ধর্ম নিরপেক্ষতাবাদ pdf বই | মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

ধর্ম নিরপেক্ষতাবাদ পিডিএফ বই সম্পর্কে:

বইয়ের নাম:ধর্ম নিরপেক্ষতাবাদ।
লেখক:মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
প্রকাশক:হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ।
বইয়ের ধরণ:ইসলামি বই।
পৃষ্ঠা সংখ্যা:৫৭।
ফাইল সাইজ: ৪৭১ কেবি।


ধর্ম নিরপেক্ষতাবাদ pdf বই ডাউনলোড লিংক।

আমাদের আদি পিতা আদম (আ:) ছিলেন মানব জাতির প্রথম নবী। তিনি আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করেছেন ও সন্তানদের সেভাবে পরিচালিত করেছেন।

ধর্ম নিরপেক্ষতাবাদ pdf বই | মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

এতদসত্ত্বেও ধর্মের বিধান লংঘন করে পুত্র কাবীল তার ছোট ভাই হাবীলকে হত্যা করে ভাল-র প্রতি হিংসা বশতঃ। এভাবেই ধর্মহীনতা ও ধর্মপরায়ণতার সংঘাত মানব সৃষ্টির প্রথম যুগ থেকেই চলে আসছে।

আধুনিক যুগের সেক্যুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ উক্ত ধর্মহীনতার মন্দ প্রবণতা হ'তে উৎসারিত। যেখানে ধর্মের কোন নিয়ন্ত্রণ ও বাধ্যবাধকতা নেই। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ইউরোপে ধর্ম ও বিজ্ঞানের মুখোমুখি সংঘর্ষের পর খ্রিষ্টবাদের প্রতি বিদ্বেষ থেকে আধুনিক পৃথিবীতে ধর্মনিরপেক্ষ মতবাদের গোড়াপত্তন ঘটে। 

যেখানে ধর্মের চাইতে বস্তুকে মুখ্য হিসাবে তুলে ধরা হয়। ঊনবিংশ শতকে এসে যা একটি আন্দোলনে রূপ নেয়। বৃটিশ সেক্যুলারিস্ট অ্যাকব হলিওক ১৮৫১ সালে প্রথম 'সেক্যুলারিজম' নামকরণ করেন।

বস্তুতঃ 'ধর্মনিরপেক্ষতাবাদ' হলো মানুষের মস্তিষ্ক প্রসূত। পক্ষান্তরে ইসলাম হলো আল্লাহ প্রেরিত 'অহি'। যা মানবজাতির কল্যাণের জন্য প্রেরিত সর্বশেষ এলাহী দ্বীন বা সরল পথের নাম। যা সত্য, শাশ্বত ও অপরিবর্তনীয়।

জীবন তরঙ্গে যা মানুষকে সর্বদা সঠিক ও নিশ্চিত ঠিকানার সন্ধান দেয়। ফলে বিশ্বাসী মানুষের জন্য এপথে কোনো অনিশ্চয়তার অন্ধকার নেই। এ পথে চললে সে সফলকাম। না চললে সে ব্যর্থকাম।

দু'টির মাঝে তৃতীয় কোনো পথ নেই। যদি কেউ সে পথ তালাশ করে, তবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। থিসিস, এন্টি থিসিস আর সিনথেসিসের গোলক ধাঁধায় পড়ে সে জীবনপাত করবে।

কিন্তু প্রকৃত সত্যের সন্ধান সে পাবে না আল্লাহর অনুগ্রহ ব্যতীত। অথচ ইসলামের পথ স্বচ্ছ ও আলোকময়। যে কেউ এপথ থেকে বিচ্যুত হবে, সে ধ্বংস হবে। মানবজাতির বিগত ও বর্তমান ইতিহাস তার জাজ্বল্যমান নযীর।

বিশেষ দ্রষ্টব্য: মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব স্যারের ধর্ম নিরপেক্ষতাবাদ pdf  বই ডাউনলোড করতে কোনো সমস্যা হলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।


Post a Comment

Previous Post Next Post