বাংলালিংক সিমের অফার ২০২১- 'টেক রবিন' ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোস্টটি শুরু করছি।
বরাবরের মতো আজকে হাজির হয়েছি বাংলালিংক সিমের নতুন অফার নিয়ে। স্বাধীনতার ৫০ বছরের উচ্ছ্বাসে বাংলালিংক সিম দিচ্ছে মিনিটে মিনিটে ফ্রি GB ও SMS।
মিনিটে সবার আগে ৫০ টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ৪ দিন মেয়াদের ১GB ইন্টারনেট এবং ১০০ এসএমএস একদম ফ্রি! তাই এখনি রাচার্জ করুন আপনার অথবা আপনার প্রিয়জনের বাংলালিংক সিমে।
বাংলালিংক সিম অফার ২০২১। |
চলুন অফারটির বিস্তারিত জেনেনেই:
•সকল বাংলালিংক প্রিপেইড এবং সিএনসি গ্রাহকেরা এই স্পেশাল অফারের জন্য যোগ্য হবেন।
•এই অফারটি ৫০ টাকা রিচার্জ করার মাধ্যমে যেকোনো চ্যানেল থেকে নিতে পারবেন।
•অফার চলাকালীন সময়, সর্বপ্রথম গ্রাহক (আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে) প্রতি মিনিটে ৫০ টাকা রিচার্জ করে, ৪ দিন মেয়াদে ১GB ইন্টারনেট বোনাস এবং ১০০ এসএমএস পাবেন একদম ফ্রি।
•প্রতিদিন সর্বাধিক ৬০ জন গ্রাহক অফার সময়কালে প্রতি ঘন্টায় উপরের অফারটি পাবেন।
•আপনি চাইলে এই অফারটি MyBL মোবাইল অ্যাপ দিয়েও কিনতে পারবেন।
•আর রিচার্জ করা ৫০ টাকা আপনার মূল অ্যাকাউন্টের ব্যালেন্সে যুক্ত হবে।
•এই রিচার্জ-ভিত্তিক বোনাস অফারটি উপভোগ করার সময় গ্রাহকরা বান্ডেল / কল রেট / অন্যান্য অফার উপভোগ করতে পারবেন।
•রিচার্জের সময় থেকে ২৪ ঘন্টার মধ্যে বোনাস ইন্টারনেট এবং এসএমএস বিতরণ করা হবে।
•গ্রাহকেরা অফার চলাকালীন সময়ে যতবার চান এই অফারটি নিতে পারবেন।
•গ্রাহকরা *১২১*১০০# ডায়াল করে বোনাস ব্যালান্স চেক করতে পারবেন।
•এই অফারটি সীমিত সময়ের জন্য।
বাংলালিংক সহ সকল সিমের অফার ও বিকাশের বিভিন্ন ফ্রি অফার পেতে আমাদের টেক রবিন ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। আর পূর্বে করা আরো বিভিন্ন অফারের পোস্টগুলো দেখতে পাবেন আমাদের Daily Offer ক্যাটাগরিতে।
'টেক রবিন' এর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।