রবি সিমের অফার ২০২১- আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টেক রবিন ওয়েবসাইটে আরো একবার আপনাকে স্বাগতম।
বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে বিকাশের নতুন অফার নিয়ে হাজির হয়েছি। আশা করি যারা বিকাশ ও রবি সিম ব্যবহারকারী আছেন তাদের আজকের রবি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার এর পোস্টটি অনেক কাজে আসবে।
কারণ এখন রবি নাম্বারে বিকাশ থেকে নির্দিষ্ট পরিমাণ মোবাইল রিচার্জ করলেই দুর্দান্ত সব প্যাকেজের সাথে পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
Robi Sim এর অফার। |
তাই আপনার নিজের অথবা আপনার প্রিয়জনের যেকোনো রবি প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে যতবার খুশি মোবাইল রিচার্জ বিকাশ থেকে করুন আর ততবারই পান বিকাশ একাউন্টে এই ক্যাশব্যাক।
❁ বিকাশ থেকে ৩৪৮ টাকা রিচার্জ করলে পাবেন ১ জিবি + ৫৬০ মিনিট, সাথে ৩৫ টাকা বিকাশ ক্যাশব্যাক। (মেয়াদ: ৩০ দিন।)
❁ বিকাশ থেকে ৫৭৪ টাকা রিচার্জ করলে পাবেন ১০ জিবি + ৯৫০ মিনিট, সাথে ৫৫ টাকা বিকাশ ক্যাশব্যাক। (মেয়াদ: ৩০ দিন।)
❁ বিকাশ থেকে ৩৩০ টাকা রিচার্জ করলে পাবেন ৩০ টাকা বিকাশ ক্যাশব্যাক।
❁ বিকাশ থেকে ৯৫৫ টাকা রিচার্জ করলে পাবেন ১০০ টাকা বিকাশ ক্যাশব্যাক।
রবি সহ আরো অন্যান্য সিমের এমন নতুন নতুন অফারগুলো সবার আগে পেতে আমাদের টেক রবিন ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন।
ধন্যবাদ।