বর্ডার গার্ড বাংলাদেশ এ ১৮টি পদে মোট ২৪৪ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজিবি এর সার্কুলার অনুযায়ী পদসমূহে যোগ্যতা থাকা শর্তে আবেদন করতে পারেন আপনিও। অনলাইনে আবেদন করা যাবে ১৬ জানুয়ারি হতে ২২ জানুয়ারি ২০২১ পর্যন্ত। BGB job circular 2021 সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নাম: ইমাম/আরটি (পুরুষ)।
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল পাশ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: মোয়াজ্জিন (পুরুষ)।
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: আলিম পাশ।
পদের নাম: অফিস সহকারী (পুরুষ)।
পদ সংখ্যা: ২১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমান পাশ।
পদের নাম: মিডওয়াইফ (মহিলা)।
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমান পাশ।
পদের নাম: সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)।
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমান পাশ।
পদের নাম: গ্রীজার (পুরুষ)।
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমান পাশ।
Border Guard Bangladesh BGB Civil Job Circular 2021
পদের নাম: সুকানী (পুরুষ)।
পদ সংখ্যা: ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমান পাশ।
পদের নাম: কার্পেন্টার (পুরুষ)।
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
পদের নাম: টেইলর (পুরুষ)।
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
পদের নাম: লিফট অপারেটর (পুরুষ)।
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমান পাশ।
পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস) (পুরুষ)।
পদ সংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
পদের নাম: প্লাম্বার (পুরুষ)।
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
পদের নাম: বুটমেকার (পুরুষ)।
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
পদের নাম: মালী (পুরুষ)।
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
পদের নাম: বাবুর্চি (পুরুষ)।
পদ সংখ্যা: ১০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
BGB job circular 2021
পদের নাম: পরিচ্ছন্নতা-কর্মী (পুরুষ)।
পদ সংখ্যা: ৩১ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
পদের নাম: পরিচ্ছন্নতা-কর্মী (মহিলা)।
পদ সংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
পদের নাম: মেসওয়েটার (পুরুষ)।
পদ সংখ্যা: ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
পদের নাম: আয়া (মাহিলা)।
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
শারীরিক যোগাতা: উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১.৪২২ মিটার।
ওজন: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি | তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কমবেশী হতে পারে।
বুকের মাপ: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৩২” – ৩৪” এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩০” – ৩২” ।
উভয় ক্ষেত্রে সম্প্রসারণ: (২” কমপক্ষে)।
দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।
বয়স:
ক। অবিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ০১-৬-২০২১ তারিখে বয়স ১৮ হতে ৩০ বছর হতে হবে।
খ। বিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।
ভর্তির স্থান ও তারিখ: রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস (SMS) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.bgb.gov.bd
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন: