বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি pdf বই ডাউনলোড।

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি pdf বই ডাউনলোড।

ssc বাংলা ব্যাকরণ ও নির্মিতি পিডিএফ বই ডাউনলোড


বইয়ের নাম:বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি।
বইয়ের ধরণ:পাঠ্য বই।
শ্রেণী:নবম-দশম।
পৃষ্ঠা সংখ্যা:২২৪।
ফাইল সাইজ: ৯.৮ এমবি।

নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি pdf বই ডাউনলোড।

পরিমার্জিত শিক্ষানীতির আলোকে ২০২১ সাল থেকে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইটি নতুনভাবে প্রণয়ন করা হয়েছে। পূর্বে ব্যাকরণ এবং নির্মিতি দুটি আলাদা বই ছিল। এবার একটি বইয়ের মধ্যে প্রথম অংশে ব্যাকরণ এবং শেষ অংশে নির্মিতি সন্নিবেশিত হয়েছে।

প্রথম অংশে বাংলা ব্যাকরণের হালতক ধারণার সঙ্গে শিক্ষার্থীকে পরিচয় করানোর চেষ্টা আছে। আর শেষের নির্মিতি অংশ এমনভাবে রচিত হয়েছে, যাতে সমকালীন প্রমিত বাংলা ভাষায় সৃজনশীলতার চর্চা ও দৈনন্দিন যোগাযোগের কাজ শিক্ষার্থী যথাযথভাবে করতে শেখে।

ব্যাকরণ অংশে বাংলা ভাষার উপাদান ও গঠনের যে সরল বর্ণনা এখানে আছে এবং নির্মিতি অংশে যেভাবে রচনার কৌশল ও রচনার নমুনা উপস্থাপন করা হয়েছে, তাতে শিক্ষার্থীর ভাষাদক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। বানানের ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে ২০১২ সালে প্রণীত বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম।

বিশেষ দ্রষ্টব্য: SSC বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বই pdf ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই তা কমেন্ট করে জানান। ধন্যবাদ।

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন