মেয়েদের ঝুলে যাওয়া স্তন ছোট ও টাইট করার উপায়।
বর্তমানে অনেক যুবতী নারীর স্তনযুগল অতি অল্প বয়সে ঢিলা ও নতমুখী হয়, বক্ষস্থলে স্তনের মাথা গুঁজে পড়ে।
এজন্য অনেক যুবক পুরুষ সে মেয়েকে পছন্দ করে না; কিন্তু স্বামীকে সন্তুষ্ট করতে হলে নারীর উচিত; নিম্নোক্ত যেকোনো হেকমত গ্রহণ করে স্তনযুগলকে শক্ত ও সঙ্কীর্ণ করা।
০১. যদি দুধ আর ঘি একত্রে মিশিয়ে গরম করে স্তনে প্রলেপ দেয়া যায়, কিংবা ডালিম আনারের খোলা চূর্ণ করে সরিষার তেলে পাক করে ঐ তেল গরম গরম মালিশ করার পরে গরম বস্ত্র দিয়ে কশে বেঁধে রাখতে পারে, তাহলে স্তনদ্বয় ছোট ও কঠিন হবে।
তবে মাসাধিককাল এরূপ করবে-দু'এক দিনে কিছুই হবে না।
০২. রুমি মস্তুরী দুই তোলা, লবঙ্গ দুই তোলা খাঁটি মধুর সাথে চূর্ণ করে আগুনে গরম করে নামিয়ে রাখবে। এরূপ সপ্তাহকাল করলেই ছোট আকার ধারণ করবে।
০৩. স্ত্রীলোকের প্রথম মাসিকের রক্ত যদি স্তনে মাখিয়ে দেয়া যায়, তাহলে স্তনযুগল কখনই নতমুখী হবে না।
মেয়েদের স্তন টাইট করার উপায় জেনে নিন।
০৪. মেয়েদের ঢিলা, শুকিয়ে যাওয়া স্তন তাজা ও শক্তিশালী করতে এক কিলো আঙ্গুরের ছোলা এবং চার কিলো পানির মধ্যে দিয়ে পানি আধা কিলো হয়ে যাওয়ার আগ পর্যন্ত আগুনে জ্বাল দিবে।
অতঃপর তার সাথে আধা কিলো তিলের তেল মিশিয়ে আবারো জ্বাল দিবে, যাতে সমস্ত পানি শুকিয়ে যায়।
সবশেষে কাপড়ে ছেকে শিশির মধ্যে হেফাজত করে রাখবে এবং লাগাতার কয়েকদিন শুকনো ও টিলা স্তনে ব্যবহার করবে। এতে তার স্তনটি অবশ্যই শক্তিশালী হবে।
উৎস-
বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।
লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।