নারী ও পুরুষের যৌবন আগমণের লক্ষণ।

পুরুষের যৌবন আগমণের লক্ষণ।

পুরুষের যৌবন আগমন বিভিন্ন লক্ষণের মধ্য দিয়ে ফুটে উঠে। যেমন-

১। কণ্ঠস্বর ভারী হওয়া।

২। গোঁফের মধ্যে রেখা স্পষ্ট হয়ে ওঠা।

৩। বগলে ও গুপ্তস্থানে লোম দেখা দেয়া।

৪ । তাদের দেহের মধ্যে বীর্য বা কাম শক্তি সৃষ্টি হওয়া।

৫। মানসিক পরিবর্তন ঘটা।

নারী ও পুরুষের যৌবন আগমণের লক্ষণ।

নারীর যৌবন আগমণের লক্ষণ।

নারীর যৌবন আগমনের সঙ্গে সঙ্গে তার দেহের যে সব চিহ্ন ফুটে ওঠে। তা হলো-

১। দৈহিক ও মানসিক পরিবর্তন হওয়া।

২। দেহে নারী-সুলভ কমনীয়তা ফুটে ওঠা।

৩। হাত, পা, নিতম্ব ইত্যাদিতে মেদ জমে ওঠা।

৪। বক্ষদেশ উঁচু ও উন্নত হওয়া।

৫। মানসিক পরিবর্তন দেখা দেওয়া।

৬। প্রতি আটাশ দিন বা তার চেয়ে কম-বেশিতে মাসিক বা ঋতুস্রাব দেখা দেয়া। এটি নারীর যৌবন আগমনের জন্য বিশেষ একটি চিহ্ন।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন