আল কুরআন বুঝে পড়া উচিত ড. জাকির নায়েক এর বই pdf ডাউনলোড।
বইয়ের নাম: | আল কুরআন বুঝে পড়া উচিত। |
---|---|
রচয়িতা/লেখকের নাম: | ডা. জাকির নায়েক। |
বইয়ের ধরণ: | ইসলামিক PDF বই। |
পৃষ্ঠা সংখ্যা: | ৪৫ |
ফাইল সাইজ: | ২.৩৩ এম.বি। |
বই সম্পর্কে:
কোরআন কেন বুঝে পড়া উচিত?
ন্যায় ও অন্যায়ের পার্থক্য, ভালো ও মন্দের ব্যবধান ও কল্যাণ ও অকল্যাণের দূরত্ব হৃদয়ঙ্গম করতে হলে কোরআন অর্থসহকারে বুঝে তেলাওয়াত করা জরুরি। আসুন বিষয়টি হিসেব করে দেখি, কী কারণে মুসলমানদের নিকট প্রদত্ত সর্বশ্রেষ্ঠ পুরস্কারটি কেন বোধগম্য তথা উপলব্ধি ছাড়াই পঠিত হয়?
ডাঃ জাকির নায়েকের বই পিডিএফ ডাউনলোড |
প্রধান কারণ হলো, কোরআন এসেছে আরবি ভাষায়, যে ভাষা সম্পর্কে আমাদের অধিকাংশেরই ন্যূনতম ধারণা বা জ্ঞান নেই। বর্তমান পৃথিবীর ৬৫০ কোটি জনসংখ্যার ২০ ভাগ তথা ১০০ কোটিরও বেশি মুসলিম। এর মধ্যে মাত্র ১৫ শতাংশ আরবি ভাষী। খুবই কম সংখ্যক মুসলমানই আরবি ভাষা সম্পর্কে জ্ঞান রাখেন।
মোটকথা, মুসলিম বিশ্বের আশি ভাগেরও বেশি মানুষ আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ। যখন কোনো শিশু জন্ম নেয় তখন সে ভাষাহীন থাকে অর্থাৎ সকল ভাষাই তার কাছে অজ্ঞাত থাকে। কালক্রমে পরিবার, পরিবেশ ও সমাজ থেকে পর্যায়ক্রমে ও তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে মাতৃ ভাষা আয়ত্ব করতে থাকে।
এরপরে সময়ের পরিক্রমার কেউ কেউ একাধিক এমন কি অনেকে চার, পাঁচ বা তারও অধিক ভাষা আয়ত্ত্ব করে। একথা সর্বজনসম্মত যে, ভাষা আয়ত্ব করা নিশ্চিতভাবেই শৈশবে অনেক সহজসাধ্য। তবে বয়স বাড়লেই যে তা অসম্ভব হয়ে পড়ে ব্যাপারটি তেমন নয়, বিশেষত, তা যদি সৎ উদ্দেশ্য হয়ে থাকে।
এ ব্যাপারে একটি দৃষ্টান্ত দেয়ার লোভ আমি ধরে রাখতে পারছি না। উদাহরণটি সম্পৃক্ত তিনি ফ্রান্সের ড. মরিস বুকাইল সম্পর্কে। বুকাইলি একজন ফরাসি বিজ্ঞানী ও সার্জন। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন বাইবেলে উল্লিখিত ফারাও ও হযরত মূসা (আ)-এর কিস্সা। কিন্তু এ নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি অবাক বিস্ময়ে অবিভূত হয়ে লক্ষ্য করলেন যে তিনি যা।
মাত্র আবিষ্কার করলেন তা হাজার বছরেরও অনেক আগেই পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। বিষয়টি তাকে এতোটাই নাড়া দেয় যে, এটি তাঁকে আরবি ভাষা শিখতে উদ্যোগী করে তোলে। তিনি খ্রিষ্টান হয়ে পঞ্চাশ বছর বয়সে আরবি ভাষা যথাযথভাবে আয়ত্ত্ব করতে মনোবিবেশ করেন, যাতে কোনো অনুবাদের সহযোগিতা ছাড়াই সরাসরি কোরআন অনুধাবন করতে পারেন।
বিষয়টি তাঁকে এতোদূর পর্যন্ত নিয়ে যায় যে, তিনি শুধু আরবি ভাষা সম্পর্কিত জ্ঞান আহরণ করেই ক্ষান্ত হননি, পরবর্তীতে একটি গ্রন্থও লিখে ফেলেন। যার শিরোনাম 'বাইবেল, কোরআন ও বিজ্ঞান (The Bible. The Quran and Science) এতে সুস্পষ্টভাবেই তুলে ধরা হয়েছে বর্তমান বৈজ্ঞানক তত্ত্বের সাথে পবিত্র কোরআনের পরিত্র কোরআনের পরিপূর্ণ সাদৃশ্য, পক্ষান্তরে বর্তমান বাইবেলের সাংঘর্ষিক অবস্থান ব্যাস্থা করা হয়েছে।আল কোরআন এসেছে সমস্ত মানবজাতির জন্য।
মুসলমানদের মধ্যে একটা ভুল ধারণা বেশ প্রচলিত। তা হলো পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান জাতির জন্য এসেছে। তাই তারা ভেবেই বসে থাকেন, কোনো মুসলিমেরই উচিৎ হবে না কোনো অমুসলিমকে পবিত্র কোরআন উপহার দেওয়া। অথচ পবিত্র কোরআনের সূরা ইবরাহীমের প্রথম আয়াতেই আল্লাহ বলেন,
الر ـ كتب أنزلنه إليك لتخرج الناس من الظلمت إلى الثور.
অর্থঃ “এটি এমন একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি এ উদ্দেশ্যে নাযিল করেছি যেন মানুষ পায় আলোর দিশা, ঘোর অন্ধকার হতে।”
কোথাও এমন বলা হয়নি যে, শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এরই দায়িত্ব মানব সম্প্রদায়কে মুক্তির পথে নিয়ে আসা। সমগ্র মুসলিম জাতিরই দায়িত্ব দ্রষ্ট ও অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোকজ্জ্বল পথে নিয়ে আসা।
সূরা ইবরাহীম- এর ৫২ নং আয়াতে আল্লাহ বলেন,
هذا بلغ للناس وليتذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولوا الألباب .
অর্থঃ “এটি মানুষের জন্য একটি সংবাদনামা এবং যাতে এর দ্বারা মানুষ ভীত হয় এবং জেনে নেয় যে, উপাস্য তিনিই একক এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা-ভাবনা করে।"
সূরা বাকারার আয়াত নং ১৮৫-এ বলা হয়েছে,
شهر رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينت من الهدى والفرقان -
অর্থঃ "রমজান মাস কোরআন নাযিলের মাস। কোরআন মানুষের জন্য হেদায়েত এবং সৎ পথের যাত্রীদের জন্য সুস্পষ্ট নির্দেশনা। আর ন্যায় ও অন্যায়ের মধ্যে বিভেদ নির্দেশকারী।"
ডা. জাকির নায়েকের সংক্ষিপ্ত রিচিতি:
আল কুরআন বুঝে পড়া উচিত ডা. জাকির নায়েকের বই pdf Download করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
ডা জাকির নায়েকের বই pdf Download | ড. জাকির নায়েক এর বই pdf | ডাঃ জাকির নায়েকের বই পিডিএফ ডাউনলোড | ডাঃ জাকির নায়েকের লেকচার ডাউনলোড | পিস পাবলিকেশন এর বই সমূহ pdf | ডাঃ জাকির নায়েকের বই সমূহ ফ্রি ডাউনলোড | ডাঃ জাকির নায়েকের লেখা বই ডাউনলোড