ম্যাসেঞ্জারে কাউকে Restrict করবেন যেভাবে।

ধরুন, ফেসবুক ম্যাসেঞ্জারে আপনি কারো ম্যাসেজ এবং কল এড়িয়ে চলতে চাচ্ছেন। অর্থাৎ আপনি চাচ্ছেন কোনো একজন ব্যক্তি যাতে ম্যাসেঞ্জারে আপনাকে কল বা ম্যাসেজ না করুক।

সেটা হতে পারে দীর্ঘদিনের জন্য কিংবা সামান্য কিছু সময়ের জন্য। এখন আপনি তাকে দুটি কাজ করতে পারেন।

একটি হলো ম্যাসেঞ্জার থেকে তাকে ব্লক (Block) করে দিতে পারেন, অথবা রেস্ট্রিক্ট (Restrict) করে দিতে পারেন।

আপনি যদি কাউকে ব্লক করে দিন তাহলে সে আর আপনাকে ম্যাসেজ এবং কল দিতে পারবে না, যতক্ষণ না আপনি তাকে আনব্লক করছেন।

ম্যাসেঞ্জারে কাউকে Restrict করবেন যেভাবে।

কিন্তু এখানে সমস্যা হচ্ছে, আপনি যাকে ব্লক করবেন সে সহজেই বুঝে যাবে যে, আপনি তাকে ব্লক করে দিয়েছেন!

তবে আপনি যদি চান, তার ম্যাসেজ বা কল আপনার কাছে না আসুক, কিন্তু আপনি তাকে যে, কিছু একটা করেছেন সেটা সে বুঝতে না পারুক, তাহলে আপনি তার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে ফেলতে পারেন।

প্রযুক্তি প্রিয়‘র আজকের এই আর্টিকেল থেকে আমরা জানবো ফেসবুক ম্যাসেঞ্জার রেস্ট্রিক্ট কী, কারও ফেসবুক আইডি রেস্ট্রিক্ট করলে কী হয়, কীভাবে কাউকে রেস্ট্রিক্ট করতে হয় এবং কীভাবে কাউকে আনরেস্ট্রিক্ট করতে হয়।

ফেসবুক ম্যাসেঞ্জার রেস্ট্রিক্ট বলতে কী বুঝায়?

Restrict শব্দের অর্থ সীমাবদ্ধ করা। এটি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের একটি ফিচার।

আপনি যদি ম্যাসেঞ্জারে কাউকে রেস্ট্রিক্ট বা সীমাবদ্ধ করেন তাহলে সে ব্যক্তি আপনাকে যতই ম্যাসেজ বা কল করুক না কেন তা আপনার কাছে আসবে না, যতক্ষণ না আপনি তাকে আনরেস্ট্রিক্ট (Unrestrict) করছেন।

ম্যাসেঞ্জারে কাউকে রেস্ট্রিক্ট করলে কী ঘটে?

☛ আপনি যখন কাউকে রেস্ট্রিক্ট বা সীমাবদ্ধ করবেন তখন সে এটি সম্পর্কে কোনো নোটিফিকেশন পাবে না।

☛ তার পাঠানো ম্যাসেজ এবং কল আপনাকে দেখানো হবে না।

☛ তার সাথে করা পুরনো কথোপকথন চ্যাট তালিকা থেকে হাইড হয়ে যাবে।

☛ আপনার একটিভ স্ট্যাটাস সে দেখতে পারবে না। অর্থাৎ আপনি লাইনে আছেন কিনা কিংবা কতক্ষণ পূর্বে লাইনে ছিলেন এসব।

☛ তার একটিভ স্ট্যাটাস আপনাকে দেখানো হবে না। অর্থাৎ সে লাইনে আছে কিনা কিংবা কতক্ষণ পূর্বে লাইনে ছিল এসব।

☛ আপনি চাইলে যেকোনো সময় তাকে আনরেস্ট্রিক্ট করতে পারবেন।

☛ তবে আনরেস্ট্রিক্ট করার আগ পর্যন্ত আপনি তাকে কোনো ম্যাসেজ বা কল করতে পারবেন না।

☛ ম্যাসেঞ্জারের সেটিংস অপশন থেকে তার করা ম্যাসেজগুলো আপনি পড়তে পারবেন। তবে আপনি যে তার ম্যাসেজ পড়েছেন সে তা বুঝতে পারবে না।

☛ আপনি যাদেরকে রেস্ট্রিক্ট করবেন তাদের একটি তালিকা ম্যাসেঞ্জারের সেটিংস অপশন থেকে দেখতে পারবেন।

ম্যাসেঞ্জারে কাউকে কীভাবে রেস্ট্রিক্ট করতে হয়?

আপনার ফোনে থাকা Messenger অ্যাপ্লিকেশনটি খুলুন। তাহলে আপনি আপনার চ্যাট লিস্ট দেখতে পারবেন।

এখন আপনি যাকে রেস্ট্রিক্ট করতে চান চ্যাট লিস্ট থেকে তার নামের উপর হালকা চেপে ধরে থাকুন।

তাহলে আপনাকে বেশকিছু অপশন দেখানো হবে। আপনি সেখান থেকে Restrict লেখা অপশনে ক্লিক করুন।

আপনি যদি প্রথম কাউকে রেস্ট্রিক্ট করতে যান তাহলে নিচের চিত্রের মতো অপশন আসবে।

এখানে মূলত আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনি তাকে সত্যিই রেস্ট্রিক্ট করতে চাচ্ছেন।

কিন্তু পরবর্তীতে এই অপশনটি আর আপনাকে দেখানো হবে না। তখন যেকারো নামের উপর হালকা চেপে ধরে রাখলে যে অপশনগুলো আসবে সেখান থেকে Restrict লেখা অপশনে ক্লিক করার সাথে সাথেই সে রেস্ট্রিক্ট হয়ে যাবে।

ম্যাসেঞ্জারে কীভাবে কাউকে আনরেস্ট্রিক্ট করবেন?

০১. আপনার ফোনে থাকা Messenger অ্যাপ্লিকেশনটি খুলুন। তাহলে উপরে বাম পাশে তিনটি রেখাযুক্ত অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।

০২. তিনটি রেখাযুক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে বেশ কিছু অপশন এসে হাজির হবে। আপনি ডান পাশের সেটিংস আইকনে ক্লিক করবেন।

০৩. এরপর Privacy & Safety লেখা অপশনে প্রবেশ করুন।

০৪. Restricted Accounts লেখা অপশনে প্রবেশ করুন।

০৫. Restricted Accounts অপশনে প্রবেশ করলে আপনি কাকে কাকে রেস্ট্রিক্ট করেছেন তাদের একটি তালিকা দেখতে পাবেন।

আপনি যাকে আনরেস্ট্রিক্ট করতে চাচ্ছেন তার নামের উপর ক্লিক করুন।

০৬. তাহলে আপনি আপনাদের কথোপকথন দেখতে পাবেন।

এমনকি আপনি তাকে রেস্ট্রিক্ট করার পর সে যত ম্যাসেজ পাঠিয়েছে বা কল করার চেষ্টা করেছে তা দেখতে পাবেন।

আপনি যদি তাকে আনরেস্ট্রিক্ট করতে চান তাহলে নিচের Unrestrict অপশনে ক্লিক করুন।

তাহলে সাথে সাথেই সে আনরেস্ট্রিক্ট হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।



Post a Comment

Previous Post Next Post