মোবাইল দিয়ে ফেসবুক আইডি ডিলিট করার নতুন নিয়ম জেনে নিন।

ফেসবুক আইডি চিরতরে ডিলিট করার নিয়ম। | ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাদের দেশে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যিনি ইন্টারনেট ব্যবহার করে অথচ ফেসবুক চালায় না।

আমাদের প্রায় সবারই ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে যা আমরা কম-বেশি ব্যবহার করে থাকি। অনেকেই একের অধিক ফেসবুক আইডি খুলে বসে থাকে।

একের অধিক ফেসবুক আইডি থাকা অনুচিত। এতে অন্যান্য বন্ধুরা বিরক্ত হয়। আপনি হয়তো মোটেও অন্যের বিরক্তির কারণ হতে চাইবেন না!

মোবাইল দিয়ে ফেসবুক আইডি ডিলিট করার নতুন নিয়ম জেনে নিন।

তাই প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে, একের অধিক ফেসবুক আইডি খুলে থাকলে একটি রেখে বাকি আইডিগুলো ডিলিট করে দেওয়া বুদ্ধিমানের কাজ।

কেউ কেউ আবার বন্ধুদের সাথে মজা করার জন্য ফেইক আইডি খুলে চালায়! যা গুরুতর অন্যায়।

অনেকেই আবার ফেসবুকে এতটা আসক্তি হয়ে পরেছে যে, পড়াশোনা, কাজ-কর্ম ছেড়ে সারা দিন শুধু ফেসবুকে পড়ে থাকে।

একটা সময় যখন সে বিষয়টির ভয়াবহতা বুঝতে পারে তখন বলে, “আমার ফেসবুক আইডি ডিলিট করতে চাই।”

আর নিজের ফেসবুক আইডি ডিলিট করার উপায় জানতে অনলাইনে, “কিভাবে নিজের ফেসবুক আইডি ডিলেট করব? ফেসবুক আইডি কিভাবে ডিলিট করা যায়? কিভাবে ফেসবুক আইডি ডিলেট করতে হয়?” ইত্যাদি ইত্যাদি লিখে খোঁজ করেন।

আর বিভিন্ন ওয়েবসাইটে দেখানো ফেসবুক আইডি ডিলেট করার নিয়ম হয়তো পুরোনো হয়ে গেছে যা সঠিক ভাবে কাজ করেনা।

আবার হয়তো আপনাকে সরাসরি ফেসবুক আইডি ডিলিট করার লিংক ধরিয়ে দিবে। যা দিয়ে আপনি ফেসবুক আইডি ডিলেট করার পদ্ধতি সঠিক ভাবে শিখতে পারেন না।

তবে আজকের এই টিউটোরিয়ালটি থেকে আমরা ফেসবুক আইডি চিরতরে ডিলিট করার উপায় জানবো।

ফেসবুক আইডি ডিলিট করলে কি হয়?

আজকের এই পোস্টের “ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম” মেনে কাজ করলে আইডি ফেরত পেতে ৩০ দিন সময় পাবেন।

৩০ দিন পার হয়ে গেলে আপনার ফেসবুক আইডি সহ আইডির সকল তথ্য চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে।

বন্ধুদের সাথে করা সকল মেসেজ, আইডিতে থাকা ছবি-ভিডিও, পোস্ট, সব। যা আর কোনো দিন ফিরে পাবেন না।

উক্ত আইডিতে যদি কোনো গ্রুপ বা পেজের দায়িত্বে থেকে থাকেন তাহলে সে দায়িত্ব থেকে রিমুভ হয়ে যাবেন।

আপনি যদি ডিলিট করা অ্যাকাউন্টের নাম্বারটি ব্যবহার করে পুনরায় আবার নতুন করে অ্যাকাউন্ট খুলেন তাহলেও আপনার ডিলিট করা অ্যাকাউন্টের কোনো তথ্য বা ডেটা ফিরে পাবেন না।

তাই আগে থেকেই সিদ্ধান্ত নিন আপনি আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করতে চান কিনা।

আর যদি চান, অল্প কিছু দিনের জন্য ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে রাখতে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিয়েক্টিভ করতে হবে।

আর যদি বলেন, “আমার ফেসবুক আইডি ডিলেট করতে চাই। কিভাবে ফেসবুক আইডি ডিলেট করবো?” তাহলে নিচে দেওয়া “ফেসবুক আইডি ডিলিট করার পদ্ধতি” অনুসরণ করুন।

কিভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয়? | ফেসবুক আইডি নষ্ট করার উপায়।

০১: প্রথমে আপনার ডিলিট করতে চাওয়া ফেসবুক অ্যাকাউন্টটি লগিন করে নিন। তারপর উপরের মেনুবারে ডান পাশে প্রফাইল ছবি যুক্ত ত্রি রেখা অপশনটিতে ক্লিল করুন।

০২: এরপর Settings & Privacy লেখা অপশনে ক্লিক করুন।

০৩: এরপর Settings লেখা অপশনে প্রবেশ করুন।

০৪: Settings লেখা অপশনে প্রবেশ করার পর আরো বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেখান থেকে Profile Access And Control অপশনটিতে প্রবেশ করুন।

০৫: এরপর Deactivation And Deletion লেখায় ক্লিক করুন।

[সংক্ষিপ্ত নির্দেশনা: Settings & Privacy > Settings > Profile Access And Control > Deactivation And Deletion]

[বি:দ্র: উপরোক্ত পাঁচটি ধাপ না মেনে https://m.facebook.com/help/delete_account লিংকে ক্লিক করে সরাসরি ৬ নং ধাপে চলে যেতে পারবেন। তবে তার আগে অবশ্যই ডিলিট করতে চাওয়া অ্যাকাউন্টটি লগিন করে নিতে হবে।]

০৬: Deactivation And Deletion লেখায় ক্লিক করে পরবর্তী পেজে যাওয়ার পর Deactivation Account এবং Deletion Account নামে দুটি অপশন দেখতে পাবেন।

ফেসবুক প্রফাইল ডিলিট করতে Delete Account অপশনটি বাছাই করে Continue করতে হবে।

০৭: এই পেজে আপনার কাছে ফেসবুক আইডি ডিলিট করতে চাওয়ার কারণ জানতে চাইবে।

আপনি আপনার কারণটি বাছাই করে “Continue To Account Deletion” অপশনে ক্লিক করুন।

০৮: আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সকল তথ্য যেমন সকল ছবি, ভিডিও, পোষ্ট ইত্যাদি ডাউনলোড করে রাখতে চান তাহলে তা করতে পারবেন।

আপনার সকল তথ্য ডাউনলোড করে রাখার প্রয়োজন হলে Download Info বাটনে ক্লিক করে ডাউনলোড করে রাখুন। আর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে Delete Account বাটনে ক্লিক করুন।

০৯: এবার আপনাকে উক্ত অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে Continue করতে হবে।

১০: সর্বশেষ Delete Account এ ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে।

পরবর্তীতে উক্ত অ্যাকাউন্ট লগিন না করে এই অবস্থায় রেখে দিন, ৩০ দিন পর সেটি ডিলিট হয়ে যাবে।

ডিলিট করা ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়।

আপনি যদি কোনো কারণে ডিলিট হতে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট আবার ফেরত পেতে চান তাহলে আপনার হাতে সময় থাকবে ৩০ দিন।

ডিলিট এর জন্য আবেদন করার ৩০ দিনের মধ্যে যেকোনো সময় উক্ত অ্যাকাউন্ট আবার লগইন করলে Cancel Deletion নামে একটি অপশন পাবেন তাতে ক্লিক করলেই আর ডিলিট হবে না।

আর যদি Cancel Deletion এ ক্লিক না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ৩০ দিন পর চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। যা আর কখনো ফেরত পাবেন না।



Post a Comment

Previous Post Next Post