বিকাশ অ্যাপ থেকে ট্রান্সফার মানি করে নিয়ে নিন ১০০ টাকা ক্যাশব্যাক।

বিকাশ ক্যাশব্যাক অফার ২০২১ঃ- আপনার বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন মুহূর্তেই! আর প্রথমবারের মতো বিকাশ অ্যাপ থেকে ট্রান্সফার মানি করলে পাবেন সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গ্রাহকরা বিকাশ থেকে শুধুমাত্র ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের একাউন্টে টাকা পাঠাতে পারবেন।

বিকাশ ক্যাশব্যাক অফার ২০২১, আজকের বিকাশ অফার, নিউ বিকাশ অফার, নতুন বিকাশ অফার, বিকাশ সেন্ডমানি অফার।
Bkash Cashback Offer 2021.


অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।

অফারের শর্তাবলী:

✹ ট্রান্সফার মানি সার্ভিস দিয়ে শুধুমাত্র ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।

✹ যারা আগে কখনোই বিকাশ অ্যাপের মাধ্যমে ট্রান্সফার মানি করেন নি এই অফারটি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য।

✹ অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।

✹ অফার চলাকালীন এই অফারটি  ১ বার উপভোগ করতে পারবেন।

✹ ক্যাশব্যাক পাবেন লেনদেনের পরবর্তী ২-৩ কার্যদিবসের মধ্যে।

অফারের বিস্তারিত:

✹ কোন প্রতারণাপূর্ণ কার্যকলাপ শনাক্ত করা হলে সেই বিকাশ একাউন্ট বাতিল করে দেওয়ার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

✹ আপনার সক্রিয় বিকাশ একাউন্ট থাকা সাপেক্ষে অফারের শর্তাবলী পূরণ করলে ক্যাশব্যাক পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

✹ ক্যাশব্যাক পেতে আপনার একাউন্টের ইনকামিং লেনদেন অ্যাক্টিভ থাকতে হবে। একাউন্টের স্ট্যাটাসজনিত কারণে ক্যাশব্যাক প্রদান করা সম্ভব না হলে আপনি এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাবেন না।

✹ কাস্টমার একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোন অজানা কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষে বিকাশ দুই মাসের মধ্যে আবার একবার ক্যাশব্যাকের অর্থ প্রদানের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোন চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের  জন্য আর বিবেচিত থাকবেন না।  

✹ সফলভাবে লেনদেন সম্পন্ন করলে গ্রাহক একাউন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেয়া হবে।

✹ বিকাশ এবং ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদির পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

✹ কোন নির্দিষ্ট ট্রানজ্যাকশন এবং/অথবা গ্রাহক ট্রানজ্যাকশন কার্যক্রম যদি এরূপ কোন যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ এবং পার্টনার ব্যাংকগুলো গ্রাহকের পে আউট বাতিলের অধিকার সংরক্ষণ করে। 

✹ বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং ব্যাংকের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

✹ গ্রাহককে অবশ্যই নিজ দায়িত্বে সঠিক ব্যাংক একাউন্ট অ্যাড করতে হবে।

ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports