সন্তান হওয়ার জন্য কি স্বামী-স্ত্রী উভয়েরই বীর্যপাত হওয়া জরুরি?
এ বিষয় সকলকেই অবগত হওয়া দরকার যে, বিজ্ঞানীদের মতে সহবাসের সময় স্বামী-স্ত্রী উভয়ের বীর্যপাত হলেই কেবল সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর যদি এমন হয় যে, সহবাসের দ্বারা কেবল স্বামীর বীর্যপাত হলো, কিন্তু স্ত্রীর বীর্যপাত হলো না, তাহলে এ সহবাস দ্বারা সন্তান জন্ম নিবে না।
তদ্রুপ সহবাসে স্ত্রীর বীর্যপাত হলো কিন্তু স্বামী বীর্যপাত হলো না। এতেও কোনো সন্তান জন্ম নিবে না। তবে আল্লাহ্ তাআলা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন। সবই তার আয়াত্মাধীন।
কিন্তু দুনিয়ায় যা সাধারণত আমরা দেখি ও জানি তাতে বলা যায় যে, হাজারো ঘটনা এমন রয়েছে যে, সহবাসের সময় স্বামীর বীর্যপাত হয়েছে কিন্তু স্ত্রীর বীর্যপাত হয় নি। যার কারনে এ সহবাসে কোনো সন্তান জন্ম নেয় নি।
সুতরাং সন্তান কামনার্থী স্বামী-স্ত্রীর উচিত যে, স্বামীর বীর্যপাতের সাথে সাথে স্ত্রীর বীর্যপাতের প্রতি লক্ষ্য রাখা এবং সেই সাথে স্ত্রীর চাহিদা পূরণ হলো কিনা সেদিকেও খেয়াল রাখা।
কেবল নিজের চাহিদা পূর্ণ করে স্ত্রী হতে পৃথক হওয়া স্ত্রীর জন্য অনেক অতৃপ্তি ও কষ্টদায়ক কথা। যা তাদের মনের কথা, নিজেরা ব্যক্ত করতে পারে না।
তাদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। অর্থাৎ বুকের মাঝে এ কষ্ট সহ্য করে কিন্তু তার মনের এ কষ্ট মুখে প্রকাশ করতে লজ্জাবোধ করে। তাই নিজের মনের জ্বালায় পুড়তে থাকে।
স্বামী নিজের চাহিদা পূরণ করেই ক্ষান্ত হলে এবং প্রায় সময়ই এমন করলে, অনেক সময় দেখা যায়, তাদের সংসারে অশান্তি নেমে আসে একে অপরের শত্রু হয়ে যায়।
উৎস-
বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।
লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।
স্বাস্থ্য
0 Response to "সন্তান হওয়ার জন্য কি স্বামী-স্ত্রী উভয়েরই বীর্যপাত হওয়া জরুরি?"
Post a Comment
A Note for Entrepreneurs