ইকামা না থাকলে বা ইকামা না হলে জেল জরিমানা ছাড়া কিভাবে দেশে যাওয়া যায়?
এছাড়া কোন নিয়মে গেলে আবার নতুন ভিসায় আসা যাবে?
ইকামা হয়নি বা ইকামার মেয়াদ নেই এমন লোকদের স্পেশাল এক্সিট ২০১৮ সাল থেকে চলমান আছে।
দুইভাবে স্পেশাল এক্সিট আবেদন করা যায়।
- দূতাবাসের মাধ্যমে।
- সরাসরি মক্তব আল আমেলের মাধ্যমে।
প্রথমে আলোচনা করি দূতাবাসের মাধ্যমে আবেদন বিষয়ে:
স্পেশাল এক্সিট আবেদনের আগে সিউর হতে হবে আপনার কফিল বা কোম্পানি কোন মক্তব আল আমেলের অধীনে।
সিউর না হলে এক্সিট ক্যান্সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
কফিল রিয়াদ দূতাবাসের অধীনে হলে সরাসরি দূতাবাসে গিয়ে অথবা কন্সুলেট টিমের কাছে আবেদন করা যায়।
চাইলে Embassy Of Riyadh Bangladesh এর ওয়েবসাইট থেকেও আবেদন করা যায়।
কফিলের মক্তব আল আমেল জেদ্দা কন্সুলেটের আন্ডারে হলে সরাসরি কন্সুলেট অথবা সফর টিমের কাছে আবেদন করতে পারবেন।
দূতাবাসে আবেদন করতে যা যা লাগে:
ইকামা হলে ইকামার কপি, ইকামা না হয়ে থাকলে ভিসার কপি ও পাসপোর্টের মূল পেইজের ফটোকপি।
আবেদন করার সাথে সাথে আবেদন নিশ্চিত করা হবে ম্যাসেজের মাধ্যমে।
প্রথম ম্যাসেজ আসার পর ২য় ম্যাসেজের জন্য অপেক্ষা করতে হবে।
২য় ম্যাসেজ আসতে কখনো দীর্ঘ সময় পর্যন্ত লেগে যায়, কারো কারো ১ বছর পর্যন্ত লেগে যায় এক্সিট আসতে।
দ্রুত প্রসেস হলো মক্তব আল আমেল:
ইকামা না থাকলে বা মেয়াদ না থাকলে এক্সিট লাগতে কিছুটা সময় লাগে, তবে দূতাবাস থেকে অনেকটা কম সময় লাগে।
মক্তব আল আমেলে আবেদন করতে প্রয়োজন হবে এপয়েন্টমেন্ট।
এপয়েন্টমেন্ট নিয়ে গেলে কাজটা সহজ হয়,এপয়েন্টমেন্ট আপনি চাইলে qiwa.sa থেকে নিতে পারেন, না পারলে যেকোন খেদামার মক্তব কিংবা মক্তব আল আমেলের অফিসের আশেপাশে থাকা মক্তব থেকে নিতে পারবেন।
মক্তব আল আমেলে যাওয়ার আগে ভালো করে নিশ্চিত হবেন যে, আপনার কফিল কোন অঞ্চলের।
প্রত্যেকটা কফিলের অঞ্চলভেদে মক্তব আল আমেল আলাদা হয়ে থাকে।
আপনাকে অবশ্যই আপনার কফিলের অঞ্চলের মক্তব আল আমেলে আবেদন করতে হবে।
আপনার কফিলের অঞ্চলের মক্তব আল আমেল থেকে এপয়েন্টমেন্ট নিয়ে এক্সিট আবেদন করলে বেশি সময় লাগে না এক্সিট লাগতে।
মক্তব আল আমেলের মাধ্যমে বা দূতাবাস থেকে এক্সিট লাগাতে কোন টাকা লাগে না।
এই নিয়মে এক্সিট লাগিয়ে দেশে গেলে আবার নতুন ভিসায় আসাও যায়,তবে এই নিয়ম শুধু যাদের ইকামা নেই বা ইকামা হয়নি তাদের জন্য।
এক্সিট লাগার ৬০ দিনের মধ্যে অবশ্যই দেশে চলে যেতে হবে।
একবার এক্সিট লাগার পর যদি দেশে না যান তবে আপনি হুরুবপ্রাপ্ত ঘোষিত হবেন,পরবর্তীতে আর বৈধভাবে এক্সিট লাগানোর কোনো সুযোগ থাকবে না।
ভালো লাগলে শেয়ার করবেন।
উৎস: Bin Mishal Official ফেসবুক পেইজ।