সাহরি না খেলে রোযা হবে কি না?

প্রশ্ন: আমি সাহরির সময় জাগতে না পারায় রোযা রাখি নি। এক্ষেত্রে আমার করণীয় কী?

সাহরি না খেলে রোযা হবে কি না?

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): আপনি কাজটা খুবই অন্যায় করেছেন। আমাদের ধারণা- সাহরি না খেলে রোযা হয় না। এটা একেবারেই ভুল ধারণা।

আবার তারাবীহ না পড়লে রোযা হয় না। এটাও ভুল কথা। সাহরি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ছওয়াবের কাজ।

কেউ যদি মনে করে সাহরি না খেলে রোযা বেশি ভালো হয়, এটা পাপ। কিন্তু কোনো কারণে সাহরি খেতে পারেন নি, এর জন্য রোযার কোনো ক্ষতি নেই। 

আপনি যে কাজটা করেছেন, খুবই অন্যায় করেছেন। তাওবা করবেন। একটা রোযা আপনি কাযা করবেন। 

এর বেশি আর কিছু করা লাগিবে না। তবে ভবিষ্যতে যেন আমরা এমন কিছু না করি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন