কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম পরিবর্তন করা কি অত্যাবশ্যক?

কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম পরিবর্তন করা কি অত্যাবশ্যক?

ডা. জাকির নায়েকের উত্তর: নাম সেটা কেউ মুসলিম আগে থেকেই থাকুন আর নতুন হোন না কেন যদি শিরকের অন্তর্গত হয় তবে জানামাত্র পরিবর্তন করতে হবে। নামের ব্যাপারে এটাই প্রথম কথা।

সাধারণত মুসলিমের নাম শিরক থেকে পবিত্র থাকে। কিন্তু অনেক অমুসলিম থাকে যাদের নাম অর্থের দিক বিবেচনায় শিরক এর অন্তর্ভুক্ত থাকে। এ অবস্থায় মুসলিম হওয়ার সময় তার নাম পরিবর্তন অত্যাবশ্যক।

কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম পরিবর্তন করা কি অত্যাবশ্যক?

মুসলমানদের নামের নিজস্ব একটি স্টাইল বা সংস্কৃতি আছে। অনেক ক্ষেত্রেই তাদের নাম দেখেই চেনা যায়। তাই অমুসলিম অবস্থায় যে নাম ছিল তা যদি শিরক দোষে দুষ্ট নাও হয় কিন্তু পূর্বের ধর্ম পরিচয় নাম থেকেই বুঝা যায় তবে পরিবর্তন করাই শ্রেয়।

অনেক আগে আমার কাছে এক নব মুসলিম নারী এসেছিল এক ব্যাপারে আপত্তি নিয়ে। সে অভিযোগ করলো তার নাম রীতা আর পঁচিশ বছর ধরে এ নামে সে অভ্যস্ত। এখন তার এ নামটি ত্যাগ না করলেই কি নয়?

আমি বললাম, রীতা নাম পরিবর্তন করতেই হবে এমন কোনো কথা নেই। আবার পঁচিশ বছর ধরে অভ্যস্ত তাই এটা পরিবর্তন করা যাবে না এটাও কোনো কথা নয়।

অনেক মেয়ের নামই বিয়ের পূর্বে থাকে তাহমিনা হোসাইন বা খানম কিন্তু বিয়ের পর হয়ে যায় তাহমিনা হক বা খন্দকার এমন অন্য কিছু। তাই বলে কি তারা অসন্তুষ্ট?

তাই বলা যায় শিরক দোষে দুষ্ট নাম না হলে তা পরিবর্তন না করলেও চলবে। মহানবী (সা:) এর সময় অনেক সাহাবী (রা)ই তাদের পূর্বনাম ঠিক রেখেছিলেন।

শুধুমাত্র পৌত্তলিকতা বা শিরক দোষে দুষ্ট নামগুলোই পরিবর্তন করতে হবে। এমন অনেক আরব অমুসলিম আছে যাদের আরবী নামের কারণে মনে হয় যে সে বুঝি মুসলিম। অথচ সে অমুসলিম।

এ কারণে নামের অর্থটাই প্রধান বিবেচ্য হওয়া উচিৎ। তবে ইসলাম গ্রহণের সাথে সাথে নাম পরিবর্তন যদি জীবনের জন্য হুমকি বিবেচিত হয় তবে তাৎক্ষণিকভাবে সেটা না করাই শ্রেয় যদিও নামটি পৌত্তলিকতা বা শিরক মিশ্রিত হয়।

দেখুন নাম পরিবর্তন না করলে হবে বলবে না এমন কথা আমরা বলতে পারি না। আল্লাহ্ বলেছেন- “আল্লাহ্ যা হালাল করেছেন তোমরা তা হারাম করো না।”

এতে বোঝা যায়, অনেকেই অনেক বৈধ বিষয় কঠিন করে ফেলে অবৈধ ভাবতে পারে। কিন্তু আল্লাহ্ এটি নিষেধ করেছেন এমতাবস্থায় পূর্বের নাম রাখা ঠিক হবে না এটা বলা কোনভাবেই যুক্তিসঙ্গত নয়।

তবে ইসলামী ভাবধারা সম্পন্ন নাম রাখলে ক্ষতি নেই বরং তা আনন্দের। আল্লাহ্ এ জন্য পুরস্কৃত করতে পারেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন