ইমু হ্যাক হলে বুঝবেন যেভাবে।

ইমু টিপস এন্ড ট্রিকস- অডিও-ভিডিও কলে কথা বলা, বার্তা আদান-প্রদান এবং ভয়েস চ্যাট করার জন্য খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন হলো ইমু। বিশেষ করে আমাদের দেশে এর জনপ্রিয়তা তুঙ্গে।

এই ইমু অ্যাপ্লিকেশনটি আমরা সবাই কম-বেশি ব্যবহার করলেও এর ভিতর যে বেশ কিছু দুর্দান্ত সেটিংস রয়েছে তা সম্পর্কে অনেকেই অবগত নই।

ইমু হ্যাক হলে বুঝবেন যেভাবে।

ইতিমধ্যে প্রযুক্তি প্রিয় ডট কম ওয়েবসাইটে ইমুর বিশেষ বিশেষ ফিচার্স ও সেটিংস নিয়ে আর্টিকেল প্রকাশ করা হয়েছে।

আজকেও আপনাদের মাঝে নতুন একটি ইমু টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে।

পুরনো ইমু অ্যাকাউন্ট যেকোনো ডিভাইসে নতুন করে লগিন করা খুবই সহজ।

এর জন্য শুধু প্রয়োজন যে নাম্বারটি দিয়ে ইমু অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নাম্বারটির মাধ্যমে পিন ভেরিফাই করে নেওয়া।

তার মানে আপনি বা আমি বর্তমানে যে ইমু আইডি ব্যবহার করছি যেকেউ ইচ্ছে করলে আমাদের নাম্বারটি দিয়ে পিন ভেরিফাই করার মাধ্যমে তাদের ডিভাইসে লগিন করে নিতে পারবে।

আর এতে আমাদের ইমু আইডির সকল তথ্য চলে যাবে প্রতারকের হাতে।

আর তারা আমাদের সকল মেসেজ দেখতে পাবে এবং ইচ্ছে হলে অন্য কাউকে মেসেজ করতেও পারবে। অনেকেই এভাবে প্রতারণার শিকার হয়।

কখনো হয়তো বুঝতেও পারেনা যে তার ইমু আইডি অন্য কেউ গোপনে ব্যবহার করে আসছে।

এর জন্য আমাদের ব্যবহৃত নাম্বারটি যেনো অন্য কেউ কোনো ভাবেই ব্যবহার করে আমাদের কোনো ক্ষতি সাধন না করতে পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

আজকের এই পোস্টটি থেকে আমরা শিখবো আমাদের ইমু অ্যাকাউন্টটি অন্য কেউ গোপনে ব্যবহার করতেছে কিনা তা কীভাবে জানবো।

আর যদি করে থাকে তাহলে তার ডিভাইস থেকে চিরদিনের জন্য কিভাবে আমাদের অ্যাকাউন্ট রিমুভ করে দিব।

আগেই বলে রাখি, ইমু ও ইমু বেটা দুটি অ্যাপেই এই পদ্ধতিতে কাজ করবে। তাই নিচে দেওয়া নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে পড়ুন।

আমাদের ইমো আইডি অন্য কারো ডিভাইসে লগিন করা আছে কিনা তা চেক করার নিয়ম।

০১: আপনার ইমো আইডি অন্য কারো ডিভাইসে লগিন অবস্থায় আছে কিনা তা জানতে প্রথমে আপনার ইমু অ্যাপটি ওপেন করে Settings এ প্রবেশ করুন। এবং নিচে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন।

০২: ইমু সেটিংস থেকে Account & Security লেখা অপশনটিতে প্রবেশ করুন।

০৩: ‘অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি’ এর ভিতর আরো কিছু অপশন দেখতে পাবেন। সেগুলোর মধ্য থেকে Manage Device লেখা অপশনে ক্লিক করুন।

[সংক্ষিপ্ত নির্দেশনা: Settings > Account & Privacy > Manage Device]

০৪: ম্যানেজ ডিভাইস লেখা অপশনে ক্লিল করলেই “You Can Log Out Device Of The Phone In This List” লেখার নিচে আপনার ইমু অ্যাকাউন্টটি আর কোন কোন ডিভাইসে লগিন করা আছে তা দেখতে পাবেন সাথে ঐ ডিভাইসটি কোন দেশ থেকে ব্যবহার করা হচ্ছে তাও জানা যাবে।

নিচে দেওয়া চিত্রটি লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আমার ইমু অ্যাকাউন্টটি মোট তিনটি ডিভাইসে লগিন অবস্থায় আছে।

উক্ত তালিকায় আপনার বর্তমানে ব্যবহৃত ডিভাইসটি বাদে যদি অপরিচিত কোনো ডিভাইসের নাম দেখতে পান তাহলে তা রিমুভ করে দিতে হবে।

আপনার ইমু আইডি অন্য কারো ডিভাইসে লগিন থাকলে তাহলে তা রিমুভ করবেন যেভাবে:

০১: আপনি যে ডিভাইসটি থেকে আপনার ইমু আইডি রিমুভ করতে চান উক্ত তালিকা থেকে সেই ডিভাইসটির নামের উপর ক্লিক করুন।

০২: এরপর Delete বাটনে ক্লিক করুন।

০৩: এবার আপনার ফোন নাম্বারে মেসেজে একটি কোড আসবে।

আর সেই কোডটি বসিয়ে দিলেই উক্ত ডিভাইস থেকে আপনার ইমো আইডি সারা জীবনের জন্য রিমুভ হয়ে যাবে আর ফোনে আগের মতোই থেকে যাবে।

Post a Comment

Previous Post Next Post