হোয়াটসঅ্যাপে পাঠানো ম্যাসেজ এডিট করার নিয়ম।

হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয় একটি ফ্রি ম্যাসেজিং সফটওয়্যার। এটি মার্কিন কারিগরি সংস্থা মেটা-র মালিকানাধীন।

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমরা টেক্সট, ভয়েস বার্তা পাঠাতে পারি। এছাড়াও অডিও-ভিডিও কলে কথা বলা এবং ছবি, লোকেশন, নথি সহ প্রয়োজনীয় সকল ফাইল খুব সহজেই আদান-প্রদান করতে পারি।

তবে অনেক সময় ম্যাসেজ লেখার ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হয়ে যায়। সেটা হতে পারে বানান কিংবা অন্য কোনো কিছু।

কেমন হয় যদি আমরা আমাদের পাঠানো ম্যাসেজে ভুল বানান সংশোধন করতে পারি?

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছে। তারা তাদের পাঠানো ম্যাসেজ সংশোধন বা এডিট করতে পারবে।

তবে ম্যাসেজ সেন্ড করার পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিট করার সুযোগ পাবে। ১৫ মিনিট পার হয়ে গেলে আপনি সেই ম্যাসেজ এডিট করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপে পাঠানো ম্যাসেজ কীভাবে এডিট করতে হয় চলুন তা চিত্র সহ জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপে পাঠানো ম্যাসেজ এডিট করার নিয়ম।

হোয়াটসঅ্যাপে কাউকে ম্যাসেজ পাঠানোর পর, যেটি আপনি এডিট করতে চাচ্ছেন, সে লেখাটির উপর চাপ দিয়ে ধরে রাখুন।

এরপর মেনু অপশন থেকে Edit লেখা অপশনটাতে ক্লিক করলে ম্যাসেজটি এডিট করা যাবে সম্পূর্ণ ভাবে।

তবে এডিট করার পর সেই ম্যাসেজটির পাশে Edited নামে একটি ট্যাগ যুক্ত হবে। যা আপনি যাকে ম্যাসেজটা পাঠাচ্ছেন সেও দেখতে পাবে।

তবে পূর্বের ম্যাসেজটি অর্থাৎ এডিট করার পূর্বের ম্যাসেজটি সে তখন আর দেখতে পাবে না।

Post a Comment

Previous Post Next Post