পীচ টিভি বাংলা মোবাইল অ্যাপ।

কীভাবে পীচ টিভি বাংলা বাংলাদেশে চালু করা যায়?

পীচ টিভি বাংলা আমার পছন্দের একটি টিভি চ্যানেল ছিল। টেলিভিশন চালু করলেই পীচ টিভি বাংলা আগে খোজে বের করতাম আমি।

আমার মতো অনেকেরই পছন্দের টিভি চ্যানেল হয়তো পীচ টিভি বাংলা।

পীচ টিভি বাংলা মোবাইল অ্যাপ।

দাদাদের অনুরোধে কারা এবং কেন পীচ টিভি বাংলা চ্যানেল বন্ধ করেছে তা জানার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আমি সে কথায় যাচ্ছি না।

আজকে জানবো পীচ টিভি বাংলা কীভাবে বাংলাদেশ থেকে দেখা যায়। Peace Tv নামে একটি মোবাইল অ্যাপ রয়েছে, যা দিয়ে আপনি আপনার মোবাইলেই পীচ টিভি বাংলা দেখতে পাবেন।

অ্যাপলের অ্যাপ স্টোর এবং এন্ড্রয়েডের প্লে স্টোরে Peace Tv লিখে খোঁজ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। সেখান থেকে ইনস্টল করে নিন।

আর নিচে আমি অ্যাপ লিংক দিয়ে দিলাম আপনি চাইলে এখান থেকেও সরাসরি ডাউনলোড করতে পারবেন।

Peace Tv For iPhone

Peace Tv For Android

Peace Tv মোবাইল অ্যাপ ব্যবহার করতে আপনাকে অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে।

তবে আপনি চাইলে আপনার জিমেইল অ্যাকাউন্টটি দিয়েও লগিন করতে পারবেন।

পীচ টিভি বাংলা ছাড়াও অ্যাপটি দিয়ে আপনি পীচ টিভি ইংলিশ, পীচ টিভি উর্দু এবং পীচ টিভি চাইনিজ দেখতে পাবেন।

অ্যাপ ব্যবহার করা ছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে পীচ টিভি বাংলা দেখতে পারবেন আপনি।

www.zakirnaik.com এবং www.peacetv.tv ওয়েবসাইট দুটির মাধ্যমে বিনামূল্যে পীচ টিভি দেখতে পারবেন।

সর্বপরি আমরা আশাবাদি ডা. জাকির নায়েকের পীচ টিভি বাংলা আমরা আবার বাংলাদেশ থেকে আগের মতোই দেখতে পারবো ইন শা আল্লাহ।

Post a Comment

Previous Post Next Post