নারীদের চাকরির বিধান।

মেয়েদের জন্য চাকরি করা জায়েয আছে কি না?

মেয়েদের জন্য চাকরি করা জায়েয আছে কি না?

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): সাধারণভাবে বলতে পারি, মেয়েদের জন্য চাকরি করা অবশ্যই বৈধ। তবে দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে।

একটা হলো, নারী প্রকৃতিকে বজায় রাখতে হবে। আরেকটা হলো, দীনকে সংরক্ষণ করতে হবে। 

ইসলাম কর্ম করতে গিয়ে নারীকে পুরুষ হতে বলে না, পুরুষকে নারী হতে বলে না। কারণ, নারী পুরুষের প্রকৃতিগত ভিন্নতা সংরক্ষণের উপরে নির্ভর করে এই মানব সভ্যতার সংরক্ষণ।

কাজেই যে কর্ম নারীকে পুরুষ করে তোলে বা পুরুষালি করে তোলে, তার নারী প্রকৃতি নষ্ট করে- এই কর্ম ইসলাম উৎসাহ দেয় না। আপত্তি করে।

আর পর্দা, শালীনতা বজায় রাখতে হবে। এই দুটো জিনিস বজায় রেখে নারী কর্ম করতে পারবেন। বৈধতা রয়েছে।

তবে ইসলাম চায় যে, পুরুষেরা কর্মের দায়িত্ব পালন করুক। নারীরা স্বাধীন থাকুক। প্রয়োজনে কর্ম করবে নইলে তাদের অর্থনৈতিক দায়ভার স্বামী বহন করবেন।

এতে নারীদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম সংরক্ষণ করা, প্রতিপালন করা, তাদের পেছনে সময় দেওয়া অনেক সহজ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন