অতি দ্রুত জনপ্রিয়তা পাওয়া অ্যাপগুলোর মধ্যে অন্যতম হলো Tiktok অ্যাপ। টিকটক হচ্ছে একটি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।
আমরা ভিডিও বানাই বা না বানাই, ভিডিও দেখার জন্য হলেও আমাদের ফোনে টিকটক অ্যাপটি ইনস্টল করে রাখি।
অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই টিকটকে ভিডিও দেখে অনেক সময় ব্যয় করে থাকে। টিকটকে ভিডিও দেখতে অ্যাকাউন্ট খোলার বাধ্যবাধকতা নেই।
তবে আপনি যদি ভিডিও তৈরি করতে চান, কাউকে ফলো করতে চান, কারও ভিডিওতে লাইক-কমেন্ট করতে চান তাহলে অবশ্যই টিকটকে একটি অ্যাকাউন্ট থাকা চাই।
টিকটকে অ্যাকাউন্ট খুলতে মোবাইল অথবা ইমেইলের প্রয়োজন হয়। তবে চাইলে জিমেইন, ফেসবুক ও এক্স অ্যাকাউন্ট দিয়েও লগিন করা যায়।
টিকটক ব্যবহার করতে করতে কখনও কখনও আমাদের মনে হয় একটু বিরতি নেওয়া দরকার।
অন্তত কিছু দিন আর টিকটক ব্যবহার করব না। আমার টিকটকের ভিডিওগুলো আর মানুষের কাছে না পৌছাক।
মানুষজন আমার প্রফাইলে ঢুকে যেন কোনো ভিডিও না দেখতে পায় এবং আমাকে যেন আর ম্যাসেজ করতে না পারুক। কিন্তু পরবর্তীতে যখন ইচ্ছে হবে আবার টিকটকে ফিরে আসব।
তবে এরজন্য তো আর একটি একটি করে ভিডিও ধরে ধরে প্রাইভেসি পরিবর্তন করা সম্ভব না! আর মানুষজনও খুব সহজেই টিকটকে আমাকে খোজে পাবে। তাহলে উপায় কী?
আপনি যদি সাময়িক সময়ের জন্য আপনার টিকটক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে রাখতে চান তাহলে টিকটকের সেটিং থেকে আপনার টিকটক অ্যাকাউন্ট ডিয়েকটিভেট করে রাখতে পারেন।
এবং আপনার ইচ্ছে অনুযায়ী যেকোনো সময় আবার আগের মতো একটিভ করে রাখতে পারেন।
প্রযুক্তি প্রিয়‘র আজকের এই আর্টিকেলে আমরা জানবো, টিকটক আইডি ডিয়েকটিভেট করলে কী হয়, কীভাবে টিকটক আইডি ডিয়েকটিভেট করা যায় এবং পরবর্তীতে কীভাবে আবার তা একটিভ করা যায়।
টিকটক অ্যাকাউন্ট ডিয়েকটিভেট করলে কী ঘটবে?
আপনি যদি আপনার টিকটক আইডি ডিয়েকটিভেট করেন তাহলে:
- কেউ আপনার অ্যাকাউন্ট এবং কন্টেন্ট দেখতে পাবে না।
- তথ্য যা আপনার অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয় না, যেমন ডিরেক্ট ম্যাসেজ, তখনও অন্যদের কাছে দৃশ্যমান হতে পারে।
- আপনার নাম বা ইউজার নেইম দিয়ে সার্চ করেও কেউ আপনাকে খোজে পাবে না।
- TikTok আপনার ডেটা রাখা চালিয়ে যাবে যাতে আপনি আপনার অ্যাকাউন্ট পুনরায় একটিভ করার সময় এটি পুনরুদ্ধার করতে পারেন।
- আপনি আপনার অ্যাকাউন্ট পুনরায় একটিভ করতে পারবেন এবং একই ই-মেইল/ফোন নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে যেকোনো সময় সমস্ত কন্টেন্ট পুনরুদ্ধার করতে পারেন৷
- আপনার টিকটক অ্যাকাউন্ট ততক্ষণ পর্যন্ত ডিয়েকটিভ অবস্থায় থাকবে আপনি যতক্ষণ পর্যন্ত আর লগিন না করেন।
টিকটক অ্যাকাউন্ট ডিয়েকটিভেট করার নিয়ম।
আপনার ব্যবহৃত টিকটক অ্যাকাউন্ট ডিয়েকটিভেট করার জন্য আপনার মোবাইল ফোনে থাকা Tiktok অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করুন। এবং নিচে দেওয়া নির্দেশনাগুলো হুবুহু অনুসরণ করুন।
০১. Tiktok অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর টিকটকের মেনু বারে কয়েকটি আইকন দেখতে পাবেন। যেমন: Home, Inbox, Profile ইত্যাদি।
আপনি এখানে থাকা Profile আইকনে চলে যান। যেটি মেনুবারের একদম বাম পাশে রয়েছে।
০২. আপনার টিকটক প্রফাইলে প্রবেশ করার পর সবার উপরে ডান পাশে তিনটি রেখা দেখতে পাবেন আপনি তাতে ক্লিক করুন।
০৩. সবার উপরে ডান পাশে তিনটি রেখায় ক্লিক করলে আপনার সামনে কয়েকটি অপশন এসে হাজির হবে। সেখান থেকে আপনি “Settings and privacy” লেখা অপশনে প্রবেশ করুন।
০৪. “Settings and privacy”-তে প্রবেশ করার পর আপনি আরো অনেক অপশন দেখতে পাবেন, যেগুলো দেখার প্রয়োজন নেই আপনার।
আপনি শুধুমাত্র সবার উপরে থাকা Account লেখা অপশনে প্রবেশ করুন। যার ভেতর আপনি আপনার অ্যাকাউন্টের সকল সেটিংস পেয়ে যাবেন।
০৫. নীচে স্ক্রোল করুন এবং “Deactivate or delete account” লেখা অপশনে আলতো চাপুন।
০৬. পরবর্তী পেইজে “Deactivate Account” এবং “Delete account permanently” নামের দুটি অপশন দেখতে পাবেন। টিকটক আইডি ডিয়েকটিভেট করতে “Deactivate Account” লেখা অপশনে প্রবেশ করুন।
০৭. আপনার টিকটক আইডি ডিয়েকটিভেট করলে কী ঘটবে পরবর্তী পেইজে তা লেখা থাকবে। আপনি নিচে Deactivate লেখা বাটনটিতে ক্লিক করুন।
০৮. আপনি যে ই-মেইল বা ফোন নাম্বার ব্যবহার করে আপনার টিকটক অ্যাকাউন্টটি খুলেছিলেন তাতে ৬ সংখ্যার একটি পিন কোড পাঠানো হবে।
আপনাকে তা লিখে দিয়ে “Deactivate Account” লেখা বাটনে ক্লিক করতে হবে।
০৯. পরবর্তী এবং সর্বশেষ ধাপে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি সত্যিই আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিয়েকটিভেট করতে চান কিনা।
আপনি চাইলে Cancel করে দিয়ে পারেন অথবা Deactivate বাটবে ক্লিক করে ডিয়েকটিভেট করে ফেলতে পারেন।
টিকটক অ্যাকাউন্ট ডিয়েকটিভেট থেকে একটিভ করার নিয়ম।
আপনার টিকটক অ্যাকাউন্ট ডিয়েকটিভেট থেকে একটিভ করতে অ্যাকাউন্টের ইমেইল/ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তাহলেই আপনার অ্যাকাউন্ট আবার আগের মতন একটিভ হয়ে যাবে।