ইউটিউব ভিডিওর টাইটেল ও ডেসক্রিপশনের লেখা Copy করবেন যেভাবে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি, অনেক ভালো আছেন? টেক রবিন ওয়েবসাইটে আপনাকে আরো একবার স্বাগতম।

আজকে আমি আপনাদের মাঝে ইউটিউবের ছোট একটি টিপস নিয়ে হাজির হয়েছি।

আসলে ছোট কোনো কিছুও না জানা পর্যন্ত খুবই কঠিন ও প্রায় অসাধ্য বিষয় হয়ে দারায়।

ইউটিউব ভিডিওর টাইটেল ও ডেসক্রিপশনের লেখা Copy করবেন যেভাবে।

আজকে আমরা জানতে চলেছি, কীভাবে খুব সহজে যেকোনো ইউটিউব ভিডিওর টাইটেল (Title) ও ডেসক্রিপশন (Description) এর লেখাগুলো Copy করা যায়।

আমারা ইউটিউবের ভিডিওগুলো সাধারণত স্মার্টফোনের YouTube অ্যাপ্লিকেশন দিয়ে দেখে থাকি।

আর এই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও দেখার বিশেষ কিছু সুযোগ সুবিধাও রয়েছে।

আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে, উক্ত অ্যাপ্লিকেশন দিয়ে ইউটিউব ভিডিও দেখার সময় কোনো ভিডিওর টাইটেল বা ডেসক্রিপশনের লেখা কপি করা যায়না

হয়তোবা আপনি কখনো কোনো ভিডিওর লেখা কপি করতে গিয়েও ব্যার্থ হয়েছেন।

তবে আজকে আমি এ পোস্টের মাধ্যমে ইউটিউবের একটি টিপস শেয়ার করতে চলেছি যে, কীভাবে যেকোনো ইউটিউব ভিডিওর টাইটেল বা ডেসক্রিপশনের লেখা খুব সহজেই কপি করতে পারবেন। চলুন শুরু করে দেই:-

ইউটিউব ভিডিওর টাইটেল ও ডেসক্রিপশনের লেখা কপি করবো কীভাবে?


প্রথমে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটিতে প্রবেশ করুন। অর্থাৎ আপনি যে ইউটিউব ভিডিওটির টাইটেল বা ডেসক্রিপশনের লেখা কপি করতে চাচ্ছেন সেই ভিডিওতে Play করুন।

✿ তারপর ভিডিওটির নিচে ‘Share’ লেখায় ক্লিক করুন।

এবং ‘Copy Link’ লেখায় ক্লিক করে ভিডিওটির লিংক কপি করে নিন।

✿ তারপর Youtube থেকে বেরিয়ে আসুন এবং মোবাইলের গুগল ক্রোম (Chrome) বা অন্য যেকোনো ব্রাউজারে প্রবেশ করুন।

✿ ব্রাউজারটির এড্রেস বারে আপনার কপি করা লিংকটি বসিয়ে দিয়ে ইন্টার করে দিন।

✿ ভিডিওটিতে প্রবেশ করার পর টাইটেল কিংবা ডেসক্রিপশনের যে অংশটুকু কপি করতে চাচ্ছেন তাতে লং প্রেস করুন বা দীর্ঘ চাপ দিন।

✿ এরপর আপনি যে অংশটুকু কপি করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন এবং Copy করুন।
ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post