YouTube এর যেকোনো ভিডিও ফোনের স্ক্রিন অফ করে শুনুন। ফোনের MB ও চার্জ বাঁচান।

কীভাবে স্ক্রিন বন্ধ করে ইউটিউব ভিডিও শোনা যায়? | How to Play YouTube Video in Background Bengali?

একটা সময় ছিল যখন পছন্দের অডিও গানগুলো বাজারে গিয়ে কম্পিউটার থেকে লোড করে এবং ইন্টারনেট থেকে ডাউনলোড করে শুনতাম।

এরপর যখন স্মার্টফোন ব্যবহার করা শুরু করি তখন বিভিন্ন মিউজিক প্লেয়ারের মাধ্যমে ভিডিও গানগুলোই অডিও অবস্থায় শুনতে পারি তাই আলাদা করে তেমন আর অডিও গান রাখা হয় না।

YouTube এর যেকোনো ভিডিও ফোনের স্ক্রিন অফ করে শুনুন। ফোনের MB ও চার্জ বাঁচান।

তবে বর্তমানে ইন্টারনেট সহজলভ্যতার জন্য ইউটিউব থেকেই পছন্দের গানগুলো শুনা হয়। ইউটিউব হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। যেখানে সব ধরনের ভিডিও পাওয়া যায়।

পাশাপাশি সব ধরনের মিউজিক ভিডিও পাওয়া যায়।

দেখা যায় আমরা যখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তখন আমরা ইউটিউব থেকে ভিডিও গানের প্লেলিষ্ট চালিয়ে দিয়ে মোবাইল এক পাশে রেখে দিয়ে, গান শুনি আর কাজ করি।

আমরা চাইলে আমাদের স্মার্টফোনের ভিডিওগুলো বিভিন্ন মিউজিক প্লেয়ারের মাধ্যমে মোবাইলের স্ক্রিন অফ রেখে শুনতে পারি।

তবে সাধারণ ভাবে মোবাইলের স্ক্রিন অফ রেখে ইউটিউবে গান শুনার উপায় নেই।

আর তার জন্য আমাদের অতিরিক্ত ইন্টারনেট এবং ফোনের ব্যাটারির চার্জ খরচ হয়।

তবে আজকের এই পোস্টটি থেকে আমরা জানবো মোবাইলের স্ক্রিন অফ রেখে ইউটিউবে গান শোনা যাবে কীভাবে।

ইউটিউবের গান অডিও শোনার উপায় জানা থাকলে আপনার ফোনের MB ও চার্জ অনেকটা বেঁচে যাবে।

আর ইউটিউব থেকে গান শুনা অবস্থায়ই ফোন দিয়ে যেকোনো কিছু করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে মেসেজ, ফেসবুক চালানো কিংবা ইন্টারনেট ব্রাউজ করলেও ইউটিউবের ভিডিও চলা বন্ধ হবে না।

কী করে স্ক্রিন অফ করে ইউটিউবে গান শুনা যায় তার দু’টি নিয়ম আপনাদেরকে জানাবো।

আপনি আপনার পছন্দের যেকোনো একটি নিয়ম অনুসরণ করে ইউটিউবের ভিডিও গান মোবাইলের স্ক্রিন অফ করে শুনুন খুব সহজেই।

মোবাইলের ডিসপ্লে অফ রেখে ইউটিউব থেকে গান শুনবো কীভাবে? (পদ্ধতি-০১)

এই পদ্ধতিতে ইউটিউবের ভিডিও অডিও করে শুনতে বাড়তি কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই।

আপনার ফোনে থাকা ক্রোম (Chrome) ব্রাউজার দিয়ে খুব সহজেই যেকোনো ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন।

আর এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন-

০১. আপনার ক্রোম ব্রাউজারের এড্রেস বারে www.YouTube.com লিখে ইউটিউবে প্রবেশ করুন।

০২. এবার আপনার ক্রোম ব্রাউজারে মোবাইল ভার্শনে ওপেন হওয়া ইউটিউব ওয়েবসাইট ডেস্কটপ ভার্শন করে নিতে হবে।

ডেস্কটপ ভার্শন করতে ব্রাউজারের সবার উপরে ডান পাশের ত্রি ডটে ক্লিক করুন।

০৩. ত্রি ডটে ক্লিক করলে আরো বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেগুলোর মধ্য থেকে Desktop Site লেখা যে অপশনটি রয়েছে তা অন করে দিন।

তাহলেই আপনার ব্রাউজারটি ডেস্কটপ মোডে চলে আসবে। এবার আপনার পছন্দের ভিডিওটি চালু করুন।

০৪. এরপর ফোনের হোম বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। ফোনের হোম স্ক্রিনে চলে আসার পর ইউটিউব ভিডিওটি বন্ধ হয়ে যাবে।

তবে উপরের নোটিফিকেশন বারে গানটির নোটিফিকেশন দেখতে পাবেন।

আর সেখানে Play/Pause Button এবং তার দুপাশে Next Button এবং previous Button রয়েছে।

যেগুলো দিয়ে ইউটিউব ভিডিও নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সেখান থেকে Play Button এ ক্লিক করলেই ইউটিউবের সেই ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চলা শুরু করবে।

এবার আপনি চাইলে উক্ত ইউটিউব ভিডিও চলা অবস্থায়ই ফোনের স্ক্রিন অফ করে রেখে দিতে পারবেন অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।

ভিডিওটি বন্ধ করতে নোটিফিকেশন থেকে Pause করে দিয়ে নোটিফিকেশনটি ডান পাশে Swipe করে দিন।

ইউটিউব গান অডিও শোনার উপায় কী? (পদ্ধতি-২)

এই পদ্ধতিতে ইউটিউবের ভিডিও গান অডিও শোনার জন্য আপনাকে ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে।

যা দিয়ে খুব সহজেই ইউটিউবের ভিডিওগুলো অডিও করে চালাতে পারবেন। অ্যাপ্লিকেশনটির নাম Youtube Vanced। অ্যাপ্লিকেশনটি অফিশিয়াল Youtube অ্যাপ্লিকেশনের মতোই।

শুধু পার্থক্য হচ্ছে YouTube থেকে অডিও করে শুনতে পারবেন না তবে YouTube Vanced থেকে যেকোনো ভিডিও অডিও করে শুনতে পারবেন।

০১. উক্ত অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে Install করে প্রবেশ করলেই অফিসিয়াল ইউটিউব এর মতো দেখতে পাবেন।

সেখান থেকে আপনার পছন্দের ভিডিওটি চালু করে ফোনের হোম বাটনে ক্লিক করুন।

০২. এবার দেখুন আপনার ফোনের হোম স্ক্রিনে উক্ত ভিডিও ছোট করে দেখাচ্ছে। এরপর উক্ত ভিডিওতে ক্লিক করুন। তারপর দেখুন ভিডিওতে কিছু অপশন চলে এসেছে।

০৩. হ্যাডফোন আইকনে ক্লিক করলেই ইউটিউব ভিডিও অডিও হয়ে চলতে শুরু করবে।

আর উপরের নোটিফিকেশন বার থেকে ভিডিওটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post