বিবর্তনবাদ pdf বই | মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

বিবর্তনবাদ পিডিএফ বই সম্পর্কে:

বইয়ের নাম:বিবর্তনবাদ।
লেখক:মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
প্রকাশক:হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ।
প্রকাশ সাল:২০২০ খ্রিস্টাব্দ।
বইয়ের ধরণ:ইসলামি বই।
পৃষ্ঠা সংখ্যা:৪৯।
ফাইল সাইজ:১.০১ এমবি।


বিবর্তনবাদ pdf বই ডাউনলোড।

লেখকের নিবেদন: কথায় বলে ‘গায়ে মানেনা আপনি মোড়ল' কথাটি এদেশের ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য। বাংলাদেশে সম্ভবত: লাখে একজনকেও খুঁজে পাওয়া যাবেনা, যে নিজেকে 'বানরের বংশধর' বলে মনে করে।

বিবর্তনবাদ pdf বই | মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

অথচ এরূপ একটি ফালতু বিষয়কে বিজ্ঞানের নামে স্কুল-কলেজে এমনকি ২০১৪ সাল থেকে মাদ্রাসার সিলেবাসেও ঢুকানো হয়েছে। অথচ ক্ষমতাসীনরাও এরূপ আক্বীদা পোষণ করেননা বলে জানি।

তাহ'লে কারা এগুলি করছে এবং কাদের গোপন নির্দেশে সরকার জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে জনগণকে নাস্তিক বানাবার এই আত্মঘাতী প্রকল্প চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে, আমরা ভেবে পাই না ।

আমাদের হাতে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন, ততটুকু দিয়ে এই তাওহীদ বিরোধী পশুত্ববাদী আত্মীদার প্রতিবাদ করে যাচ্ছি।

বর্তমান লেখনী তারই একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এর দ্বারা আমরা শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক ও সজাগ করতে চাই। যেন তারা নাস্তিক হয়ে জাহান্নামী না হয়।

উল্লেখ্য, ডাউনলোড লিংক কাজ না করলে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন