Quality ঠিক রেখে HD ছবির MB সাইজ কমিয়ে আনুন ইচ্ছে মতো।

ছবির সাইজ কমানোর উপায়ঃ- যত দিন যাচ্ছে প্রযুক্তি যেনো আরো ততোই সহজ হচ্ছে। এখন হাতে থাকা ছোট একটি স্মার্টফোন দিয়েই অনেক জটিল জটিল কাজ করে ফেলা যায়।

বর্তমানে ভালো মানের স্মার্টফোনে যুক্ত করা হয়েছে ৪৮ ম্যাগাপিক্সেল ক্যামেরা আবার কিছু কিছু ফোনে তো চারটি পর্যন্ত ক্যামেরা দেওয়া হয়ে থাকে।

ছবির সাইজ কমানোর উপায়। High Quality সম্পন্ন Picture গুলোর Resolution না হারিয়ে কিভাবে সাইজ অনেক কমিয়ে আনা যায়। কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমিয়ে আনবো
How To Compress Image Size Bangla Tutorial.

যার ফলে এখন হাতের স্মার্টফোন দিয়েই অনেক হাই কোয়ালিটি সম্পন্ন ছবি তুলা যায়। তবে সমস্যা হলো এসব ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবির সাইজ অনেক বড় হয়ে যায়।

আর এসব বড় সাইজের ছবিগুলো ফোনের স্টোরেজ এ অনেক বেশি পরিমাণ জায়গা দখল করে রাখে। আবার অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ওয়েবসাইটে এসব ছবি আপলোড দিতে কিংবা অন্য কারো সাথে শেয়ার করতেও সমস্যায় পড়তে হয়।

আর আমরা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করি তারা জানি একটি ওয়েবসাইটের পেজ লোডিং স্পিড বৃদ্ধি বা ফাস্ট থাকা কতটা গুরুত্বপূর্ণ।

কিন্তু ওয়েবসাইটে ব্যবহৃত ইমজের সাইজ যদি বেশি থাকে কিংবা ইমেজ সাইজ যদি অপটিমাইজ না করা হয়, তাহলে পেজ সাইজ বেড়ে যায়।

যার কারণে সাইটের স্পিড অনেক কমে যায় এবং কন্টেন্ট সার্চ ইঞ্জিনে র‍্যাংক হতে সমস্যা হয়। তাই ইমেজের সাইজ কমিয়ে আনা অনেক গুরুত্বপূর্ণ।

তবে আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে চলেছেন আপনার এসব High Quality সম্পন্ন Picture গুলোর Resolution না হারিয়ে কিভাবে সাইজ অনেক কমিয়ে আনা যায়।

তাও আবার কোনো প্রকার ছবির সাইজ কমানোর অ্যাপ ডাউনলোড করা ছাড়াই। চলুন বিস্তারিত জেনে নিই।

কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমিয়ে আনবো কিভাবে?

০১ঃ কোনো ছবি কমপ্রেস করতে প্রথমে www.jpeg-optimizer.com ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। উক্ত সাইটটিতে প্রবেশ করা মাত্রই নিচের চিত্রের মতো অপশনগুলো দেখতে পাবেন।

ছবির সাইজ কমানোর উপায়। High Quality সম্পন্ন Picture গুলোর Resolution না হারিয়ে কিভাবে সাইজ অনেক কমিয়ে আনা যায়। কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমিয়ে আনবো
How To Compress Image Size.


০২ঃ এবার 'Choose File' অপশনে ক্লিক করুন এবং আপনি যে ছবিটির সাইজ কমিয়ে আনতে চাচ্ছেন সেটি গ্যালারি থেকে বাছাই করুন।

০৩ঃ Compress Image এর ঘরে ছবিটির ০-৯৯ এর মধ্যে আপনি কতো লেভেল পর্যন্ত কমপ্রেস করতে চান তা লিখুন। যা ডিফল্ট হিসেবে ৬৫ থাকবে। এখানে আপনি ৯৯ এর যতো কম লিখবেন ছবির সাইজও ততই কমে আসবে।

তবে বেশি কমিয়ে ফেললে ছবির কোয়ালিটি ঠিক নাও থাকতে পারে। তাই আপনি সর্বদা চেষ্টা করবেন এই লেভেল যতটা সম্ভব বাড়িয়ে রেখে কিভাবে ছবির সাইজ কমিয়ে আনা যায়।

০৪ঃ তার নিচের অপশন 'Resize Photo'  আপনি তখনি ব্যবহার করবেন যখন আপনি ছবির আকার পরিবর্তন করতে চাবেন।

আর যদি ছবির আকার পরিবর্তন করতে না চান তাহলে এই অপশনটি থেকে টিক মার্ক উঠিয়ে দিন।

০৫ঃ এবার 'Optimize Photo' বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। আর যদি ইমেজের সাইজ বেশি বড় হয় তাহলে পরবর্তী পেজে যেতে কিছুটা সময় বেশি লাগতে পারে।

ছবির সাইজ কমানোর উপায়। High Quality সম্পন্ন Picture গুলোর Resolution না হারিয়ে কিভাবে সাইজ অনেক কমিয়ে আনা যায়। কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমিয়ে আনবো
How To Compress Photo Size Bangla Tutorial. 


০৬ঃ এবার আপনার কমপ্রেস করা ছবিটি দেখতে পাবেন সাথে ছবিটির পূর্বের ও কমপ্রেস করার পরের সাইজ লেখা দেখতে পাবেন। ছবির সাইজ ও কোয়ালিটি পছন্দ হলে ছবিটিতে চাপ দিয়ে ধরে থাকুন।

ছবির সাইজ কমানোর উপায়। High Quality সম্পন্ন Picture গুলোর Resolution না হারিয়ে কিভাবে সাইজ অনেক কমিয়ে আনা যায়। কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমিয়ে আনবো
How To Compress Picture Size Bangla Tutorial. 


এর ফলে অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে 'Download Image' লেখায় ক্লিক করে কমপ্রেস করা ছবিটি ডাউনলোড করুন।

আর যদি ছবির কোয়ালিটি কিংবা সাইজ আপনার মনের মতো না হয় তাহলে ব্যাকে এসে Compress Image এর ঘরে লেভেল সংখ্যাটি বাড়িয়ে-কমিয়ে নিয়ে আবার 'Optimize Photo' বাটনে ক্লিক করে কমপ্রেস করে নিবেন।

ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন