থ্রেড পোস্টের কমেন্ট ডিলিট করার নিয়ম।
থ্রেডের মতো সোশ্যাল মিডিয়া আমাদের পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য, বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করে পোস্ট করার জন্য একটি দুর্দান্ত জায়গা।
এই অ্যাপে আমরা লিংক, লেখা, ছবি, ভিডিও পোস্ট আকারে শেয়ার করতে পারি। যেখানে লোকেরা তাদের পছন্দ অনুযায়ী লাইক, রিপোস্ট এবং মন্তব্য করতে পারে।
এটা নিশ্চিত নয় যে, আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে ভালো মন্তব্য পাই। কিছু সময় আঘাতমূলক এবং অপ্রীতিকর মন্তব্যও পাওয়া যায়।
আর পোস্টে এসব মন্তব্য দেখে আমরা খারাপ এবং হতাশ বোধ করি। কখনও কখনও, আমরা এই ধরনের অসম্মানজনক উত্তর পাওয়ার পর থ্রেড অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়ার চেষ্টাও করি।
থ্রেড পোস্ট ডিফল্ট ভাবে Public সেট করা থাকে। এর মানে হলো, যেকেউ চাইলেই আমাদের থ্রেড পোস্টে গিয়ে লাইক, রিপোস্ট এবং মন্তব্য করতে পারবে।
এতে কোনো সন্দেহ নেই যে, আমরা আমাদের লেখা, ছবি এবং ভিডিওতে কোনো অপ্রীতিকর মন্তব্য পাবো না।
আমরা আমাদের ব্যক্তিগত সংবেদনশীল ফটোগুলি শুধুমাত্র আমাদের বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করতে পারি।
কিন্তু, পোস্টগুলো Public থাকার কারণে, যেকোনো ব্যক্তি আমাদের ফটোগুলো দেখতে এবং উত্তর দিতে পারে। সেটা হতে পারে ভালো কিংবা মন্দ।
কখনও কখনও, স্প্যামাররাও আমাদের ফাঁদে ফেলার জন্য কমেন্টে এসে কিছু ওয়েবসাইটের লিঙ্ক ছেড়ে যেতে পারে যা আমরা যখন খুলবো তখন আমাদের ক্ষতি হতে পারে।
আমরা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হই এবং সেগুলি থেকে পরিত্রাণ পেতে চাই তবে আমাদের পোস্টগুলি থেকে অবাঞ্ছিত উত্তরগুলি ডিলিট করে দিতে পারি।
তবে দুঃখের বিষয় হচ্ছে থ্রেডস অ্যাপে কমেন্ট ডিলিট করার কোনো অপশন নেই! তবে আমরা চাইলে ডিলিট না করেও অদৃশ্য বা Hide করে রাখতে পারি৷ তাহলে সেই মন্তব্য আর কেউ দেখতে পারবে না।
প্রযুক্তি প্রিয়‘র আজকের এই আর্টিকেলে, আমরা আলোচনা করবো কীভাবে আমরা থ্রেড অ্যাপের পোস্টের অবাঞ্ছিত মন্তব্য লুকাতে বা হাইড করতে পারি।
আমরা যদি আপত্তিকর মন্তব্যগুলো Hide করে ফেলতে পারি। তাহলে আর কেউ তা দেখতে পারবে না।
আমরা আমাদের পোস্টের মন্তব্যগুলি জনসাধারণের কাছে দেখাতে চাই নাকি তা লুকিয়ে রাখতে চাই তা আমাদের হাতে।
মন্তব্য Hide করার সময় Threads অ্যাপটি মন্তব্যকারীকে কোনো নোটিফিকেশন পাঠায় না। তাই সে বুঝতেও পারে না।
আর কোনো মন্তব্য হাইড করে রাখার পরেও উক্ত পোস্টের মোট মন্তব্যের সংখ্যা একই থাকবে।
থ্রেড পোস্টের মন্তব্য হাইড করার নিয়ম।
০১. অ্যাপস গ্যালারি থেকে আপনার স্মার্টফোনে থাকা Threads অ্যাপ্লিকেশনটি খুলুন।
০২. হোম পেইজের নিচের ডানদিকের কোণ থেকে প্রোফাইল আইকনটি বেছে নিয়ে আপনার প্রোফাইলে যান।
০৩. আপনি যে পোস্টের মন্তব্যটি লুকাতে চান সেই পোস্টটি খোজে বের করুন।
০৪. পোস্টের ঠিক নীচে অবস্থিত Replies লেখায় আলতো চাপুন৷ এরফলে পোস্টটিতে থাকা সমস্ত উত্তর আপনার কাছে দৃশ্যমান হবে।
০৫. আপনি যে মন্তব্য লুকাতে চাচ্ছেন সেটির ডান কোণে তিন-বিন্দু আইকনে আলতো চাপুন।
০৬. তাহলে Unfollow, Mute, Hide for everyone এবং Report নামে ৪ টি অপশন দেখতে পাবেন।
উত্তরটি সবার কাছে অদৃশ্য করতে “Hide for everyone” লেখা অপশনে ক্লিক করুন।
ক্লিক করার সাথে সাথে মন্তব্যটি হাইড হয়ে যাবে। আর সেই মন্তব্যের জায়গাটিতে “This reply has been hidden.” লেখা থাকবে।
তবে আপনি চাইলে যেকোনো সময় সেটি আবার হাইড ছাড়িয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।
থ্রেডস অ্যাপে Hide করা মন্তব্য Unhide করার নিয়ম।
আপনি থ্রেড পোস্টের যে মন্তব্য Hide থেকে Unhide করতে চাচ্ছেন সেই মন্তব্যের জায়গায় “This reply has been hidden.” লেখা দেখতে পাবেন।
এবং তার ডান পাশে “Review” লেখা একটি অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।
তাহলে হাইড করা মন্তব্যটি দেখতে পাবেন। এবং তার নিচে Approve এবং Hide লেখা দুটি অপশন দেখতে পাবেন। Hide লেখায় ক্লিক করলে মন্তব্যটি আবার হাইড হয়ে যাবে।
আর Approve লেখায় ক্লিক করলে সেটা Unhide হয়ে যাবে। এবং যা সবাই দেখতে পারবে।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।