বর্তমান সময়ের নেটিজেনরা অনলাইনের বেশিরভাগ সময় ব্যয় করে ভিডিও দেখে। আর ইউটিউব হচ্ছে বিশ্বের এক নাম্বার ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম।
আপনিও হয়তো সময় পেলেই ইউটিউবে ভিডিও দেখে থাকেন। তবে বর্তমানে ইউটিউবে ভিডিও দেখতে এর সাধারণ ব্যবহারকারীদের বেশ বিরক্ত হতে হয়।
এর কারণ হচ্ছে ইউটিউবের বিজ্ঞাপন। হ্যাঁ, এটা সত্য যে, ইউটিউবে ফ্রিতে ভিডিও দেখতে হলে তাদের বিজ্ঞাপনও দেখতে হবে এটা সাধারণ একটি ব্যপার।
আর এসব বিজ্ঞাপন থেকে আসা অর্থেই ইউটিউব এবং ইউটিউবাররা টিকে আছে।
তবে কখনো কখনো মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের কারণে প্রচুর পরিমাণে বিরক্তিকর অবস্থায় পরতে হয়।
ইউটিউবে ভিডিও দেখার সময় আপনি নিজেও হয়তো এমন বিরক্তির সম্মুখীন হোন।
আর যারা প্রেকটিকাল মুসলিম তারা ইউটিউবে বিভিন্ন ইসলামি ভিডিও দেখতে আসে।
তারা কখনো চায় না যে, তাদেরকে এমন কোনো বিজ্ঞাপন দেখানো হোক যা হারাম।
যদিও ইউটিউব অফিসিয়াল ভাবেই বিজ্ঞাপন না দেখে ভিডিও দেখার ব্যবস্থা রেখেছে, তবে তার জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে।
আর ফ্রিতে ইউটিউবে বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম জানতে চেয়ে আমাদের ব্লগে অনেকেই মন্তব্য করেছে।
তাই অনিচ্ছা সত্যেও আজকের এই পোস্টটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি ফ্রিতে ইউটিউবে বিজ্ঞাপন বন্ধ করার উপায়।
আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক ফ্রিতে ইউটিউবে এড আসা কীভাবে বন্ধ করব।
ইউটিউবে এড বন্ধ করার উপায়।
এড ছাড়া ইউটিউব ভিডিও দেখার বেশ কিছু উপায় রয়েছে।
তবে আজকের এই পোস্টটি থেকে আমরা জানবো কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়া, কোনো এক্সেটেনশন এর ব্যবহার ছাড়া ইউটিউবে এড আসা বন্ধ করব কীভাবে।
এই পদ্ধতি মোবাইল এবং কম্পিউটার দুই জায়গাতেই কাজ করবে। তবে প্রথমেই বলে রাখি আমার দেখানো এই ইউটিউবের বিজ্ঞাপন বন্ধের নিয়ম ব্যবহার করে আপনি তখনই বেশি সুবিধা পাবেন, আপনি যখন ইউটিউবে বড় দৈর্ঘ্যের কোনো ভিডিও দেখবেন।
তা হতে পারে নাটক, সিনেমা, ওয়েব সিরিজ কিংবা অন্য কোনো ভিডিও। চলুন ইউটিউবে এড বন্ধ করার উপায় জেনে নিই।
ধাপ-০১: আমরা বেশিরভাগ সময় মোবাইলের Youtube অ্যাপ্লিকেশন ব্যবহার করেই ইউটিউবের ভিডিওগুলো দেখে থাকি।
ধরুন, আপনি Youtube এ কোনো নাটক, সিনেমা কিংবা অন্য কোনো ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখতে চাচ্ছেন। তাহলে আপনি সেই ভিডিওর লিংক কপি করে নিন।
ভিডিওর লিংক কপি করা অনেক সহজ একটি ব্যপার। তারপরেও যারা জানেন না কীভাবে কোনো ইউটিউব ভিডিওর লিংক কপি করতে হয় তাদেরকে জানিয়ে দিচ্ছি।
ভিডিওর লিংক কপি করতে ঐ ভিডিও চালু করুন। তাহলে ভিডিওর নিচে Like, Dislike বাটনের পাশে একটি Share বাটন দেখতে পাবেন।
আপনি Share বাটনে ক্লিক করুন। এরপর Copy link লেখা যে অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করলেই ঐ ভিডিওর লিংকটি কপি হয়ে যাবে।
ধাপ-০২: এবার আপনি আপনার ফোনের যেকোনো ব্রাউজার খুলুন। তা হতে পারে Chrome কিংবা অন্য কোনো ব্রাউজার।
আর সেই ব্রাউজারের এড্রেস বারে আপনার Copy করা লিংকটি Paste করে দিন।
ধাপ-০৩: Paste করা ভিডিওর লিংকটি https://youtu.be/xyz এর মতো দেখতে পাবেন।
আপনাকে যা করতে হবে তা হলো youtu.be লেখাটির পরে যে / আছে, সেই / এর পূর্বে একটি অতিরিক্ত ডট (.) ব্যবহার করা হবে।
ডট ব্যবহার করলে ঐ লিংকটি https://youtu.be./xyz হবে। আমি আবার বলছি, be ও / এর মাঝে একটি অতিরিক্ত ডট লিখে দিতে হবে।
তবে কোনো ফাকা রাখা যাবে না। সর্বশেষ Go/Enter চাপুন।
অথবা, আপনি যদি YouTube অ্যাপ ব্যবহার না করে যেকোনো ব্রাউজার ব্যবহার করে ইউটিউবের ভিডিও দেখে থাকেন তাহলে লিংক Copy করার প্রয়োজন নেই।
আপনাকে যা করতে হবে আপনি যে ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখতে চাচ্ছেন সেই ভিডিওর লিংকটি সামান্য এডিট করতে হবে।
ব্রাউজার দিয়ে ভিডিও দেখার সময় সাধারণত https://m.youtube.com/watch এর মতো লিংক দেখতে পাবেন।
আপনাকে যা করতে হবে তা হলো youtube.com এর পরে এবং / এর পূর্বে একটি অতিরিক্ত ডট ব্যবহার করতে হবে।
তাহলে লিংকটি দেখতে https://m.youtube.com./watch এমন দেখাবে। সর্বশেষ Go/Enter চাপুন।
এরফলে আপনার কাংখিত ইউটিউব ভিডিওটি বিজ্ঞাপন ছাড়া চালু হবে। আর ভিডিওর মাঝেও কোনো বিজ্ঞাপন দেখতে পাবেন না।
এরপর আপনি স্বাচ্ছন্দ্যে পুরো ভিডিওটি দেখতে পাবেন। শুনতে অবাক লাগলেও ইউটিউব ভিডিওর বিজ্ঞাপন বন্ধ করার শতভাগ কার্যকর উপায় এটি।
আর এর জন্য আপনাকে কোনো অর্থ খরচ করার প্রয়োজন নেই।
কীভাবে এটি কাজ করে?
লিংকে একটি অতিরিক্ত ডট ব্যবহারের মাধ্যমে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব।
সেক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার জন্য, পেইজটি একাধিক ভাগে দর্শকদের কাছে পৌঁছে। আর তার জন্য কোনো বিজ্ঞাপন, কুকিজ যুক্ত থাকে না।
যারা জানতে চেয়েছিলেন, “ইউটিউবে বিজ্ঞাপন বন্ধ করতে চাই, কীভাবে করবো?” আশা করি, তারা ভালো ভাবেই জানতে পেরেছেন।
তারপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে, নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।