প্রাণির ছবিযুক্ত পোশাক পরে নামায হবে কি না?
ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): অবশ্যই ক্ষতি হবে। শুধু প্রাণির ছবি নয়, যেকোনো পূজ্য বিষয়; যেমন পোশাকে বা গায়ে যদি ক্রুশের চিহ্ন থাকে; ক্রুশ কিন্তু কোনো প্রাণির ছবি নয়, কিন্তু একটা নির্দিষ্ট ধর্মের মানুষ ওটাকে পূজার বিষয় মনে করে।
এই ধরনের যেকোনো ছবি, প্রাণির ছবি শরীরে বা পোশাকে থাকলে সালাত মাকরুহ হবে। অত্যন্ত গোনাহের কাজ হবে। যেটা হাদীস এবং ফিকহে বারবার বলা হয়েছে।
বিভাগ:
ইসলাম ধর্ম