যৌনশক্তি কমে যাওয়ার কারণ সমূহ।

যৌনশক্তি কমে যাওয়ার কারণ সমূহ।

যৌনশক্তি কমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। বিষয়টি সম্পর্কে রোগি ও ডাক্তার উভয়ের জানা প্রয়োজন

১। হৃৎপিণ্ডের দূর্বলতার কারণে যৌনশক্তি কমে যায়।

২। বদহজমের কারণেও যৌনশক্তি কমে যায়। কেননা খাদ্য হজম না হওয়ার কারণে রক্ত তৈরী হয় না। আর রক্ত তৈরী না হলে বীর্যও তৈরী হবে না। এর কারণ হলো, বীর্যতো রক্ত থেকেই তৈরী হয়ে থাকে।

যৌনশক্তি কমে যাওয়ার কারণ সমূহ।

৩। যকৃত দুর্বল হওয়ার কারণে যৌনশক্তি কমে যায়। এর কারণ হলো, কলিজা হলো মানুষের শরীরের রক্ত প্রস্তুতকারীর অন্যতম একটি উপাদান। বিশেষ করে যকৃতের কাজই হলো রক্ত তৈরী করা।

যকৃত দুর্বলের লক্ষণ হলো- মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া। শরীরের রঙ হলদে হলদে হয়ে যাওয়া। সহবাসের সময় উত্তেজনা কমে যাওয়া। এসব যখন দেখা দিবে, তখন বুঝতে হবে যে, তার যকৃত দুর্বল হয়ে গেছে।

৪। অনেক যুবকের মাঝে এ রোগটি বেশি দেখা যায়। তা হলো, সে নিজেকে দুর্বল মনে করে। এর সবচেয়ে বেশি যে কারণটি পাওয়া যায়- তার ধারণা 'আমি মনে হয় স্ত্রীর সাথে সহবাসে পরাজয় বরণ করব'।

এ হলো তার অন্তরের দুর্বলতা। এ মানসিক রোগ যখন তার মাঝে কাজ করতে থাকবে, তখন অটোমেটিক আসল সময়ে যৌনশক্তি কমে আসবে। 

সহবাসের ইচ্ছা করতেই হৃৎপিণ্ড ধক ধক করতে থাকে। সহবাসের সময় বা সহবাসের পর এসব লোকেরা হাঁপিয়ে উঠে হৃদয় ধক ধক করতে থাকে।

৫। আবার অনেকের মস্তিষ্কের দুর্বলতার কারণেও যৌনশক্তি কমে যায়। যখন যৌনাঙ্গের শিরা দুর্বল হয়ে যায়, সবসময় রোগীর মাথায় ব্যাথা অনুভব করে কিংবা সহবাসের পর পরই অস্থিরতা অনুভব করে এবং চোখে অন্ধকার দেখে।

সহবাসের পরই অধিক ক্লান্তি নেমে আসে। তাহলে বুঝতে হবে যে, তার মস্তিষ্কের দুর্বলতা রয়েছে। যার কারণে তার যৌনশক্তি হ্রাস পেয়েছে।

৬। অনেক সময় পার্শ্বর দুর্বলতার কারণেও যৌনশক্তি কমে যায়। যদি কারো পাজরে ব্যাথা অনুভব হয় বা পার্শ্ব পরিবর্তন করলেই ব্যাথা শুরু হয়ে যায়। বারংবার পেশাবের প্রয়োজন দেখা দেয়।

যৌনাঙ্গের উত্তেজনা পূর্ণভাবে অনুভব না হয়। মাঝে মধ্যে ব্যাথা অনুভব হয়। তাহলে বুঝতে হবে যে, তার পার্শ্ব দুর্বলতার কারণেই তার যৌনশক্তি কমে গেছে।

কী কী কারণে যৌনশক্তি হ্রাস পায়?

১। আহারের পরে যৌনমিলন করলে যৌনশক্তি হ্রাস পায়।

২। খোলা আকাশের নিচে যৌনমিলন করলে।

৩। নেশা জাতীয় খাদ্য খেয়ে মাতাল অবস্থায় যৌনমিলন করলে।

৪। ফলবান বৃক্ষের নিচে বসে যৌনমিলন করলে।

৫। শোক বা শারীরিক অসুস্থ অবস্থায় যৌনমিলন করলে।

৬। পুরুষে পুরুষে মৈথুন করলে অর্থাৎ সমমৈথুন করলে আল্লাহর গজব নাযিল হয়।

৭। গুপ্তস্থানের লোম ৪০ দিনের মধ্যে পরিস্কার না করলে।

৮। যৌনমিলনের পর গুপ্তস্থান ধৌত না করলে।

৯। মলমূত্র চেপে রেখে যৌনমিলন করলে।

১০। রাত দ্বিপ্রহরের পূর্বে যৌনমিলন করলে।

১১। যখন তখন যৌনমিলন করলে বা অতিরিক্ত যৌনমিলন করলে।

১২। হস্তমৈথুন করলে যৌনশক্তি হ্রাস পায়।

যৌনশক্তি কমে যাওয়ার বিশেষ কারণ।

রোগী দুর্বল হওয়ার কারণে কোনো কাজ-কর্ম করার যারা চিন্তা-ভাবনায় পেরেশান থাকে। কোমর, বুক, মাথায় প্রায় সময় ব্যাথা অনুভব হয়। হজমশক্তি দুর্বল, মেরুদণ্ডের মধ্যে পিপিলিকা চলাচলের অনুভব হয়। চোখে ঝাপসা দেখে।

বুঝতে হবে যে, সে ব্যক্তি দুর্বল এবং পেশাবের সাথে সাদা ধাতু বের হয়। বিশেষ পরামর্শ হলো, যৌনশক্তি কমে যাওয়ার আরো অনেক কারণ রয়েছে। কেবল বিশেষ বিশেষ কারণসমূহ উল্লেখ করা হলো। 

যৌনশক্তি কমে যাওয়ার আরো বিশেষ কিছু কারণ রয়েছে, যা পরবর্তীতে আলোচনা করা হবে। এখানে সব কারণ উল্লেখ করা সম্ভব নয়। কেননা, তাতে বইয়ের কলেবর অনেক দীর্ঘ হবে।

এজন্য সকল হাকীমের উচিত হলো এ জাতীয় সমস্ত কারণ নিজের আয়ত্বে রাখা। কেননা এ রোগটি শুধু একটি কারণেই হয় না বরং বিভিন্ন কারণেই হতে পারে।

এ রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সৎপরামর্শ হলো এ রোগের জন্য বিশেষজ্ঞ হাকীমের সাথে পরামর্শক্রমে চিকিৎসা গ্রহণ করা। আশা করা যায়, নিশ্চয় এ জাতীয় রোগ থেকে মুক্তি লাভ করবে। (ইনশাআল্লাহ্)

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।

Post a Comment

Previous Post Next Post