পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, “প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করেতে হবে।”
মৃত্যু অনিবার্য, কিন্তু সবাই জীবনের এই কঠিন সত্যের মুখোমুখি হতে নারাজ।
একজন মৃত ব্যক্তির ঘনিষ্ঠদের জন্য এটি আরও বেদনাদায়ক। কারণ তাদের জীবনে সেই শূন্য স্থান পূরণ করা কঠিন।
আজকাল, অনেক লোক তাদের জীবনের একটি বড় অংশ সামাজিক প্ল্যাটফর্মগুলোতে, বিশেষ করে ফেসবুকে ব্যয় করে।
পরিস্থিতি আরও খারাপ হয় যখন লোকেরা মৃত ব্যক্তির সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আসে বা মৃত ব্যক্তির জন্মদিনের বিজ্ঞপ্তিগুলো পায়।
আমরা কি কখনো ভেবে দেখেছি যে, আমরা মারা যাওয়ার পর আমাদের ফেসবুক অ্যাকাউন্টের কী হবে বা কে চালাবে?
কারণ, বিনোদন বা মজার ছলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি, বিভিন্ন পোস্টে মন্তব্য করে থাকি।
ফেসবুকে আমাদের দ্বারা যদি এমন কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যার জন্য কবরে গেলেও আমাদের গুনাহ হতে থাকবে, তাহলে কী উপায় হবে?
কোনো ফেসবুক ব্যবহারকারী ব্যক্তি মারা যাওয়ার পর যাচাইকৃত ব্যক্তির দ্বারা জমা দেওয়া অনুরোধের ভিত্তিতে তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি স্মরণীয় করে রাখা যেতে পারে।
যার ফলে ফেসবুক প্রফাইলে রিমেম্বারিং লেখা আসে। এবং সেই অ্যাকাউন্টটি আর লগিন করা সম্ভব হয় না।
তবে যদি চান, আপনি মারা যাওয়ার পর আপনার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি যেন নিজে থেকেই ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে ফেসবুক সেই সেটিং বা অপশনও রেখেছে।
তাহলে আপনার মৃত্যু সম্পর্কে বিজ্ঞপ্তি পাওয়ার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
সাথে আপনার অ্যাকাউন্টের সকল পোস্ট, ম্যাসেজ, অন্যের পোস্টে করা কমেন্ট, রিয়াক্ট সহ সকল কিছুই ডিলিট হয়ে যাবে।
আপনার মৃত্যুর পর কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটো-ডিলিট করবেন?
এখন, আপনি যদি আপনার মৃত্যুর পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে না চান, তবে আপনি মারা যাওয়ার পরে এটি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে পারেন।
এটি করার জন্য নিচের পদক্ষেপ অনুসরণ করুন:
০১. আপনার ফোনে থাকা Facebook অ্যাপটি খুলুন। এবং সবার উপরে ডান পাশে তিনটি রেখাযুক্ত মেনু অপশনটিতে ক্লিক করুন।
০২. এরপর “Settings & Privacy” এর অধীনে থাকা Settings অপশনে প্রবেশ করুন।
০৩. “Personal and account information” লেখা যে একটা অপশন আছে সেটাতে প্রবেশ করুন।
০৪. এরপর “Account ownership and control” লেখা অপশনে প্রবেশ করুন।
০৫. “Memorialization Settings” এ প্রবেশ করুন।
০৬. পরবর্তী ধাপে সবার নিচে “Delete after death” লেখা অপশনটিতে প্রবেশ করুন।
০৭. পরবর্তী ধাপে আপনি “No, Don’t Delete After Death” এবং “Yes, Delete After Death” লেখা দুটি অপশন দেখতে পাবেন।
এখানে প্রথম অপশনটি নির্বাচন করা থাকবে। আপনাকে যা করতে হবে সেটা হলো ২য় অপশন অর্থাৎ “Yes, Delete After Death” অপশনটি নির্বাচন করে Save করে দিতে হবে।
তাহলে আপনি মারা যাওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিবে।
(উল্লেখ্য, এই সেটিংটি আপনি পরবর্তী যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন।)
০৮. আপনি মারা গেলে সাথেসাথেই ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলবে না!
কারণ, আপনি কখন মারা যাবেন তা জানার কোনো উপায় ফেসবুকের নেই।
তাই, ফেসবুক শুধুমাত্র তখনই আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দিবে যখন কেউ আপনার মৃত্যুর খবর দিবে।
আপনি “Yes, Delete After Death” লেখা অপশন নির্বাচন করে Save করার পর নিচের চিত্রের মতো দেখতে পাবেন।
এখানে “Choose a friend” এ গিয়ে আপনার পরিবারের কারো ফেসবুক আইডি সিলেক্ট করে দিতে পারেন।
যাতে আপনি মারা যাওয়ার পর শুধুমাত্র আপনার বিশ্বস্ত মানুষজনই ফেসবুক কর্তৃপক্ষকে খবর জানাতে সক্ষম হয় এবং ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারে।
অথবা আপনি চাইলে Skip করতে পারেন, এরফলে অন্য যেকেউ চাইলেই আপনি মারা যাওয়ার পর তারা ফেসবুক কর্তৃপক্ষকে খবর জানাতে পারে।