পুরুষের যৌবন আগমণের লক্ষণ।
পুরুষের যৌবন আগমন বিভিন্ন লক্ষণের মধ্য দিয়ে ফুটে উঠে। যেমন-
১। কণ্ঠস্বর ভারী হওয়া।
২। গোঁফের মধ্যে রেখা স্পষ্ট হয়ে ওঠা।
৩। বগলে ও গুপ্তস্থানে লোম দেখা দেয়া।
৪ । তাদের দেহের মধ্যে বীর্য বা কাম শক্তি সৃষ্টি হওয়া।
৫। মানসিক পরিবর্তন ঘটা।
নারীর যৌবন আগমণের লক্ষণ।
নারীর যৌবন আগমনের সঙ্গে সঙ্গে তার দেহের যে সব চিহ্ন ফুটে ওঠে। তা হলো-
১। দৈহিক ও মানসিক পরিবর্তন হওয়া।
২। দেহে নারী-সুলভ কমনীয়তা ফুটে ওঠা।
৩। হাত, পা, নিতম্ব ইত্যাদিতে মেদ জমে ওঠা।
৪। বক্ষদেশ উঁচু ও উন্নত হওয়া।
৫। মানসিক পরিবর্তন দেখা দেওয়া।
৬। প্রতি আটাশ দিন বা তার চেয়ে কম-বেশিতে মাসিক বা ঋতুস্রাব দেখা দেয়া। এটি নারীর যৌবন আগমনের জন্য বিশেষ একটি চিহ্ন।
উৎস-
বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।
লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।
স্বাস্থ্য
0 Response to "নারী ও পুরুষের যৌবন আগমণের লক্ষণ।"
Post a Comment
A Note for Entrepreneurs