নামাযে সিজদার মধ্যে কি বাংলা ভাষায় দোয়া করা যাবে?

নামাযের সিজদার মধ্যে মাতৃভাষায় দুআ করা জায়েয কি না?

নামাযে সিজদার মধ্যে কি বাংলা ভাষায় দোয়া করা যাবে?
ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): এটা আমাদের দেশের জন্য বেশ জটিল প্রশ্ন। কারণ আমাদের দেশে ফিকহের যে কিতাবগুলো পড়ানো হয় সেখানে লেখা হয়েছে যে মাতৃভাষায় দুআ করা মাকরুহ।

কেউ কেউ বলেছেন মাকরুহ মানে মাকরুহে তানযীহি - অনুচিত। কেউ বলেছেন মাকরুহে তাহরীমি। এটা হলো হানাফি মাযহাবের ফকীহগণের মত।

তবে মিশর, সৌদি, সিরিয়া, তুরস্কের হানাফি ফকীহগণ বলেন, অনারব ভাষায় মাতৃভাষায় সালাতের সিজদার মধ্যে দুআ করায় দোষ হতে পারে না।

কারণ দুআ তো বান্দা আল্লাহ তাআলার কাছে নিজের মাতৃভাষাতেই করবেন। তবে আমরা কুরআনের আয়াতের দুআ অথবা হাদীসের দুআ দ্বারা দুআ করার চেষ্টা করব।

এরপরেও যদি কেউ একান্ত না পারেন তবে নফল সালাতে, তাহাজ্জুদের সালাতে মাতৃভাষায় দুআ করতে পারেন। বিশেষ করে কুরআন হাদীসের দুআর অর্থগুলো মনের আবেগে বলতে পারেন।

Post a Comment

Previous Post Next Post