মোবাইলের এপ্লিকেশনগুলোর মেগাবাইট কেন অনেক বৃদ্ধি পায়, আর কিভাবে মেগাবাইট কমিয়ে আগের অবস্থানে নিয়ে আসা যায়? জেনে নিন সবকিছু - TechRobin

মোবাইলের এপ্লিকেশনগুলো মেগাবাইট কেন অনেক বৃদ্ধি পায়, আর কিভাবে মেগাবাইট কমিয়ে আগের অবস্থানেে নিয়ে আসা যায়? জেনে নিন সবকিছু - TechRobin


আমাদের স্মার্টফোনের Play Store এ যদি কোন অ্যাপ-এর সাইজ ৭০ এমবি দেওয়া থাকে, আর তা ডাউনলোড করার পর দেখা যায় যে, এর সাইজ ১৫০-২০০ এমবি হয়ে গেছে। এর কারন কী?


মূলত এর কারন হলো অ্যাপটি ফোনে ইন্সটল হওয়ার পর পরই তা ফোনের Ram এবং ফোনের জায়গা দখল করতে থাকে। আপনি যখন কোন অ্যাপ ব্যাবহার করেন তখন আ্যপগুলো প্রয়োজনীয় Data সংরক্ষণ করতে থাকে এবং ক্যাশ তৈরি করে থাকে ফলে আপনার ব্যবহৃত অ্যাপ এর সাইজটা নিয়মিত বাড়তে থাকে। 


এছাড়া নিয়মিত অ্যাপ আপডেট (update) করলেও এর মেগাবাইট বেড়ে যায়। আপনি Clear Data মেরে আগের অবস্থানে নিতে পারবেন তবে ওই অ্যাপে থাকা সব তথ্য মুছে যাবে এবং কিছুদিন ব্যাবহার করলে আবার আগের মতোই হয়ে যাবে। কাজেই আপনি যাই করেন না কেনো অ্যাপগুলোকে আগের অবস্থায় নিতে পারবেন না।


প্রিয় পাঠক,

নিয়মিত প্রযুক্তি বিষয়ক সকল তথ্য এবং সমাধান পেতে আমাদের সাথে থাকুন, প্রতিনিয়ত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটটি।

Post a Comment

Previous Post Next Post