মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না?

প্রশ্ন: আমার মা-বাবা ইন্তেকাল করেছেন। তাঁদের পক্ষ থেকে ছওয়াবের নিয়তে আমি কুরবানি করতে পারব কি না?

মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না?

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): জি, কুরবানি করা যাবে এটাই সহীহ কথা। এটার পক্ষে দুটো হাদীস আছে। একটা সহীহ। একটা দুর্বল। 

সহীহ হাদীসটা হলো, রাসূলুল্লাহ (সা.) মদীনায় থাকতে প্রতি বছরেই একটা কুরবানি করতেন নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে। আরেকটা করতেন উম্মতের যারা কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে। 

উম্মতের ভেতর যারা কুরবানি দেয়নি তাদের অনেকে মারা গেছেন, অনেকে জন্মগ্রহণ করেননি। তাদের পক্ষ থেকে তিনি কুরবানি দিতেন। এতে বোঝা যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ।

অন্য একটা হাদীস আছে, হাদীসটা দুর্বল, রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পরে আলি (রা.) তাঁর পক্ষ থেকে কুরবানি করতেন।

তো সর্বাবস্থায় মৃত পিতামাতার পক্ষ থেকে কুরবানি করা বৈধ, ইনশাআল্লাহ। অধিকাংশ ফকীহ এই ব্যাপারে একমত । আপনি সোয়াব পাবেন । তারাও সোয়াব পাবেন ।

Post a Comment

Previous Post Next Post