Airtel এর মিনিট প্যাক কেনার উপায় ২০২১।
এয়ারটেল ব্যবহারকারীদের দারুণ সব ভয়েস অফার | Voice Offer | Airtel voice lover customers offer (Prepaid)
এয়ারটেল সিমের মিনিট অফার। |
০১ঃ ভয়েস অফার: ৮ টাকা।
যারা ভয়েস অফার কিনতে পছন্দ করেন তাদের জন্য এয়ারটেল নিয়ে এলো মাত্র ৮ টাকায় দারুণ একটি ভয়েস অফার।
অফারটিতে যা যা থাকছে:
টকটাইম: ১২ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ১২ ঘণ্টা।
অফারটি উপভোগ করতে এখনি রিচার্জ করুনন ৮ টাকা অথবা ডায়াল করুন *১২১*০৮#
* শর্তাবলী সমূহ:
→ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*০#নম্বরে।
→রিচার্জ অ্যামাউন্ট আপনার মূল একাউন্টে যুক্ত হবে না।
→মেয়াদ থাকাকালীন একই প্যাক পুনরায় কিনলে আগের মিনিট এবং মেয়াদ আপডেট হবে।
→প্যাকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোন মিনিট অব্যবহৃত থেকে যায় তবে তা বাতিল করা হবে অর্থাৎ, অব্যবহৃত মিনিট পরবর্তী প্যাক-এর সাথে যোগ হবে।
→ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ বান্ডেল মূল্যের সাথে অন্তর্ভুক্ত।
০২ঃ ভয়েস অফার: ১৮ টাকা।
সারাদিন জুড়ে অফুরন্ত কথা বলতে রিচার্জ করুন ১৮ টাকা কিংবা ডায়াল করুন *১২১*১৮#
অফারটিতে যা যা পাওয়া যাবে:
টকটাইম: ৩০ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ২৪ ঘণ্টা
* শর্তাবলী সমূহ:
→ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*০#
→রিচার্জকৃত টাকা গ্রাহকের মূল একাউন্টে যোগ হবে না।
→বান্ডেল মূল্যের সাথে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তর্ভুক্ত।
→মেয়াদ শেষ হবার আগেই একই প্যাক আবার কিনলে →অব্যবহৃত মিনিট পরবর্তী প্যাক-এর সাথে যোগ হবে।
→মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত মিনিট আর ব্যবহার করা যাবে না।
(এয়ারটেল মিনিট প্যাক ২০২১)
০৩ঃ ভয়েস অফার: ২৮ টাকা।
আকর্ষণীয় টকটাইম অফার উপভোগ করতে রিচার্জ করুন ২৮ টাকা কিংবা ডায়াল করুন *১২১*২৮#
অফারটিতে যা যা পাওয়া যাবে:
টকটাইম: ৪৬ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ২ দিন
* শর্তাবলী সমূহ:
→ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*০#নম্বরে।
→রিচার্জ অ্যামাউন্ট আপনার মূল একাউন্টে যুক্ত হবে না।
→ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ বান্ডেল মূল্যের সাথে অন্তর্ভুক্ত।
→মেয়াদ থাকাকালীন একই প্যাক পুনরায় কিনলে আগের মিনিট এবং মেয়াদ আপডেট হবে।
→প্যাকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোন মিনিট অব্যবহৃত থেকে যায় তবে তা বাতিল করা হবে।
০৪ঃ ভয়েস অফার: ৪৮ টাকা।
এয়ারটেলের সকল গ্রাহক যারা ভয়েস অফার কিনতে পছন্দ করেন তাদের জন্য মাত্র ৪৮ টাকার দারুণ একটি অফার (প্রিপেইড)
অফারটিতে যা যা থাকছে:
৮০ মিনিট (যেকোনো নম্বরে)
মেয়াদ: ৭ দিন
অফারটি উপভোগ করতে ৪৮ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *১২১*৪৮# নম্বরে
* শর্তাবলী সমূহ:
→ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*০#
→রিচার্জকৃত টাকা গ্রাহকের মূল একাউন্টে যোগ হবে না।
→বান্ডেল মূল্যের সাথে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তর্ভুক্ত।
→মেয়াদ শেষ হবার আগেই একই প্যাক আবার কিনলে অব্যবহৃত মিনিট পরবর্তী প্যাক-এর সাথে যোগ হবে।
→মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত মিনিট আর ব্যবহার করা যাবে না।
(এয়ারটেল সিমের মিনিট অফার ২০২১)
০৫ঃ ভয়েস অফার: ৫৩ টাকা।
আকর্ষণীয় টকটাইম অফার উপভোগ করতে রিচার্জ করুন ৫৩ টাকা কিংবা ডায়াল করুন *১২১*৫৩#
অফারটিতে যা যা পাওয়া যাবে:
টকটাইম: ৮৫ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ৭ দিন
* শর্তাবলী সমূহ:
→ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*০#
→রিচার্জকৃত টাকা গ্রাহকের মূল একাউন্টে যোগ হবে না।
→বান্ডেল মূল্যের সাথে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তর্ভুক্ত।
→মেয়াদ শেষ হবার আগেই একই প্যাক আবার কিনলে অব্যবহৃত মিনিট পরবর্তী প্যাক-এর সাথে যোগ হবে।
→মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত মিনিট আর ব্যবহার করা যাবে না।
০৬ঃ ভয়েস অফার: ৭৮ টাকা।
সপ্তাহজুড়ে অফুরন্ত কথা বলতে রিচার্জ করুন ৭৮ টাকা কিংবা ডায়াল করুন *১২১*০৭৮#
অফারটিতে যা যা থাকছে:
টকটাইম: ১৩০ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ৭ দিন
* শর্তাবলী সমূহ:
→ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*০#
→রিচার্জকৃত টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ হবে না।
→বান্ডেল মূল্যের সাথে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তর্ভুক্ত।
→মেয়াদ শেষ হবার আগেই একই প্যাক আবার কিনলে →অব্যবহৃত মিনিট পরবর্তী প্যাক-এর সাথে যোগ হবে।
→মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত মিনিট আর ব্যবহার করা যাবে না।
(এয়ারটেল মিনিট অফার চেক ২০২১)
০৭ঃ ভয়েস অফার: ১০৭ টাকা।
এয়ারটেল নিয়ে এলো মাত্র ১০৭ টাকায় দারুণ একটি ভয়েস অফার।
অফারটিতে যা যা থাকছে:
১৭৫ মিনিট টকটাইম (যেকোনো নেটওয়ার্কে)
মেয়াদ: ১৫ দিন।
অফারটি উপভোগ করতে ১০৭ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *১২৩*০১০৭# নম্বরে
* শর্তাবলী সমূহ:
→ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*০# নম্বরে।
→রিচার্জ অ্যামাউন্ট আপনার মূল একাউন্টে যুক্ত হবে না।
→ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ বান্ডেল মূল্যের সাথে অন্তর্ভুক্ত।
→মেয়াদ থাকাকালীন একই প্যাক পুনরায় কিনলে আগের মিনিট এবং মেয়াদ আপডেট হবে।
→প্যাকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোন মিনিট অব্যবহৃত থেকে যায় তবে তা বাতিল করা হবে।
০৮ঃ ভয়েস অফার: ১১৮ টাকা।
১১৮ টাকা রিচার্জ করে উপভোগ করো ১৯০ মিনিট (এনিনেট), মেয়াদ ১০ দিন। এছাড়াও মেয়াদ শেষ হয়ে গেলে পাবে ২০ দিনের মেয়াদে ৫৪ পয়সা/মিনিট কল রেট অফার।
অফারটিতে পাওয়া যাবে:
টকটাইম: ১৯০ মিনিট (এনিনেট)
মেয়াদ: ১০ দিন।
* শর্তাবলী সমূহ:
→এয়ারটেল প্রিপেইড গ্রাহক ১১৮ টাকা রিচার্জ করে অথবা, *১২১*০১১৮# নম্বরে ডায়াল করে অফারটি কিনতে পারবে।
→মেইন অ্যাকাউন্ট ব্যালেন্সে কোন অ্যামাউন্ট যুক্ত হবে না।
→শুধুমাত্র লোকাল নম্বরের ক্ষেত্রে কল রেইট প্রযোজ্য হবে।
→ক্যাম্পেইন চলাকালীন সময়ে অফারটি একাধিকবার উপভোগ করা যাবে।
→বোনাস মিনিট এবং বান্ডেল মিনিটের ক্ষেত্রে অফার প্রযোজ্য নয়। বোনাস মিনিট এবং বান্ডেল মিনিট আগে ব্যবহৃত হবে।
→এফএনএফ এবং প্রিয় নম্বরের ক্ষেত্রে সর্বনিম্ন কলরেট প্রযোজ্য।
→ক্যাম্পেইন চলাকালীন সময়ে অন্যান্য সার্ভিস রেট (যেমন এসএমএস, ইত্যাদি) অপরিবর্তিত থাকবে।
→১ সেকেন্ড পালস্ প্রযোজ্য।
→ট্যারিফের উপর সরকারী ট্যাক্স প্রযোজ্য হবে।
→ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ বান্ডেল মূল্যে অতর্ভুক্ত।
(এয়ারটেল মিনিট বান্ডেল অফার।)
০৯: ভয়েস অফার: ২০৭ টাকা।
এয়ারটেল নিয়ে এলো মাত্র ২০৭ টাকায় দারুণ একটি ভয়েস অফার।
অফারটিতে থাকছে:
৩৪০ মিনিট টকটাইম (যেকোনো নেটওয়ার্কে)
মেয়াদ: ৩০ দিন
অফারটি উপভোগ করতে ২০৭ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *১২৩*০২০৭# নম্বরে।
* শর্তাবলী সমূহ:
→ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*০# নম্বরে।
→রিচার্জ অ্যামাউন্ট আপনার মূল একাউন্টে যুক্ত হবে না।
→ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ বান্ডেল মূল্যের সাথে অন্তর্ভুক্ত।
→মেয়াদ থাকাকালীন একই প্যাক পুনরায় কিনলে আগের মিনিট এবং মেয়াদ আপডেট হবে।
→প্যাকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোন মিনিট অব্যবহৃত থেকে যায় তবে তা বাতিল করা হবে।
(এয়ারটেল মিনিট অফার ২০২১। | Airtel Minute Offer 2021.)