ইসলাম ও সেকুলারিজম ডাঃ জাকির নায়েকের বই পিডিএফ ডাউনলোড।
ধর্ম ও সেক্যুলারিজম একটা একটার বিরোধী ধারণা। Oxford Dictionary অনুযায়ী ধর্মের আক্ষরিক অর্থ হচ্ছে অতি প্রাকৃতিক শক্তির উপর শর্তহীন আস্থা ও বিশ্বাস। আল্লাহ বিরোধী সব ধরনের ধারণা ও বিশ্বাসকে প্রত্যাখান করে আনুগত্য ও ইবাদতের প্রতি উদাত্ত আহ্বান। অন্যদিকে সেক্যুলারিজমের অর্থ অক্সফোর্ড ডিকশনারী অনুযায়ী হচ্ছে শুধু বৈষয়িক বা পার্থিব বিষয়াদির সাথে যা সম্পৃক্ত।
ইসলাম ও সেকুলারিজম ডা. জাকির নায়েকের বই pdf Download। |
এর আরেকটি অর্থ হচ্ছে, এটা ওহী বা প্রত্যাদেশ বাণীর সাথে পুরোপুরি সম্পর্কহীন থাকবে। এর দ্বারা আরও বুঝায় যে, ইহা ধর্মীয় বিষয়সমূহের সাথে কোন সম্পর্ক রাখবে না। সম্পূর্ণ আলাদা ও পৃথক থাকবে ধর্ম থেকে। আর এটার মৌলিক অর্থ দাঁড়াচ্ছে যে, এটা হবে নন মনাস্টিক অর্থাৎ মসজিদ, মন্দির উপাসনালয়ের সাথে কোন ধরনের রিলেশন থাকবে না।
আবার ইসলাম যা সালাম ধাতু থেকে এসেছে তার অর্থ শান্তি। এর ব্যাখ্যা হচ্ছে নিজের ইচ্ছা আকাংখাকে সর্বশক্তিমান আল্লাহর নিকট সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা। আল কুরআনের সূরা আলে ইমরানের ১৯ নং আয়াতে বলা হয়েছে – আল্লাহর দৃষ্টিতে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম।
ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়। এটা একটা পূর্ণঙ্গ জীবন পদ্ধতির নাম। এটা সম্পূর্ণ জীবনাচরণের সমষ্টি মাত্র। এর দুটো দিক আছে। প্রথমত: আধ্যাত্মিক, দ্বিতীয়ত: শারীরিক। আধ্যাত্মিক দিক ও শারীরিক দিক অর্থাৎ দুনিয়াবী দিকের সুন্দর ও অসাধারণ সমন্বয় হচ্ছে ইসলাম।
ডা. জাকির নায়েকের ইসলাম ও সেকুলারিজম pdf বই সম্পর্কে:
বইয়ের নাম: | ইসলাম ও সেকুল্যরিজম। |
রচয়িতা/লেখকের নাম: | ডা. জাকির নায়েক। |
প্রকাশনায়: | পিস পাবলিকেশন। |
বইয়ের ধরণ: | ইসলামিক PDF বই। |
পৃষ্ঠা সংখ্যা: | ৬৮ |
ফাইল সাইজ: | ২.১০ এম.বি। |