ভ্রূ-প্লাক করা বৈধ কি না?

প্রশ্ন: স্বামী চাইলে স্ত্রীদের ভ্রূ-প্লাক করা বৈধ হবে কি?

ভ্রূ-প্লাক করা বৈধ কি না?

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যারা ভ্রূ বা শরীরের চুল টেনে তুলে ফেলে, তারা অভিশপ্ত। রাসূলুল্লাহ (সা.) স্বাভাবিক সৌন্দর্যকে বাড়াতে বলেছেন, স্বাভাবিকভাবে।

তবে কৃত্রিম সৌন্দর্য বৃদ্ধি করা, পশম তুলে ফেলা- এগুলো নিষেধ করেছেন। স্বামী এটা কেন চাইবেন! একটা নিষিদ্ধ কাজ স্বামী করতে বলবেন কেন! 

স্বামীর এটা উচিত নয়। স্বামী বললেও গোনাহের কাজ করা বৈধ নয়। স্বামী বললে, মুবাহ কাজ, যেখানে অপশন আছে, করা বৈধ। স্বাভাবিক পশম তোলা যায় না।

যদি এমন কোথাও পশম হয় যেটা অস্বাভাবিক, অবাঞ্চিত, সেটা তোলা যায়। কিন্তু ভ্রূ চিকন চিকন করে তুলে ফেলা, এগুলো ইসলামসম্মত নয় ।

Post a Comment

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports