নামাযের ভেতর দেখে দেখে কুরআন পড়া যায় কি না?
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ):
সালাতের ভেতর কুরআন দেখে পড়া, এটা রাসূলুল্লাহ (সা.) এবং সাহাবিগণ কেউ কখনো করেননি। আর কুরআন তো আল্লাহ মুখস্ত রাখার জন্যই নাযিল করেছেন।
এজন্য রাসূলুল্লাহ (সা.) ও সাহাবিগণ কেউ কখনো সালাতে কুরআন দেখে পড়েননি। ফরয সালাতে না, অন্য সালাতেও না।
তবে আয়েশা (রা.)-এর একজন খাদেম ছিলেন যাকওয়ান নামে, তিনি মাঝে মাঝে রাতের তাহাজ্জুদে বা তারাবীহর নামাযে ইমামতি করতেন, পেছনে আয়েশা (রা.) ও অন্যান্য মহিলারা দাঁড়াতেন, তিনি কুরআন দেখে পড়তেন।
এটা একজন সাহাবির ব্যক্তিগত ইজতিহাদ, এর মাধ্যমে কোনো কোনো ফকীহ বলেছেন, কিয়ামুল লাইল-রাতের নফল সালাতে কুরআন দেখে পড়া যাবে। তবে যেহেতু রাসূল (সা.) এবং সাহাবিরা কেউ এটা করেননি এবং এটা ইসলামি মূল চেতনার সাথে সাংঘর্ষিক।
সর্বোপরি এটা অন্যান্য ধর্মের মানুষেরা করে, তারা তাদের ধর্মগ্রন্থ মুখস্ত রাখতে পারে না; এই জন্য যে প্রার্থনায় বাইবেল পড়তে হয় তারা দেখে দেখে পড়ে।
আমাদের কুরআনের এই মহামুজিযাহ, পুরো কুরআন মুখস্ত রাখার যে মুজিযাহ, এটা আমরা কেন নষ্ট করব! এজন্য কুরআন দেখে পড়ার অভ্যাস মোটেও ঠিক নয়। আমাদের মুখস্ত পড়া উচিত।