এইচটিএমএল ৫ (HTML 5) কোডিং শেখার বই pdf ডাউনলোড।
বইয়ের নাম: | এইচটিএমএল। |
বইয়ের লেখক: | মোহাম্মদ জিহাদুর রহমান নয়ন। |
সম্পাদনা: | মোহাম্মদ তরিকুল মাওলা সুজন। |
প্রকাশক: | সফট্ টেক আইটি। |
বইয়ের ধরণ: | পাঠ্য বই। |
পৃষ্ঠা সংখ্যা: | ৩৪। |
ফাইল সাইজ: | ১ এমবি। |
Html শেখার বই pdf Download। (ওয়েব ডিজাইন শেখার বই pdf)
HTML এর পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language. এটা একটা মার্কাআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা দিয়ে ওয়েবসাইটের কাঠামো গঠন করা হয়। এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন হচ্ছে এইচটিএমএল ৫। এতে নতুন অনেক ফিচার যোগ করা হয়েছে।
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার প্রথম ধাপ হচ্ছে এইচটিএমএল। অর্থাৎ, ওয়েব ডিজাইন কিংবা ডেভেলপমেন্ট যা-ই শিখুন না কেন আপনাকে প্রথমে এইচটিএমএল শিখতে হবে।
তবে, এইচটিএমএল শেখা খুবই সহ। ভালোভাবে প্র্যাকটিস করলে আপনি কিছু দিনের মধ্যেই এইচটিএমএল শিখতে পারবেন। কম্পিউটার কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই এইচটিএমএল শিখতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য: এইচটিএমএল ৫ কোডিং শেখার বই pdf আকারে ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই তা কমেন্ট করে জানান। ধন্যবাদ।