বামদিক থেকে ইকামত দেয়া বৈধ কি না?

প্রশ্ন: আমরা একটা বাসায় ওয়াক্তিয়া নামায পড়ি। তো মাঝে মাঝে বামদিক থেকে ইকামত দেয়া হয়। একজন বলছে, বামদিক থেকে ইকামত দেয়া বৈধ নয়। এটা কতটুকু সঠিক?

বামদিক থেকে ইকামত দেয়া বৈধ কি না?

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): এটা কুসংস্কার। জ্ঞানের অভাব। সবচেয়ে দুঃখজনক আমরা না জেনে আন্দাজে অনেক মাসআলা বলি। 

বিষয় হলো, যিনি ইকামত দিচ্ছেন, তিনি ডানে-বামে-পেছনে যেকোনো দিক থেকে ইকামত দিতে পারেন। 

ইসলামে এর কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই যে, যিনি ইকামত দেবেন তাকে ইমামের ডানেই থাকতে হবে বা বামেই থাকতে হবে অথবা পিছনে সরাসরি থাকতে হবে বা দুই কাতার পিছনে হলে অসুবিধা হবে- এমন কোনো নির্ধারণ নেই ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন