বিশ্বজনীন ভাতৃত্ব pdf বই ডাউনলোড।

ডাঃ জাকির নায়েকের লেকচার ডাউনলোড- ভ্রাতৃত্ব নানা ধরনের রয়েছে। যেমন- রক্তের সম্পর্কের দ্বারা ভ্রাতৃত্ব, আঞ্চলিকতার দ্বারা ভ্রাতৃত্ব, এমনকি বর্ণ, বংশ কিংবা গোত্র ইত্যাদি নানাবিধ বিষয়ের দ্বারা ভ্রাতৃত্ব ইত্যাদি। কিন্তু এসব ধরনের ভ্রাতৃত্ব হল সংক্ষিপ্ত ভ্রাতৃত্ব।


বিশ্বজনীন ভাতৃত্ব pdf বই ডাউনলোড।
বিশ্বজনীন ভাতৃত্ব pdf বই ডাউনলোড।

ইসলাম বিশ্বজনীন ভ্রাতৃত্বে বিশ্বাসী। ইহা (ইসলাম) বিশ্বাস করে না যে, মানবকুলকে বিভিন্ন বর্ণ বা নানা স্তরে সৃষ্টি করা হয়েছে। এবং আমি আমার এই আলোচনায় পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করে শুরু করছি। যাতে “বিশ্বজনীন ভ্রাতৃত্ব" এর ইসলামী প্রত্যয় সর্বোত্তমভাবে বিবৃত হয়েছে।

এতে বলা হয়েছে, باتها الناس إنا خلقكم من ذكر وأنثى وجعلتكم شعوبا وقبائل لتعارفوا . إنّ

أكرمكم عند الله انتكم . إن الله عليم خبير.

অর্থাৎ, "হে মানুষ জাতি, আমি তোমাদেরকে এক নর ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সে-‍ সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেযগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন।”

সূরা হুজরাত : আয়াত-১৩

পবিত্র কুরআনের এই আয়াতে বর্ণনা করা হয়েছে যে, 'হে মানব সন্তানরা, আমি তোমাদেরকে এক নর ও এক নারী থেকে সৃষ্টি করেছি। - অর্থাৎ সমগ্র মানুষের বংশ এক জোড়া মানবকুল সবার পূর্ব পিতা এক এবং আল্লাহ বলেন যে, তিনি মানব গোষ্ঠীকে বিভিন্ন জাতি ও উপজাতিতে বিভক্ত করেছেন, এর ফলে তারা একে অপরের সাথে পরিচিত হতে পারে।

এ জন্য নয় যে, তারা পরস্পরকে অবজ্ঞা, ঘৃণা করবে এবং নিজেদের মধ্যে হিংসা-বিদ্বেষে লিপ্ত হবে এবং আল্লাহ এর দৃষ্টিতে, এ আয়াতে বলা হয়েছে যে, শ্রেষ্ঠত্বের মাপকাঠি 'লিঙ্গ, বর্ণ, গোত্র, গাত্রবর্ণ কিংবা সম্পত্তির উপর নির্ভর করে না বরং নির্ভর করে 'তাকওয়া'-এর উপর।

অর্থাৎ স্রষ্টার অনুভূতি, ধার্মিকতা, তথা ন্যায়নিষ্ঠতা। কোন লোক- যে ন্যায়নিষ্ঠ, যে অত্যন্ত ধার্মিক, যে স্রষ্টার অনুভূতিসম্পন্ন- সে আল্লাহর দৃষ্টিতে মর্যাদাবান এবং আল্লাহ সর্বজ্ঞ ও সর্ববিষয়ে অবগত।

বিশ্বজনীন ভাতৃত্ব pdf বই সম্পর্কে:

বইয়ের নাম:বিশ্বজনীন ভাতৃত্ব।
রচয়িতার নাম:ডা. জাকির নায়েক।
বইয়ের ধরণ:ইসলামিক PDF বই।
পৃষ্ঠা সংখ্যা:৪৮
ফাইল সাইজ:২.৫ এমবি।

বিশ্বজনীন ভাতৃত্ব ইসলামিক pdf বই ডাউনলোড।

[ডাউনলোড করুন]

ইসলামিক বই কালেকশন | ইসলামিক বই ডাউনলোড ওয়েবসাইট | ডাঃ জাকির নায়েকের বই পিডিএফ ডাউনলোড

Post a Comment

Previous Post Next Post