গর্ভাবস্থায় সহবাস করা যাবে কি না?
গর্ভাবস্থায় স্ত্রীর স্বাস্থ্য খারাপ থাকলে সে মুহূর্তে তার সাথে সহবাস না করাই উত্তম। আর যদি সুস্থ্য থাকে, তাহলে তার সাথে সহবাস করতে কোনো ক্ষতি নেই।
তবে এক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আর সহবাসের ক্ষেত্রে স্ত্রীর জন্য যে ছুরতে সহবাস সুবিধাজনক মনে হবে সেভাবেই তার সাথে সহবাস করবে।
গর্ভবতী থাকাকালিন সময়ে অনেকের চেহারা স্বাস্থ্য ফেকাসে হয়ে যায়। চোহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। আর এতে অনেকে মনে করে যে, তার স্বামী তাকে পূর্বের ন্যায় আর আদর মহব্বত করে না।
আসলে এসবই তার ভুল ধারণা। আবার অনেক মহিলা তখন ভবিষ্যত ভালো-মন্দ চিন্তা ভাবনা করে মনের দিক দিয়ে দুর্বল হয়ে থাকে।
সে অবস্থায় স্বামী কর্তৃক কিছু মুখ দেয়ার জন্য তার সাথে সহবাস করাও প্রয়োজন। তবে স্ত্রীর মনের ইচ্ছার বিরুদ্ধে অতি মাত্রায় সহবাস করা আদৌ ঠিক হবে না। অনেক সময় দেখা যায় যে, স্বামীর এমনটি করার কারণে বাচ্চার ক্ষতি হয়ে গেছে।
উৎস-
বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।
লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।