ফেসবুক পোস্টের কমেন্ট অপশন বন্ধ করার উপায়।

ফেসবুকে কমেন্ট করার অপশন বন্ধ করে কীভাবে?

ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের নিজস্ব একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যা আমরা কম-বেশি ব্যবহার করে থাকি।

ফেসবুকে প্রতিনিয়ত নিত্য নতুন ফিচার বা সেটিং আপডেট করা হচ্ছে। যা সম্পর্কে আমরা অনেকেই প্রথম অবস্থায় তেমন অবগত থাকি না।

ফেসবুক পোস্টের কমেন্ট অপশন বন্ধ করার উপায়।

প্রযুক্তি প্রিয় ডট কম সব সময় চেষ্টা করে ফেসবুকের সকল নতুন নতুন ফিচার ও আপডেটগুলো সবার আগে আপনাদের সাথে শেয়ার করতে।

তাই আজকের এই পোস্টটিতেও এমনই একটি ফেসবুক নতুন টিপস বা সেটিং শেয়ার করবো যা সম্পর্কে আমরা অনেকেই এখনো জানি না।

তা হলো কীভাবে ফেসবুকের কমেন্ট অপশন বন্ধ করা যায়।

আপনি যদি চান আপনার ফেসবুক প্রফাইলে আপলোড করা কোনো ছবি, ভিডিও কিংবা অন্য কোনো পোস্টে ফেসবুকের আম জনতা বা আপনার কোনো বন্ধু কমেন্ট করতে না পারুক তাহলে আপনি এই সেটিংটি কাজে লাগাতে পারেন।

যেকোনো ফেসবুক পোস্টের আপত্তিকর মন্তব্য করা ঠেকাতে এবং ফেসবুক প্রফাইল ছবির কমেন্ট অপশন হাইড করতেও এই নিয়মটি অনুসরণ করতে পারেন।

তাহলে চলুন ফেসবুক প্রফাইল পোস্টের Comment অপশন বন্ধ করার উপায় চিত্র সহ জেনে নেওয়া যাক।

ফেসবুক পোস্টের কমেন্ট অপশন বন্ধ করার উপায়।

০১. আপনার ফেসবুক প্রফাইলের আপলোড করা যেকোনো ছবি কিংবা যেকোনো পোস্টের কমেন্ট অপশন বন্ধ করতে প্রথমে Profile এ গিয়ে সেই ছবি বা পোস্টের ত্রি ডট (…) অপশনে ক্লিক করুন।

ফেসবুকের কমেন্ট অপশন বন্ধ করার উপায়।

০২. এরপর “Who Can Comment On Your Post?” লেখা অপশনে ক্লিক করুন।

ফেসবুকের কমেন্ট অপশন বন্ধ করার উপায়।

০৩. এবং সেখান থেকে “Profiles and Pages you mention” লেখা অপশনটি বাছাই করে Done বাটনে ক্লিক করুন।

ফেসবুকের কমেন্ট অপশন বন্ধ করার উপায়।

উল্লেখ্য, এখন আপনার ঐ পোস্টে আপনি ছাড়া আর কেউ কমেন্ট করতে পারবে না।

তবে ঐ পোস্টের কমেন্টে আপনি যেসব প্রফাইল এবং পেইজ মেনশন করবেন তারা কমেন্ট করার অনুমতি পাবে।

আর আপনার পুরনো কোনো ফেসবুক পোস্টের কমেন্ট অপশন হাইড করলে তাতে যদি পূর্বে থেকেই কমেন্ট করা থাকে সেসব কমেন্ট ঠিকই দেখা যাবে, তবে নতুন করে কমেন্ট করার সুযোগ পাবে না।

ফেসবুক কমেন্ট অপশন আবার আগের মতো সচল করতে উপরে দেওয়া ধাপগুলোই অনুসরণ করুন, শুধু “Profiles and Pages you mention” এর পরিবর্তে “Public” অথবা “Friends” বাছাই করতে হবে।

আশা করি, ফেসবুক পোস্টের কমেন্ট অপশন হাইড করার উপায় ভালো ভাবেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post