কিছু গুরুত্বপূর্ণ Spelling যে কোন চাকুরীর পরীক্ষায় এখান থেকে ১০০% কমন পাবেন আশা করি।
(পোস্টটি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অন্যকে জানান)
০১) Extension ➫ প্রসার / বৃদ্ধি ।
০২) License ➫ অনুমতি দেওয়া ।
০৩) Collateral ➫ পাশাপাশি / সমর্থনকারী ।
০৪) Ettiqute ➫ শিষ্টাচার / ভদ্রতা ।
০৫) Remittance ➫ প্রেরিত অর্থ ।
০৬) Misspell ➫ বানান ভুল ।
০৭) Humorous ➫ রসাত্বক ।
০৮) Leisure ➫ প্রণয়ী ।
০৯) Ascertain ➫ নিশ্চিত করা ।
১০) Terror ➫ আতঙ্ক ।
১১) Voluntary ➫ স্বেচ্ছা প্রসূত ।
১২) Accelerate ➫ গতি বৃদ্ধি করা ।
১৩) Lieutenant ➫ কর্মকর্তা ।
১৪) Committee ➫ সমিতি ।
১৫) Gregarious ➫ সঙ্গলিপ্সু ।
১৬) Occurrence ➫ ঘটনা ।
১৭) Millennium ➫ সহস্র বছর ।
১৮) Jovial ➫ হাসিখুসি ।
১৯) Relevant ➫ প্রাসঙ্গিক ।
২০) Inferior ➫ নিকৃষ্ট ।
২১) Familiar ➫ পরিচিতি ।
২৩) Argument ➫ যুক্তি ।
২৪) Tolerate ➫ সহ্য করা ।
২৫) Garbage ➫ আর্বজনা ।
২৬) Resistance ➫ সহ্য করার ক্ষমতা ।
২৭) Tsunami ➫ সুনামি ।
২৮) Embarrass ➫ বিজড়িত করা ।
২৯) Questionnaire ➫ প্রশ্নাবলী ।
৩০) Secretarial ➫ সাচিবিক ।
৩১) Diarrhoea ➫ অতিসার / ডায়রিয়া ।
৩২) Bureaucracy ➫ আমলাতন্ত্র ।
৩৩) Dilemma ➫ উভয় সংকট ।
৩৪) Acquaintance ➫ জানাশোনা ।
৩৫) Renaissance ➫ নবজাতক ।
৩৬) Commission ➫ কমিশন ।
৩৭) Miscellaneous ➫ বিবিধ ।
৩৮) Collaboration ➫ সহযোগিতা ।
৩৯) Audience ➫ শ্রোতা ।
৪০) Hierarchy ➫ সাজানো ।
৪১) Anticipated ➫ অপেক্ষিত ।
৪২) Catastrophe ➫ চরম পরিণতি ।
৪৩) Dysentery ➫ ডায়রিয়া ।
৪৪) Secretariat ➫ দপ্তর ।
৪৫) Assessment ➫ মূল্যায়ন ।
৪৬) Bureaucrat ➫ আমলা ।
৪৭) Transparency ➫ হস্তান্তরিত করা ।
৪৮) Jewellery ➫ অলংকার সামগ্রী ।
৪৯) Possession ➫ দখল ।
৫০) Grievance ➫ অসন্তোষ ।
৫১) Shakespeare ➫ শেক্সপীয়র ।
৫২) Missionary ➫ ধর্ম প্রচারক ।
৫৩) Psychology ➫ মনোবিজ্ঞান ।
৫৪) Illuminate ➫ আলোকিত করা ।
৫৫) Heterogeneous ➫ অসমসত্ব ।
৫৬) Achievement ➫ অর্জন
৫৭) Satellite ➫ উপগ্রহ ।
৫৮) Corruption ➫ দূর্নীতি ।
৫৯) Leisure ➫ অবসর ।
৬০) Encyclopedia ➫ বিশ্বকোষ ।
৬১) Extempore ➫ উপস্থিত মত ।
৬২) Cigarette ➫ সিগারেট ।
৬৩) Parliament ➫ আইনসভা ।
৬৪) Malnutrition ➫ অপুষ্টি ।
৬৫) Millionaire ➫ ধনকুবের ।
৬৬) Supercilious ➫ উদাসীনপূর্ণ ।
৬৭) Colleague ➫ সহকর্মী ।
৬৮) Privilege ➫ সুবিধা ।
৬৯) Accommodation ➫ বাসস্থান ।
৭০) Personnel ➫ কর্মচারী ।
৭১) indigenous ➫ দেশীয় ।
৭২) inoculate ➫ টিকা দেওয়া ।
৭৩) Tuition ➫ শিক্ষাদান ।
৭৪) Versatile ➫ বহুমুখী কর্ম শক্তি সম্পন্ন ।
৭৫) Superior ➫ উচ্চতর ।
৭৬) Repercussion ➫ প্রতিক্রিয়া ।
৭৭) Philosopher ➫ দার্শনিক ।
৭৮) Magnificent ➫ মহৎ ।
৭৯) Assignment ➫ কাজ ।
৮০) Career ➫ পেশা ।
৮১) Elementary ➫ প্রাথমিক ।
৮২) Headache ➫ মাথাব্যাথা ।
৮৩) Harmonious ➫ সুরেলা ।
৮৪) Heinous ➫ ঘৃণ্য ।
৮৫) Overriding ➫ পদদলিত ।
৮৬) Honorarium ➫ দক্ষিণা ।
৮৭) Fortunate ➫ ভাগ্যবান ।
৮৮) Occasion ➫ উপলক্ষ ।
৮৯) Aborigines ➫ আদিবাসী ।
৯০) Supersede ➫ বাতিল করা / অপসারিত করা ।
৯১) Franchise ➫ বিশেষ অধিকার ।
৯২) Dispassionate ➫ পক্ষপাতহীন ।
৯৩) Restaurant ➫ রেস্তোরা ।
৯৪) Repetition ➫ পুনরাবৃত্তি ।
৯৫) Bouquet ➫ ফুলের তোড়া ।
৯৬) Affidavit ➫ হলফনামা ।
৯৭) Ominous ➫ অশুভ ।
৯৮) Preseverance ➫ অধ্যবসায় ।
৯৯) Separate ➫ আলাদা ।
১০০) Ascertain ➫ নিশ্চিত করা ।
➫ মনে রাখার কৌশল :
---------------------------------
সব চাকরির পরীক্ষাতে Spelling আসেই। বিসিএস প্রিলিতে ১ একটা থাকবেই । তাই কিছু গুরুত্বপূর্ণ Spelling এবং যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল নিয়মিত অনুশীলন করুন।
--------------------------------------------------------
১। Lieutenant ( লেফটেনেন্ট ) - সামরিক পদবি, বদলি, প্রতিনিধি।(I আর Eউল্টা পাল্লা করে দেয় এবং A এর জায়গায় E দেয় তাই মনে রাখুন আগে I তারপর, E এবং N-পর A)
✿ছন্দ---- Lie u ten ant- মিথ্যা তুমি দশ পিঁপড়া।
-------------------------✿-------------------------------
২। Psychological ( সাইকোলজিক্যাল ) - মনস্তাত্ত্বিক।( এখানে P, H না দেয়)
✿ছন্দ---- Psy cholo gi cal- পিসি চলো যাই কাল।
-------------------------✿-------------------------------
৩। Assassination ( এ্যাসএ্যাসিনেশন )- গুপ্তহত্যা।(এখানে S কম বেশি করে দে্য় এবং s পর e দেয় মনে রাখুন S জোড়ায় জোড়ায় থাকে)
✿ছন্দ----Ass ass i nation - গাধা গাধা আমি জাতি।
-------------------------✿-------------------------------
৪। Questionnaire- প্রশ্নমালা। (এখানে nnaire -কে দিয়ে ঝামেলায় ফেলে দেয়)
✿----ছন্দ----Question nai re - কোশ্চেন নাই রে।
-------------------------✿-------------------------------
৫। Assessment - নির্ধারণ, পরিমাপ ,মূল্যায়ন।(এখানে S কম বেশি করে দেয় তাই মনে রাখুন S জোড়ায় জোড়ায় থাকে)
✿ছন্দ----Ass e ss men t- গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
-------------------------✿-------------------------------
৬। Hallucination- অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।এখানে মনে রাখুন L ডাবল এবং C এর I )
✿ছন্দ----Hall u ci nation- হলে তুমি! ছি জাতি।(
-------------------------✿-------------------------------
৭। Diarrhoea- উদারাময়।(এখানে I, A E এর অবস্থান পরিবর্তন করে দেয় এবং R কম বেশি করে দেয়)
✿ছন্দ----Dia rr hoea - ডায়াল করো ডাবল rr হয়ে যাবে।
-------------------------✿-------------------------------
৮। Bureaucracy- আমলাতন্ত্র।(এখানে U E,A এর অবস্থান উল্টা পাল্টা করে দেয় তাই reau -টি ভালো করে মনে রাখুন।
✿ছন্দ----Burea u cracy- বুড়িয়া তুমি cracy.
-------------------------✿-------------------------------
৯। Restaurant- রেস্টুরেন্ট।(এখানে Tপর U দেয় এবং Rপর E দেয় তাই মনে রাখুন tau এবং rant)
✿ছন্দ----Rest a u r ant - বিশ্রাম এ তুমি আর পিঁপড়া।
-------------------------✿-------------------------------
১০। Parallel- সমান্তরাল।এখানে L কম বেশি ও A এর জায়গায় E দেয়)
✿ছন্দ----Par all e l -পার করো সকলকে ই।
-------------------------✿-------------------------------
১১। Illegitimate- অবৈধ।(এখানে L কম দেয় , I না দিয়ে E দেয় এবং শেষের E দেয় না )
✿ছন্দ----Il leg i tim ate - অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
-------------------------✿-------------------------------
১২। Miscellaneous- বিবিধ।(এখানে L কম দেয় ও একসঙ্গে S ডাবল দেয় এবং eous উল্টা পাল্টা করে দেয় তাই মনে শেষে eous আছে ও M এর S একটি এবং Lদুটি
✿ছন্দ----Mis cell an e o us- মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে।
(cell-ক্ষুদ্র কক্ষ)
-
এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার আসা গুরুত্বপূর্ণ কিছু শব্দের বানানগুলো ভালো করে দেখে রাখুন।এই বানান গুলোতে যেখানে খটকা লাগে বা পরীক্ষাতে এলোমেলো করে দেওয়া থাকে সেগুলো ক্লিয়ার করে দিলাম।
/
1.Tuition (U এর পর I ও শন এ T )
2. Misspell( দুটো S ও দুটো L)
3. Humorous(এটা >>rous)
4. Welcome(ডাবল L হয় না )
5.Shakespeare ( K পর ই)
4.Somerset Maugham( মম)
5.Separate ( S এর E এবং R এর পর A)
6.Acknowledgement (L এর পর D তারপর G)
7.Tremendous
8.Committee( ডাবল M ও ডাবল T এবং ডাবলE)
9. Professional( ডাবল S)
10. Aggression (ডাবলG, ডাবলS)
11.Challenge (ডাবল L)
12. Occasion (ডাবল C , শন-এ S )
13.Perseverance(V এর পরE এবং R এর পর A )
14.Transparency (
15.Restaurant ( মনে রাখুন রেসটাউর্যান্ট >> T এর পর A ,U এবং Rএর পর A )
16.Depression (ডাবল S )
17. Catalogue( শেষে gue)
18. Collaegue (
19. Maintenance(T‘র পর E এবং N এর পর A)
20. Expedient (D এর পর I)
21.Intention (শন এ T)
22.Recession (ডাবল S)
23. Acquaintance (Q এরপর U ,Aএবং টির পর A )
24. Questionnaire (কোয়েসশন নাইরে)
25.Quarrel ( Q এরপরU A এবং ডাবল R)
26.Triumph
27. Conveyance
28.Fulfill(ফুল এ ডাবল L নয়)
29. Dysentery (D এরপর Y )
30. Cholera
31.Abhorrence (ডাবল R)
32.Posthumous
33.Secretariat (এটা মনে রাখুন riat । টির পর কিছু নাই।
34.Supercilious
35.Ascertain( A এরপর S )
36.Millennium(ডাবল Lও N)
37.Millionaire (মিল্লিওনাইর)
38.Bouquet
39. Collaboration(ডাবল L)
40. Dilemma (ডাবল M )
41.Accommodation (ডাবল C ও ডাবল M)
42.Possession (ডাবল ডাবল S)
43.Tuberculosis( এল এরপর ও)
44. Accessories( ডাবল C, ডাবল S)
45.Attainment ( ডাবল T)
46. Discussion (ডাবল S)
47.Achievement (ch এর পর I তারপর E )
48. Messenger (ডাবল Sও GপরE )
49. Marriage( শেষের age)
50. Beginning (ডাবল N )
51. Indispensable( S এরপরA , I নয় )
52.Transfiguration
53.Attendance (ডাবলT)
54.Receive (C পর E তারপর I)
55. Belief / Believe (L এর পর আগে I তারপর E)
56.Scintillation (প্রথমের S)
57. Commentary (ডাবল M ও টি‘র পর A)
58.Heterogeneous (এটা >neous)
59. Commission (ডাবল M , ডাবল S )
বিসিএস প্রস্তুতি এবং ব্যাংক ও শিক্ষক নিয়োগ সহ প্রতিদিনের প্রকাশিত সকল চাকুরির বিজ্ঞপ্তি একত্রে পেতে আমাদের ওয়েবসাইটে এ জয়েন করুন এবং পোস্টটি শেয়ার দিতে ভুলবেন না।