ম্যাসেঞ্জার (Messenger) হচ্ছে মেটা-র একটি ম্যাসেজিং অ্যাপ্লিকেশন। যেটা ফেসবুকের সঙ্গে সংযুক্ত।
ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে।
ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহার করে একে অপরের সাথে অডিও-ভিডিও কলে কথা বলা, গ্রুপ আড্ডা দেওয়া এবং টেক্স, ভয়েস, ছবি, ভিডিও ইত্যাদি ফাইল আদান-প্রদান করা যায় খুব সহজেই।
এছাড়াও ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে রয়েছে আরও অনেক ফিচার। আজকে যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাসেঞ্জারের রিংটোন।
আমরা সাধারণত ম্যাসেঞ্জারের ডিফল্ট রিংটোন শুনে অভ্যস্ত। এই রিংটোন শুনে খুব সহজেই বুঝা যায় যে, ম্যাসেঞ্জারে কল এসেছে।
আমরা অনেকেই জানি না যে, এই ডিফল্ট রিংটোনটি পরিবর্তন করা যায়।
আজকে প্রযুক্তি প্রিয়‘র এই টিউটোরিয়াল থেকে আমরা জানবো, কীভাবে ম্যাসেঞ্জারের রিংটোন পরিবর্তন করা যায়। চলুন চিত্র সহ বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেসেঞ্জার অ্যাপের রিংটোন পরিবর্তন করার নিয়ম।
০১. আপনার ফোনে থাকা Messenger অ্যাপ্লিকেশনটি খুলুন। এরপর সবার উপরে বাম পাশে তিন রেখা যুক্ত অপশনটিতে ক্লিক করুন।
০২. তাহলে একটি মেনু তালিকা চলে আসবে। আপনি ডান পাশের সেটিংস আইকনে ক্লিক করুন।
০৩. সেটিংস আইকনে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। আপনি Notifications & Sounds লেখা অপশনটিতে প্রবেশ করবেন।
০৪. এরপর Ringtone লেখা অপশনটিতে ক্লিক করুন।
এখানে আপনি মেসেঞ্জারের ডিফল্ট রিংটোনটি সিলেক্ট অবস্থায় দেখতে পাবেন। তার নিচে আরও ১৮ টি টোনের তালিকা দেখতে পাবেন।
এখান থেকে টোনগুলো আপনি বাজিয়ে শুনতে পারবেন। সবগুলো টোন শুনে আপনার পছন্দের টোনটি সেট করতে সেটা সিলেক্ট করে দিন।