ফেসবুকে বিরুক্তিকর @Everyone নোটিফিকেশন বন্ধ করার উপায়।
যদি আপনি এই বিষয়ে জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেল পড়ে নিন এবং স্ক্রিনশট ভালোভাবে দেখে নিন।
আমাদের বাংলাদেশে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়ার নাম ফেসবুক। যাতে আমাদের সবারই একটি অ্যাকাউন্ট রয়েছে।
আমরা আমাদের প্রয়োজনে কিংবা অবসর সময় কাটানোর জন্য ফেসবুক ব্যবহার করে থাকি। তবে ফেসবুক ব্যবহার করতে প্রায়ই আমাদের বিভিন্ন বিরক্তিকর নোটিফিকেশনের সম্মুখীন হতে হয়।
যেমন অনেক সময় দেখা যায় ফেসবুক ব্যবহার করার সময় হঠাৎ করে আমাদেরকে যেকেউ মেনশন দিয়ে দিচ্ছে। তাদের বেশিরভাগকেই হয়তো আমরা চিনিও না।
আর যেসব পোস্টে আমাদের মেনসন করা হচ্ছে সেসবের সাথে আমাদের কোনো সম্পর্কও নেই।
বিশেষ করে বিভিন্ন গ্রুপ থেকে আসা @everyone মেনসনের নোটিফিকেশন।
আপনি চাইলে খুব সহজেই এসব বিরুক্তিকর মেনসন নোটিফিকেশন বন্ধ করে ফেলতে পারেন।
ফেসবুক @Everyone নোটিফিকেশন বন্ধ করার নিয়ম।
ধাপ-০১: প্রথমে আপনার Facebook অ্যাপটি খুলুন।
এরপর একদম উপরের মেনু বারের ডান পাশে আপনার ফেসবুক প্রফাইল ছবির সাথে তিনটি রেখাযুক্ত একটি অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।
এরপর নিচের দিকে থাকা Settings & Privacy থেকে Settings অপশনে প্রবেশ করুন।
ধাপ-০২: এরপর Profile Settings থেকে Notification Settings অপশনে প্রবেশ করুন।
ধাপ-০৩: Notification Settings এর ভেতর আরও কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে Tags লেখা অপশনে প্রবেশ করতে হবে।
ধাপ-০৩: এখন Get notification when you’re tagged by: লেখার নিচে Anyone, Friends Of Friends এবং Friends লেখা তিনটি অপশন দেখতে পাবেন।
আপনাকে এখানে যা করতে হবে তা হলো Friends লেখা অপশনটিতে বাছাই করে দিতে হবে।
তাহলে আপনার বন্ধুরা ছাড়া অন্য কেউ ম্যানশন করলে আপনি সেই নোটিফিকেশন পাবেন না।
এবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে @Everyone মেনসন নোটিফিকেশন আসা বন্ধ করতে আরেকটু নিচের দিকে যান, দেখুন লেখা আছে Batch @everyone mentions।
আপনাকে এই অপশনটি On থেকে OFF করে দিতে হবে।
তাহলে @everyone করে যখন গ্রুপের সকলকেই মেনসন করা হবে তখন আপনাকে কোনো নোটিফিকেশন দিয়ে জানানো হবে না।
বিষয়টি আরও ভালোভাবে বুঝতে নিচের ছবিটি লক্ষ্য করুন।
বি:দ্র: অনেক সময় বিভিন্ন ফেসবুক গ্রুপের এডমিনরা গুরুত্বপূর্ণ পোস্টে @everyone লিখে মেনশন করে
থাকে।
ফেসবুকের @everyone মেনশন
নোটিফিকেশন বন্ধ করলে গুরুত্বপূর্ণ সেই নোটিফিকেশন আপনি পাবেন না। ধন্যবাদ।