নিজের নামে রিংটোন বাংলা- আমরা সবাই চাই আমাদের ফোনে মনের মতো একটা রিংটোন সেট করতে। যাতে কল আসলে ফোনের রিংটোনটি শুনে সবারই পছন্দ হয়।
Nijer Name A Ringtone Download. |
আর তার জন্য ভালো একটা রিংটোন খুজতে আমাদের অনেক বেগ পেতে হয়। কেমন হয় যদি নিজের নামে রিংটোন ডাউনলোড করে ফোনে সেট করা যায়?
নিজের নামের রিংটোন তৈরি করার নিয়ম আজকে আমি আপনাদের শিখাবো। যাতে আপনার ফোনে রিং বাজলে সবাই শুনে অবাক হয়ে যায়।
অনলাইনে নিজের নামে রিংটোন বানানোর সফটওয়্যার অনেক রয়েছে। তবে নিজের নামের রিংটোন ডাউনলোড করার জন্য সেগুলো থেকে ভালো কোনো সফটওয়্যার খুঁজে পাওয়া দুষ্কর।
তাই এসব নিজের নামে রিংটোন এর সফটওয়্যারগুলোর পেচনে না ছুটে আমরা শিখবো খুব সহজে এবং কোনো প্রকার সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াই কম্পিউটার কিংবা মোবাইলে কিভাবে নিজের নামে রিংটোন করা হয়। চলুন জেনে নিই নিজের নাম দিয়ে কিভাবে রিংটোন বানানো যায়ঃ-
নিজের নামে রিংটোন করার পদ্ধতি-১ঃ
নিজের নামে রিংটোন তৈরি করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে যান। এবং নিচের চিত্র ও বর্ণনা অনুসরণ করুন।
Step-1: 'Enter Your Name' লেখা ঘরে আপনি যে নামে রিংটোন তৈরি করতে চাচ্ছেন সেই নাম দিন।নামটি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।
Step-2: স্টেপ টু'তে আপনার ফোনে কল আসলে কি ধরনের মেসেজ আপনি চান সেটা সেট করতে হবে। যেমন আমি দিচ্ছি 'Please pickup the call'। কল আসলে এই কথাটা বলবে। অথবা আপনি চাইলে 'Add Your Custom Messege' বাছাই করে আপনার ইচ্ছে অনুযায়ী লিখে দিতে পারবেন।
Step-3: স্টেপ থ্রি'তে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাছাই করতে হবে।
তারপর নিচের 'Make Ringtone' অপশনে ক্লিক করলেই আপনার নিজের নাম দিয়ে Ringtone তৈরি হয়ে যাবে। এখন চলুন জেনে নিই তৈরিকৃত নিজের নামে রিংটোন কিভাবে ডাউনলোড করে।
'Make Ringtone' লেখায় ক্লিক করলেই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখান থেকে প্লে বাটনে ক্লিক করে রিংটোনটি শুনতে পারবেন। আর ডাউনলোড করতে 'Download Mp3' লেখায় ক্লিক করুন। (উপরের চিত্রটি লক্ষ্য করুন।)
নিজের নামে রিংটোন তৈরি করার পদ্ধতি-২ঃ
২য় পদ্ধতি ১ম পদ্ধতি থেকে অনেক সুবিধাজনক। কারণ এই পদ্ধতিতে সুবিধা হচ্ছে যে, এখানে আগে থেকেই আপনার নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করা রয়েছে।
আপনাকে শুধু ডাউনলোড করতে হবে। কষ্ট করে কাস্টোমাইজ বা তৈরি করার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার নাম লিখে সার্চ করলেই নিজের নামের অসংখ্য রিংটোন পাওয়া যাবেন।
এই পদ্ধতিতে নিজের নামে রিংটোন পাওয়ার জন্য প্রথমে FDMR ওয়েবসাইটের লিংকে প্রবেশ করুন। তারপর নতুন পেজে একটি সার্চ বক্স ওপেন হবে। সেখানে আপনার নাম লিখে সার্চ করুন।
পরবর্তী পেজে আপনার নামে বিভিন্ন ধরনের রিংটোন দেখতে পাবেন। তারপর আপনার পছন্দমত রিংটোনে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। সেখান থেকে 'DOWNLOAD' লেখায় ক্লিক করলেই রিংটোনটি ডাউনলোড হওয়া শুরু হবে।
নিজের নামে রিংটোন ডাউনলোড করা শেষ হলে মোবাইলে সেট করে নিবেন।
সকলকে ধন্যবাদ।
জনাবনুরহূসেন
উত্তরমুছুনমন্ডল
সজিব
উত্তরমুছুনNice
উত্তরমুছুনThanks For Your Comment.
উত্তরমুছুনRIYAD
উত্তরমুছুনSobuj
মুছুনmd saydul Islam
উত্তরমুছুনদিলোয়ার হোসেন
উত্তরমুছুন