সূরা আল-বালাদ বাংলা উচ্চারণ ও অর্থ সহ Pdf ডাউনলোড।

সূরা আল-বালাদ আরবি:

.بسم الله الرحمن الرحيم

لا أقسم بهذا البلد " وأنت حل بهذا البلد ووالدوما ولد : لقد خلقنا الإنسان في كبد : أيحسب أن لن يقدر عليه أحد : يقول أهلكت مالا لبدا - ايحسب أن لم يرة أحد - الم تجعل له عينين ولسانا وشفتين : وهدينه التجدين * فلا اقتحم العقبة - وما آذريك ما العقبة - فك رقبة * أو إطعم في يوم ذي مشعبة - يتيما ذا مقربة أو مسكينا ذا متربة – ثم كان من الذين امنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة - أوليك أصحب الميمنة والذين كفروا بايتنا هم أصحب المشتمة - عليهم نار موصدة -

সূরা আল-বালাদ বাংলা উচ্চারণ, অর্থ সহ Pdf ডাউনলোড।
সূরা আল-বালাদ বাংলা উচ্চারণ, অর্থ সহ Pdf ডাউনলোড।


সূরা আল-বালাদ বাংলা উচ্চারণ:

লা-উকসিমু বিহাযাল বালাদি। ওয়াআনতা হিল্লুম বিহাযাল বালাদি। ওয়াওয়ালিদিও ওয়ামা অলাদ। লাক্বাদ খালাক্বনাল ইনসানা ফি কাবাদ। আ ইয়াহসাবু আল্লাই ইয়াক্বদিরা আলাইহি আহাদ। ইয়াকূলু আহলাকতু মা-লা লুবাদা।

আইয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আলাম নাজ আল্লাহু আইনাইনি। ওয়ালিসা নাও ওয়াশাফাতাইনি। ওয়াহাদাইনাহু ন্নাজ্বদাইনি। ফালাক তাহামাল আক্ববাহ। ওয়ামা আদরাকামাল আক্ববাহ। ফাক্কুরা কাবাতিন। আও ইতআমুন ফী ইয়াওমিন যী মাসগাবাতিই।

য়াতিমান যা- মাক্করাবাতিন। আও মিসকীনান যা- মাতরাবাতিন। ছুম্মা ক্বানা মিনাল্লাযীনা আমানু ওয়াতাওয়া ছোয়াও বিছছোয়াবরি ওয়াতাওয়া ছোয়াওবিল মারহামাহ। উলা ইকা আছহাবুল মাইমানাহ। আল্লাযীনা কাফারু বিআইয়াতিনা হুম আছহাবুল মাশয়ামাহ। আলাইহিম নারুম মু'ছোয়াদাহ।

সূরা আল-বালাদ বাংলা অর্থ:

আমি এ শহরের (মক্কা) কসম করছি, আর এ নগরীতে আপনার জন্য যুদ্ধকরা হালাল হবে। কসম জন্মদাতার ও সন্তানের, আর আমি মানুষকে অত্যন্ত শ্রমের মধ্যে সৃষ্টি করেছি। সে কি মনে করে যে, কখনও কেউ তার ওপর ক্ষমতাশীল হবে না? বলে আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করে ফেলেছি, সে কি মনে করে কেউ তাঁকে দেখেনি?

আমি কি তার দুটি চোখ সৃষ্টি করিনি? আর জিহ্বা ও দু ঠোঁট? আমি কি তাঁকে দুটি পথ দেখাই নি? সে তো দুর্গম ঘাঁটি অবলম্বন করেনি। আপনি কি দুর্গম ঘাটি চিনেন? তা হলে কোন দাস মুক্তি, বা দুর্ভিক্ষের দিনে খাদ্য প্রদান করা, এতিম স্বজনকে, অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে।

তদুপরি এ লোকদের অন্তর্ভুক্ত হয়নি, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে আর যারা পরস্পরকে ধৈর্য ও দয়া-মায়ার উপদেশ প্রদান করে। তারাই ডানপন্থী। আর যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে তারাই বামপন্থী হতভাগা। তারা আগুনে পরিবেষ্টিত হবে।

সূরা আল-বালাদ বাংলা উচ্চারণ, অর্থ সহ Pdf ডাউনলোড।

[ডাউনলোড লিংক]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন