নাম্বার ছাড়া ইমু খুলুন- আমাদের সবার ফোনেই ইমু সফটওয়্যারটি রয়েছে। ইমু সফটওয়্যার ছাড়াও অনলাইনে আরো অনেক মোবাইল মেসেজিং অ্যাপ্লিকেশন রয়েছে।
তার পরো অনলাইনে যোগাযোগ রক্ষার্থে অর্থাৎ অডিও-ভিডিও কলে কথা বলা, কিংবা মেসেজ আদান-প্রদান করতে আমরা উক্ত মোবাইল অ্যাপ্লিকেশনটিই বেশি ব্যবহার করি।
আর এর কারণ হলো ইমু অ্যাপটি কম-বেশি সবাই ব্যবহার করে এবং এটি ব্যবহার করাও তুলনামূলক অনেক সহজ। তবে কেউ কেউ বিভিন্ন প্রয়োজনে একাধিক আইডি খুলতে চায়।
আর আমরা জানি ইমু অ্যাকাউন্ট খুলতে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হয়। তাই অনেকের কাছে একাধিক মোবাইল নাম্বার না থাকায় চেষ্টা করে নাম্বার ছাড়া ইমু কীভাবে খোলা যায় তা জানতে।
আর এর জন্য গুগল এবং ইউটিউবে গিয়ে নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম ২০২১, নাম্বার ছাড়া কিভাবে ইমু খোলা যায় ইত্যাদি ইত্যাদি লিখে খোঁজ করে। অনলাইনে খোঁজ করে আপনি নাম্বার ছাড়া ইমু খোলার উপায় শিরোনামে অনেক আর্টিকেল, টিউটোরিয়াল ও ভিডিও পেয়ে যাবেন এসব নিয়ে।
তবে হলফ করে বলতে পারি যার সবই ভূয়া। কারণ কোনো ভাবেই নাম্বার ছাড়া ইমু আইডি খোলা সম্ভব নয়। তবে কিছু টিউটোরিয়াল ও ভিডিওতে দেখানো হয় কীভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাহায্য নিয়ে ভার্চুয়াল নাম্বার তৈরি করে সেই নাম্বার দিয়ে ইমু অ্যাকাউন্ট নাম্বার ভেরিফাই করে নিতে হয়।
তবে এই পদ্ধতিটি কিন্তু নাম্বার ছাড়া নয়। এসব নাম্বার তৈরি করতে অনেক মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, তবে তার বেশিরভাগই পেইড, অর্থাৎ এই সেবা পেতে আপনাকে অর্থ খরচ করতে হবে।
তবে আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে ফ্রিতে নতুন নাম্বার তৈরি করে উক্ত নাম্বার দিয়ে আপনার নতুন ইমু অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।
নিজের ব্যক্তিগত নাম্বার ছাড়া ইমু অ্যাকাউন্ট খুলুন ২০২১:
আপনার নতুন ইমু অ্যাকাউন্টটি খুলার জন্য কোনো না কোনো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আর এর জন্য আপনি TextNow অথবা Text Free মোবাইল অ্যাপ্লিকেশনটির সাহায্য নিতে পারেন।
কারণ এই অ্যাপ্লিকেশনগুলো আপনাকে একটি নাম্বার ব্যবহারের সুযোগ দিবে আর সেটি দিয়ে ইমু অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিবেন।
TextNow অ্যাপ্লিকেশনটি ব্যবহারের নিয়ম:
প্রথমে গুগল প্লেস্টোর থেকে TextNow মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।
তারপর স্ক্রিনে ভেসে উঠা নির্দেশাবলী অনুসরণ করে একটি ফোন নাম্বার তৈরি করুন। এবং উক্ত নাম্বারটি কাগজে অথবা অন্য কোথাও লিখে নিন।
এবার আপনি Imo অ্যাপটি ওপেন করে দেশ (Country) বাছাই করে উক্ত নাম্বার দিয়ে Next করুন।
তাহলে আপনার নোটিফিকেশন বারে ইমুর ভেরিফিকেসন কোডের একটি নোটিফিকেশন আসবে। আর যদি কোনো কারণে না আসে তাহলে TextNow অ্যাপটি ওপেন করে ইমুর কোডটি দেখে নিন। প্রয়োজনে কিছুক্ষণ অপেক্ষা করুন।
আর ঐ কোড নাম্বারটি ইমুতে বসিয়ে দিয়ে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নিন।
উক্ত কাজগুলো করতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের কমেন্ট বক্সে জানাবেন। সমাধান দেওয়ার চেষ্টা করবো।
তবে আমার ব্যাক্তিগত পরামর্শ থাকবে নিজের ফোন নাম্বার ব্যবহার বাদ দিয়ে এই পদ্ধতি অবলম্বন না করাই ভালো। তাই এসব নাম্বার ব্যবহার করে ইমু অ্যাকাউন্ট খোলার চিন্তা বাদ দিয়ে নিজের ব্যবহৃত নাম্বারটি দিয়েই ইমু আইডি খুলুন। আর খুব বেশি প্রয়োজন ছাড়া একের অধিক ইমু অ্যাকাউন্ট খোলাও সমর্থন করিনা।
Mohiuudin611746@gmail.com
উত্তরমুছুনHim bmmmb
উত্তরমুছুনবাইরের দেশের নাম্বার দিয়ে কিভাবে ইমু একাউন্ট খুলবেন
উত্তরমুছুনTextNow
মুছুনMd Mohiuddin
উত্তরমুছুনLiton
উত্তরমুছুন