হযরত মুহাম্মদ (সা:) নুরের তৈরি না কি মাটির তৈরি?

হযরত মুহাম্মদ (সা:) নুরের তৈরি না কি মাটির তৈরি?

হযরত মুহাম্মদ (সা:) নুরের তৈরি না কি মাটির তৈরি?

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): এই বিতর্কটা তৈরিই করা হয়েছে আমাদেরকে আসল জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য।

রাসূলুল্লাহ (সা.) কিসের তৈরি এটা কুরআন কারীমে কোথাও নেই। কোনো হাদীসে কোথাও নেই যে, উনি নুরের তৈরি। তবে কুরআন কারীমে বারবার বলা হয়েছে তিনি মানুষ।

আর মানুষ মাটির তৈরি এটা আমরা জানি। তো সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) নুর, তাঁর ভেতরে হেদায়াতের নুর ছিল, নবুওয়াতের নুর ছিল- সবই ঠিক আছে।

তাঁকে নুরের তৈরি বানালে কোনো মান বাড়বে এমন তো না! কারণ, ফেরেশতারা নুরের তৈরি ছিলেন, আদম (আ.) মাটির তৈরি ছিলেন। আদম আ.কে তাঁরা সেজদা করেছেন।

নুরের তৈরি হলে মর্যাদা বাড়ে, এই চিন্তাটাই বিভ্রান্তিকর। আল্লাহ হেফাজত করেন।

Post a Comment

Previous Post Next Post