমি হাসতে ভালোবাসি
কাঁদতে নয়,
আমি আনন্দ দিতে ভালবাসি
কষ্ট দিতে নয়,
আমি তোমার মনকে ভালোবাসি
তোমার রূপকে নয়
আমি সবকিছু ভুলে যেতে পারি..
কিন্তু তোমাকে নয়।
দিন ফুরাবে রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
“I LOVE YOU”
ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
এই মন,
তুমি আসলে দু—জন মিলে
সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোডে দিবো
আনলিমিটেড ভালোবাসা।
রাতের আকাশে অনেক তারা।
একলা লাগে তােমাকে ছাড়া।
শুধু ভাবি তােমার কথা।
কেমন আছাে আমাকে ছাড়া?
পাখির ঠোঁটে চিঠি দিলাম,
তুমি খুলে পড়ো।
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।
রাত জাগা পাখির মত
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
“কেমন আছো তুমি?”
আজ ছন্দ মহলে
মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা
কথা যে সারাক্ষণ,
কথার মাঝে থাকবে
গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে
দুটি মনের ব্যাকুলতা।
শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই।
তুমি আমার রঙিন স্বপ্ন,
আমার চাঁদের আলো,
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালোবাসার
শিউলি বকুল ফুল।
SMS হয়ে থাকবাে আমি
তােমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবাে আমি
মিষ্টি মধুর সুরে,
কখনাে ভেবােনা আমি
তােমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তােমার নয়ন জুড়ে।
সুখের জন্য স্বপ্ন,
দুখের জন্য হাঁসি,
দিনের জন্য আলো,
চাঁদের জন্য নিশি,
মনের জন্য আশা,
তোমার জন্য রহিল
আমার অন্তরের ভালোবাসা।
তোমার ভালোবাসা মন
খোঁজে সারাক্ষণ,
মনের আশা পূরণ করতে
তোমায় প্রয়োজন,
শূন্য মনে লুকিয়ে আছে
অনেক গুলো আশা,
তার মধ্যে অন্যতম
তোমার ভালোবাসা।
হৃদয় কেটে বানিয়েছি
ছোট্টো একটি খাম,
সে খামেরি ভেতরে লিখেছি
তোমার নাম,
সে খামটি কিনে নিও
ভালোবাসার দামে,
কোনদিনও ছিঁড়ে ফেলনা
নিরব অভিমানে!
প্রখর রোদে ঘামছি আমি
ভাবছি এ যে বৃষ্টি,
মন্দের মাঝেও ভালো থাকি
পেলে তোমার দৃষ্টি।
তোমায় ছাড়া শূন্য ভূবন
মহাকাশের মতো,
নেই পাশেও তবু তোমায়
ভাবছি অবিরত।
সারাক্ষণ ভাল থেকো,
ভালবাসা মনে রেখো।
দিনের বেলা হাসি মুখে,
রাতের বেলা অনেক সুখে।
নানা রঙের স্বপ্ন দেখো,
স্বপ্নের মাঝে আমায় রেখো।
লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দিবো দেখা…
মনটা যখন থাকবে খারাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ…
কষ্ট যখন মন আকাশে,
তাঁরা হয়ে জ্বলবো পাশে. ..!!
মন যদি আকাশ হত তুমি
হতে চাঁদ।
ভালোবেসে যেতাম শুধু
হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয়ে হত,
তুমি হতে খুশি।
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে
বলতাম তোমায় ভালোবাসি।
তুমি আমার ভালোবাসা,
আমি তোমার জান।
ভালবাসার ফুল দিয়ে,
লিখবো তোমার নাম।
তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া।
তোমায় আমি রাখবো বুকে,
ভালোবাসা দিয়া।
তুমি রাজি থাকলে
প্রেম করবো,
রাগ করলে কিস করবো,
দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব
কষ্ট পাবো…!!
দূর নীলিমায় রয়েছি
তোমার পাশে।
খুঁজে দেখো আমায়
পাবে হৃদয়ের কাছে।
শুনাব না কোন গল্প,
গাইব শুধু গান।
যে গানে খুঁজে পাবে
ভালোবাসার টান।
এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন।
জানিনা যে এই জীবনে,
কে হবে আপন জন।
মনের মত চাই তারে,
চাই তার মন,
হবে কি তুমি আমার
কাছের একজন।
বিভাগ:
ফেসবুক